ETV Bharat / state

ফিরছে হকারদের বাড়বাড়ন্ত, গড়িয়াহাট মডেল বিফলে ! পুলিশকে চিঠি দিতে নির্দেশ মেয়র ফিরহাদের - Hawker Problem in Kolkata

Kolkata Hawker Problem: হকার সমস্যা সমাধানে গড়িয়াহাট মডেল করেছিল কলকাতা পৌরনিগম ৷ তবে তা বাস্তবায়িত হয়নি হলে ক্ষোভ প্রকাশ করলেন স্বয়ং মেয়র ফিরহাদ হাকিম ৷ এবার হকারদের নিয়ন্ত্রণ করতে তিনি পুলিশি হস্তক্ষেপ চাইলেন ৷

ETV Bharat
কলকাতার মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিম
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 10, 2023, 10:35 AM IST

কলকাতা, 10 ডিসেম্বর: হকারদের সামলাতে পুলিশকে চিঠি দেওয়ার নির্দেশ দিলেন স্বয়ং কলকাতা পৌরনিগমের মেয়র ফিরহাদ হাকিম ৷ নিউমার্কেট থেকে হাতিবাগান হকাররাজের কোনও পরিবর্তন হয়নি ৷ এদিকে গড়িয়াহাট টাউন ভেন্ডিং কমিটির তত্ত্বাবধানে তৈরি হয়েছিল হকারদের স্টল ৷ হকার আইন মেনেই বিক্রিবাট্টা চলছিল ৷ তবে সম্প্রতি ফের গড়িয়াহাটে ফিরেছে পুরনো হকাররাজের ছবি ৷ তাই পুলিশি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে লালবাজারকে চিঠি দেওয়ার জন্য কলকাতা পৌর কমিশনার বিনোদ কুমারকে নির্দেশ দিলেন মেয়র ফিরহাদ হাকিম ৷

ফিরহাদ হাকিম বলেন, "হকাররা স্টলগুলির মাথায় কাঠামো করে উলটো দিকের দোকানের সঙ্গে বাঁশ বা রড লাগিয়ে প্লাস্টিক দিয়ে নিচ্ছে ৷ এটা বেআইনি কাজ ৷ অন্য দিকে ফের নির্ধারিত জায়গা ছাড়িয়ে দোকান বসছে ৷ এত টাকা খরচ করে স্টল করে দেওয়া হল ৷ যদিও ফের যেই কে সেই হয়, তাহলে এত করে লাভ কী হল ?" এরপরেই নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম কলকাতা পৌর কমিশনারকে কড়া নির্দেশ দেন, কলকাতা পুলিশ যেন বিষয়টি দেখে ৷ পাশাপাশি কোনও হকার যদি হকার আইন না মেনে কিছু করে থাকে, তাহলে তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করতে হবে ৷

দীর্ঘ টালবাহানার পর কলকাতায় তৈরি হয়েছে টাউন ভেন্ডিং কমিটি ৷ হকার আইন মেনে হকারদের স্টল ব্যবসা করা ও তাঁদের পরিচয়পত্র দেওয়ার কাজ শুরু হয়েছে ৷ চলছে ধাপে ধাপে বিভিন্ন জায়গায় হকিং ও নন হকিং জোন তালিকা তৈরির কাজ ৷ হকার আইন বাস্তবায়ন করা হয় প্রথম গড়িয়াহাট মার্কেট এলাকায় ৷ এরপর হাতিবাগান ও নিউ মার্কেট হকার আইন মাফিক হকার বসানোর কথাও হয় ৷

এদিকে নিজেদের মতো করে আইনকানুনের তোয়াক্কা না করেই ব্যবসা করে চলেছে হকাররা ৷ হকার আইন অনুসারে রাস্তাজুড়ে বা পিচ রাস্তার দিকে মুখ করে হকারি করা যাবে না ৷ নির্ধারিত জায়গায় দোকান লাগাতে হবে ৷ রাস্তার গুরুত্বপূর্ণ মোড়গুলি হকার মুক্ত করতে হবে ৷ গড়িয়াহাট মার্কেটে এই সবকিছুই বাস্তবায়িত করা হয়েছিল ৷

তবে বছর ঘুরতেই পুরনো ছবি ফিরছে ধীরে ধীরে ৷ আর এবার এনিয়ে বিরক্তি প্রকাশ করলেন স্বয়ং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ৷ এমনকী তিনি লালবাজারের হস্তক্ষেপও চাইলেন ৷ ফলে কলকাতাজুড়ে হকার আইন বাস্তবায়িত করতে কতদিন লাগবে, সে বিষয়ে সংশয় থেকেই গেল ৷

আরও পড়ুন:

  1. পুজোর আগেই ধর্মতলায় 'হকার-রাজ' নিয়ন্ত্রণ, বড় সিদ্ধান্ত পৌরনিগমের
  2. ফুটপাথ দখল মুক্ত করতে রণংদেহী মনোভব কলকাতা পৌরনিগমের
  3. কলকাতায় চুরি যাচ্ছে জলের মিটার, সমস্যার মুখে ওয়াটার লস ম্যানেজমেন্ট প্রকল্প

কলকাতা, 10 ডিসেম্বর: হকারদের সামলাতে পুলিশকে চিঠি দেওয়ার নির্দেশ দিলেন স্বয়ং কলকাতা পৌরনিগমের মেয়র ফিরহাদ হাকিম ৷ নিউমার্কেট থেকে হাতিবাগান হকাররাজের কোনও পরিবর্তন হয়নি ৷ এদিকে গড়িয়াহাট টাউন ভেন্ডিং কমিটির তত্ত্বাবধানে তৈরি হয়েছিল হকারদের স্টল ৷ হকার আইন মেনেই বিক্রিবাট্টা চলছিল ৷ তবে সম্প্রতি ফের গড়িয়াহাটে ফিরেছে পুরনো হকাররাজের ছবি ৷ তাই পুলিশি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে লালবাজারকে চিঠি দেওয়ার জন্য কলকাতা পৌর কমিশনার বিনোদ কুমারকে নির্দেশ দিলেন মেয়র ফিরহাদ হাকিম ৷

ফিরহাদ হাকিম বলেন, "হকাররা স্টলগুলির মাথায় কাঠামো করে উলটো দিকের দোকানের সঙ্গে বাঁশ বা রড লাগিয়ে প্লাস্টিক দিয়ে নিচ্ছে ৷ এটা বেআইনি কাজ ৷ অন্য দিকে ফের নির্ধারিত জায়গা ছাড়িয়ে দোকান বসছে ৷ এত টাকা খরচ করে স্টল করে দেওয়া হল ৷ যদিও ফের যেই কে সেই হয়, তাহলে এত করে লাভ কী হল ?" এরপরেই নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম কলকাতা পৌর কমিশনারকে কড়া নির্দেশ দেন, কলকাতা পুলিশ যেন বিষয়টি দেখে ৷ পাশাপাশি কোনও হকার যদি হকার আইন না মেনে কিছু করে থাকে, তাহলে তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করতে হবে ৷

দীর্ঘ টালবাহানার পর কলকাতায় তৈরি হয়েছে টাউন ভেন্ডিং কমিটি ৷ হকার আইন মেনে হকারদের স্টল ব্যবসা করা ও তাঁদের পরিচয়পত্র দেওয়ার কাজ শুরু হয়েছে ৷ চলছে ধাপে ধাপে বিভিন্ন জায়গায় হকিং ও নন হকিং জোন তালিকা তৈরির কাজ ৷ হকার আইন বাস্তবায়ন করা হয় প্রথম গড়িয়াহাট মার্কেট এলাকায় ৷ এরপর হাতিবাগান ও নিউ মার্কেট হকার আইন মাফিক হকার বসানোর কথাও হয় ৷

এদিকে নিজেদের মতো করে আইনকানুনের তোয়াক্কা না করেই ব্যবসা করে চলেছে হকাররা ৷ হকার আইন অনুসারে রাস্তাজুড়ে বা পিচ রাস্তার দিকে মুখ করে হকারি করা যাবে না ৷ নির্ধারিত জায়গায় দোকান লাগাতে হবে ৷ রাস্তার গুরুত্বপূর্ণ মোড়গুলি হকার মুক্ত করতে হবে ৷ গড়িয়াহাট মার্কেটে এই সবকিছুই বাস্তবায়িত করা হয়েছিল ৷

তবে বছর ঘুরতেই পুরনো ছবি ফিরছে ধীরে ধীরে ৷ আর এবার এনিয়ে বিরক্তি প্রকাশ করলেন স্বয়ং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ৷ এমনকী তিনি লালবাজারের হস্তক্ষেপও চাইলেন ৷ ফলে কলকাতাজুড়ে হকার আইন বাস্তবায়িত করতে কতদিন লাগবে, সে বিষয়ে সংশয় থেকেই গেল ৷

আরও পড়ুন:

  1. পুজোর আগেই ধর্মতলায় 'হকার-রাজ' নিয়ন্ত্রণ, বড় সিদ্ধান্ত পৌরনিগমের
  2. ফুটপাথ দখল মুক্ত করতে রণংদেহী মনোভব কলকাতা পৌরনিগমের
  3. কলকাতায় চুরি যাচ্ছে জলের মিটার, সমস্যার মুখে ওয়াটার লস ম্যানেজমেন্ট প্রকল্প
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.