কলকাতা, 31 মার্চ: সারদা মায়ের বাগবাজারের বাড়ি ও তৎসংলগ্ন এলাকায় গড়ে তোলা হবে বিশ্বমানের পর্যটন কেন্দ্র ৷ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বাড়ি সংস্কারে কাজ ৷ সেই কাজ কতদূর পর্যন্ত এগিয়েছে তা দেখতেই শুক্রবার পরিদর্শনে গিয়েছিলেন কলকাতা পৌরনিগমের বস্তি উন্নয়ন বিভাগের মেয়র পারিষদ স্বপন সমাদ্দার ৷ পরিদর্শনের পরেই বাকি থাকা কাজ 1 বছরের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন তিনি ৷ পরিদর্শনে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর বাপি ঘোষ ও কলকাতা পৌরনিগমের বস্তি উন্নয়ন বিভাগের ডিজি অমিতাভ পাল ৷
কলকাতা পৌরসভার উদ্যোগে সারদা মায়ের বাড়ি লাগোয়া ঘিঞ্জি বস্তি এলাকা সংস্কারের কাজ শুরু হয়েছে । সেই কাজ খানিকটা এগোলেও আর্থিক সংকটের কারণে বেশ কিছুদিন ধরে তা থমকে গেয়েছিল । আজ রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রতিনিধিকে সঙ্গে নিয়ে মেয়র পারিষদ স্বপন সমাদ্দার ও এলাকার কাউন্সিলর বাপি ঘোষ-সহ কলকাতা পৌরসভার আধিকারিকরা এলাকা পরিদর্শন করেন । খুব শিগগিরই 5টি ব্লকে নতুন করে নির্মাণের কাজ শুরু হবে বলে জানান তাঁরা । যার জেরে উপকৃত হবেন প্রায় 100 পরিবার ৷ এমনটাই জানিয়েছেন কলকাতা পৌরসভার মেয়র পারিষদ স্বপন সমাদ্দার ।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2013-2014 সালে প্রস্তাব দেন মায়ের বাড়ি ও তৎসংলগ্ন এলাকাকে ঢেলে সাজাতে হবে । বিশ্বমানের পর্যটন কেন্দ্র তৈরি হবে এই এলাকায় । শুরু হয় কলকাতা পৌরসভা উদ্যোগে মায়ের বাড়ি সংস্কারের কাজ । 300 পরিবারকে টালির বাড়ি থেকে সরিয়ে বাংলার বাড়ি প্রকল্পের আওতায় ফ্ল্যাটে পুনর্বাসনের কাজও শুরু হয়েছে । বাগবাজারের মায়ের বাড়ি এলাকার সৌন্দর্যায়নের জন্য বাতিস্তম্ভ বসবে । তৈরি হবে তোরণ । থাকবে গার্ডেন । বস্তিবাসীদের কারিগরি শিক্ষা দেওয়া হবে মিশনের তরফে ।
আরও পড়ুন: শ্রী শ্রী মা সারদার 170তম জন্মতিথি, মহাসমারোহে উদযাপন বেলুড় মঠে
প্রসঙ্গত, সংস্কারের কাজ শুরু হলেও টাকার অভাবে প্রথম পর্যায়ের কাজ শেষ হওয়ার পর তা থমকে যায় ৷ শেষ পর্যন্ত করোনার পর্ব কাটিয়ে আবার দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হয়েছে । আবারও সংস্কারের কাজ শুরুর আগে জমি খতিয়ে দেখতে কলকাতা পৌরসভার মেয়র পারিষদ মায়ের বাড়িতে যান আজ ৷