ETV Bharat / state

KMC on Dengue: রাজ্যের ইমিগ্রেশন পয়েন্টেই হোক বাংলাদেশীদের ডেঙ্গি পরীক্ষা, প্রস্তাব কলকাতা পৌরনিগমের

শহরে ডেঙ্গির প্রাদুর্ভাব কমাতে রাজ্য সরকারকে নয়া প্রস্তাব কলকাতা পৌরনিগমের ৷ বাংলাদেশ থেকে এরাজ্যে আসা সকলের ইমিগ্রেশন পয়েন্টেই ডেঙ্গি পরীক্ষা হোক, এমনই প্রস্তাব রাজ্যকে দিয়েছে পৌরনিগম ৷

ETV Bharat
অতীন ঘোষ
author img

By

Published : Jul 25, 2023, 10:46 PM IST

কলকাতা, 25 জুলাই: বাংলাদেশ থেকে এরাজ্যে আসা সকলের ইমিগ্রেশন পয়েন্টেই হোক ডেঙ্গি পরীক্ষা । এই দাবি জানিয়ে রাজ্যকে চিঠি দিচ্ছে কলকাতা পৌরনিগম ৷ ওপার বাংলার ঢাকার মতো শহরে ভয়ঙ্কর চেহারা নিয়েছে ডেঙ্গি । আর সেখান থেকে প্রতিদিন বিমান বা ট্রেনে-বাসে বহু মানুষ আসেন কলকাতায় । তাদের একাংশ ডেঙ্গির বাহক বলে আশঙ্কা করছে কলকাতা কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের । তাই কলকাতায় ডেঙ্গি ঠাকাতে বাংলাদেশ থেকে আগতদের ডেঙ্গি পরীক্ষা করার দাবি জানিয়েছেন কলকাতা পৌরনিগমের স্বাস্থ্য বিভাগের মেয়র পারিষদ অতীন ঘোষ ।

মঙ্গলবার তিনি বলেন, "পাশের দেশ বাংলাদেশে খুব ডেঙ্গি হচ্ছে । ঢাকা শহর ডেঙ্গি জর্জরিত । বহু মানুষের মৃত্যু হয়েছে । বাংলাদেশে ঢাকার সঙ্গে আমাদের একটা নৈকট্য আছে । মানুষ প্রতিদিন প্লেনে, গাড়িতে বাসে আসছেন এখানে । মানব দেহ ডেঙ্গি রোগের বাহক । এখানে আসছেন এমন বাহককে মশা কামড়ালে সেই ভাইরাস মশাবাহিত হয়ে আরও বহু মানুষের মধ্যে ছড়াতে পারে । ইমিগ্রেশন পয়েন্টগুলোতে একটা চেকিং হোক ।"

আরও পড়ুন: ডেঙ্গিতে প্রাণ গেল গৃহবধূর, আক্রান্ত কাউন্সিলরও !

তিনি আরও জানান, এই বিষয়ে পৌরনিগমের মুখ্য স্বাস্থ্য আধিকারিক রাজ্য স্বাস্থ্য দফতরকে চিঠি লিখছে । যাতে রাজ্যের তরফে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সঙ্গে কথা বলে ইমিগ্রেশন পয়েন্টে একটা চেকিং ব্যারিয়ার তৈরি করা হয় । রক্ত পরীক্ষা করা হলে এই সংক্রমণ ছড়াবে না বলেই মত, অতীন ঘোষের ৷ উল্লেখ্য, বর্ষা ঠিকমতো গতি না পেলেও নিজের গতিতে এগোতে শুরু করেছে ডেঙ্গি । ইতিমধ্যেই প্রায় 276 জন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন খাস কলকাতায় ।

আরও পড়ুন: কলকাতায় ডেঙ্গির থাবা, প্রাণ গেল ষষ্ঠ শ্রেণির ছাত্রীর

সোমবার ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে পিকনিক গার্ডেনের 10 বছরের এক কিশোরীর ৷ এই ঘটনার পরেই আরও সতর্ক কলকাতা পৌরনিগম ৷ তড়িঘড়ি পরিস্থিতি সামাল দিতে দীর্ঘ বৈঠক করেছেন স্বাস্থ্য বিভাগের মেয়র পারিষদ সদস্য অতীন ঘোষ । পিকনিক গার্ডেন এলাকায় ডেঙ্গি আক্রান্ত হয়ে শিশু কন্যার মৃত্যুর ঘটনায় এদিন অতীন ঘোষ বলেন, "আমরা খোঁজ নিয়ে দেখেছি মৃতার পরিবার প্রথমে একটি হাতুড়ে ডাক্তারকে দেখান । তিনি অ্যান্টিবায়োটিক দিয়েছিলেন । যেটা দেওয়া সঠিক নয় । ওই ডাক্তারের খোঁজ করা হচ্ছে । পাশাপাশি যে রোগনির্ণয় কেন্দ্র থেকে ডেঙ্গু টেস্ট করিয়েছিল তারাও কলকাতা কর্পোরেশনকে জানায়নি, তাই শোকজ করা হয়েছে সেই ল্যাবকে ।" কলকাতা কর্পোরেশন সূত্রে খবর, ওই এলাকায় পৌরনিগমের টিম 5 বার গিয়েছিল ৷ হাসপাতালে ভরতির পর কর্পোরেশন খবর পায় ।

কলকাতা, 25 জুলাই: বাংলাদেশ থেকে এরাজ্যে আসা সকলের ইমিগ্রেশন পয়েন্টেই হোক ডেঙ্গি পরীক্ষা । এই দাবি জানিয়ে রাজ্যকে চিঠি দিচ্ছে কলকাতা পৌরনিগম ৷ ওপার বাংলার ঢাকার মতো শহরে ভয়ঙ্কর চেহারা নিয়েছে ডেঙ্গি । আর সেখান থেকে প্রতিদিন বিমান বা ট্রেনে-বাসে বহু মানুষ আসেন কলকাতায় । তাদের একাংশ ডেঙ্গির বাহক বলে আশঙ্কা করছে কলকাতা কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের । তাই কলকাতায় ডেঙ্গি ঠাকাতে বাংলাদেশ থেকে আগতদের ডেঙ্গি পরীক্ষা করার দাবি জানিয়েছেন কলকাতা পৌরনিগমের স্বাস্থ্য বিভাগের মেয়র পারিষদ অতীন ঘোষ ।

মঙ্গলবার তিনি বলেন, "পাশের দেশ বাংলাদেশে খুব ডেঙ্গি হচ্ছে । ঢাকা শহর ডেঙ্গি জর্জরিত । বহু মানুষের মৃত্যু হয়েছে । বাংলাদেশে ঢাকার সঙ্গে আমাদের একটা নৈকট্য আছে । মানুষ প্রতিদিন প্লেনে, গাড়িতে বাসে আসছেন এখানে । মানব দেহ ডেঙ্গি রোগের বাহক । এখানে আসছেন এমন বাহককে মশা কামড়ালে সেই ভাইরাস মশাবাহিত হয়ে আরও বহু মানুষের মধ্যে ছড়াতে পারে । ইমিগ্রেশন পয়েন্টগুলোতে একটা চেকিং হোক ।"

আরও পড়ুন: ডেঙ্গিতে প্রাণ গেল গৃহবধূর, আক্রান্ত কাউন্সিলরও !

তিনি আরও জানান, এই বিষয়ে পৌরনিগমের মুখ্য স্বাস্থ্য আধিকারিক রাজ্য স্বাস্থ্য দফতরকে চিঠি লিখছে । যাতে রাজ্যের তরফে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সঙ্গে কথা বলে ইমিগ্রেশন পয়েন্টে একটা চেকিং ব্যারিয়ার তৈরি করা হয় । রক্ত পরীক্ষা করা হলে এই সংক্রমণ ছড়াবে না বলেই মত, অতীন ঘোষের ৷ উল্লেখ্য, বর্ষা ঠিকমতো গতি না পেলেও নিজের গতিতে এগোতে শুরু করেছে ডেঙ্গি । ইতিমধ্যেই প্রায় 276 জন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন খাস কলকাতায় ।

আরও পড়ুন: কলকাতায় ডেঙ্গির থাবা, প্রাণ গেল ষষ্ঠ শ্রেণির ছাত্রীর

সোমবার ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে পিকনিক গার্ডেনের 10 বছরের এক কিশোরীর ৷ এই ঘটনার পরেই আরও সতর্ক কলকাতা পৌরনিগম ৷ তড়িঘড়ি পরিস্থিতি সামাল দিতে দীর্ঘ বৈঠক করেছেন স্বাস্থ্য বিভাগের মেয়র পারিষদ সদস্য অতীন ঘোষ । পিকনিক গার্ডেন এলাকায় ডেঙ্গি আক্রান্ত হয়ে শিশু কন্যার মৃত্যুর ঘটনায় এদিন অতীন ঘোষ বলেন, "আমরা খোঁজ নিয়ে দেখেছি মৃতার পরিবার প্রথমে একটি হাতুড়ে ডাক্তারকে দেখান । তিনি অ্যান্টিবায়োটিক দিয়েছিলেন । যেটা দেওয়া সঠিক নয় । ওই ডাক্তারের খোঁজ করা হচ্ছে । পাশাপাশি যে রোগনির্ণয় কেন্দ্র থেকে ডেঙ্গু টেস্ট করিয়েছিল তারাও কলকাতা কর্পোরেশনকে জানায়নি, তাই শোকজ করা হয়েছে সেই ল্যাবকে ।" কলকাতা কর্পোরেশন সূত্রে খবর, ওই এলাকায় পৌরনিগমের টিম 5 বার গিয়েছিল ৷ হাসপাতালে ভরতির পর কর্পোরেশন খবর পায় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.