ETV Bharat / state

Dengue Vulnerable Roads: ডেঙ্গি আক্রান্তদের চিহ্নিত করতে স্পর্শকাতর রাস্তার তালিকা করল পৌরনিগম - ডেঙ্গি আক্রান্ত

করোনার সময় কলকাতাকে কয়েকটি বিশেষ জোনে ভাগ করা হয়েছিল ৷ সেভাবেই ডেঙ্গি আক্রান্তের সংখ্যা অনুযায়ী স্পর্শকাতর রাস্তার তালিকা তৈরি করল কলকাতা পৌরনিগম ৷ এর মধ্যে উত্তর, পূর্ব ও দক্ষিণ কলকাতার কয়েকটি রাস্তা রয়েছে ৷

ETV Bharat
কলকাতায় ডেঙ্গি আক্রান্ত
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 29, 2023, 9:24 AM IST

কলকাতা, 29 সেপ্টেম্বর: করোনাকালে সংক্রমণ রুখতে তৈরি হয়েছিল কনটেনমেন্ট জোন ৷ সেই ধাঁচে এবার ডেঙ্গিকে চিহ্নিত করতে স্পর্শকাতর রাস্তার তালিকা করল পৌরনিগম ৷ শহরের ডেঙ্গি পরিস্থিতিতে স্পর্শকাতর এমন 37টি ওয়ার্ডের মোট 92টি রাস্তা স্পর্শকাতর বলে তালিকাভুক্ত হয়েছে ৷ এক আধিকারিক জানান, একই এলাকা বা রাস্তা থেকে মাসখানেকের বেশি সময় ধরে একাধিক ডেঙ্গি আক্রান্তের খবর পেলে তবেই সেই রাস্তাকে স্পর্শকাতর বলে ঘোষণা করা হচ্ছে ৷

কলকাতা পৌরনিগম সূত্রে খবর, স্পর্শকাতর ওই 37টি ওয়ার্ড হল- 3, 4, 6, 14, 66, 67, 68, 73, 74, 81, 85, 86, 90, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100, 102, 103, 105, 107, 108, 109, 111, 112, 115, 116, 117, 118, 121, 129, 131 ৷

এই তালিকায় মধ্যে আছে 9টি ওয়ার্ড নতুন ৷ সেখানে নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পৌরনিগমের স্বাস্থ্য বিভাগ ৷ কোনও এলাকায় টানা মাসখানেক সময় ডেঙ্গি আক্রান্তের খোঁজ মিলেছে এমন এলাকাকেই বা রাস্তাকে স্পর্শকাতর চিহ্নিত করা হয়েছে ৷ এই সব রাস্তাগুলির অধিকাংশই দক্ষিণ কলকাতার বলেই জানা গিয়েছে ৷

List of Dengue Vulnerable Roads in 37 wards in Kolkata
ডেঙ্গি সংক্রমণে স্পর্শকাতর রাস্তা

কলকাতা পৌরনিগমের তথ্য অনুযায়ী, 17 সেপ্টেম্বর পর্যন্ত কলকাতায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা 3 হাজার 802 জন ৷ এই সংখ্যা 2022 সালের তুলনায় প্রায় 2 হাজার 300 জনের মতো বেশি ৷ এই স্পর্শকাতর 92টি রাস্তার মধ্যে 8-10 টি রাস্তা উত্তর কলকাতার ৷ বাকি সব দক্ষিণ ও পূর্ব কলকাতার ৷ বেশ কয়েকটি রাস্তা বেহালার ৷ তালিকায় থাকা এলাকাগুলির মধ্যে ভবানীপুর, নিউ আলিপুর, কালীঘাট, হরিশ চ্যাটার্জি স্ট্রিট ৷ এই এলাকাতেই থাকেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

দক্ষিণের ভবানীপুর হোক বা বেহালার পর্ণশ্রী- এই রাস্তা বা এলাকাগুলিতে বর্তমানে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা গড়ে 60-70 জন। পাশাপাশি, স্পর্শকাতর এলাকাগুলির মধ্যে রয়েছে উত্তর কলকাতার রাজা মণীন্দ্র রোড, লকগেট রোড, হরিশ নিয়োগী রোড, মুরারিপুকুর রোড, আবার দক্ষিণ কলকাতায় আলিপুর রোড, হরিশ চ্যাটার্জী স্ট্রিট, শহিদ স্মৃতি কলোনি, টালিগঞ্জ সার্কুলার রোড ৷

আরও পড়ুন: ডেঙ্গি মোকাবিলায় উদ্যোগ, ভোররাতে ঘুমন্ত ফুটপাথবাসীদের মশারি দিয়ে ঢেকে দিলেন বিজেপি কর্মীরা

কলকাতা, 29 সেপ্টেম্বর: করোনাকালে সংক্রমণ রুখতে তৈরি হয়েছিল কনটেনমেন্ট জোন ৷ সেই ধাঁচে এবার ডেঙ্গিকে চিহ্নিত করতে স্পর্শকাতর রাস্তার তালিকা করল পৌরনিগম ৷ শহরের ডেঙ্গি পরিস্থিতিতে স্পর্শকাতর এমন 37টি ওয়ার্ডের মোট 92টি রাস্তা স্পর্শকাতর বলে তালিকাভুক্ত হয়েছে ৷ এক আধিকারিক জানান, একই এলাকা বা রাস্তা থেকে মাসখানেকের বেশি সময় ধরে একাধিক ডেঙ্গি আক্রান্তের খবর পেলে তবেই সেই রাস্তাকে স্পর্শকাতর বলে ঘোষণা করা হচ্ছে ৷

কলকাতা পৌরনিগম সূত্রে খবর, স্পর্শকাতর ওই 37টি ওয়ার্ড হল- 3, 4, 6, 14, 66, 67, 68, 73, 74, 81, 85, 86, 90, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100, 102, 103, 105, 107, 108, 109, 111, 112, 115, 116, 117, 118, 121, 129, 131 ৷

এই তালিকায় মধ্যে আছে 9টি ওয়ার্ড নতুন ৷ সেখানে নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পৌরনিগমের স্বাস্থ্য বিভাগ ৷ কোনও এলাকায় টানা মাসখানেক সময় ডেঙ্গি আক্রান্তের খোঁজ মিলেছে এমন এলাকাকেই বা রাস্তাকে স্পর্শকাতর চিহ্নিত করা হয়েছে ৷ এই সব রাস্তাগুলির অধিকাংশই দক্ষিণ কলকাতার বলেই জানা গিয়েছে ৷

List of Dengue Vulnerable Roads in 37 wards in Kolkata
ডেঙ্গি সংক্রমণে স্পর্শকাতর রাস্তা

কলকাতা পৌরনিগমের তথ্য অনুযায়ী, 17 সেপ্টেম্বর পর্যন্ত কলকাতায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা 3 হাজার 802 জন ৷ এই সংখ্যা 2022 সালের তুলনায় প্রায় 2 হাজার 300 জনের মতো বেশি ৷ এই স্পর্শকাতর 92টি রাস্তার মধ্যে 8-10 টি রাস্তা উত্তর কলকাতার ৷ বাকি সব দক্ষিণ ও পূর্ব কলকাতার ৷ বেশ কয়েকটি রাস্তা বেহালার ৷ তালিকায় থাকা এলাকাগুলির মধ্যে ভবানীপুর, নিউ আলিপুর, কালীঘাট, হরিশ চ্যাটার্জি স্ট্রিট ৷ এই এলাকাতেই থাকেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

দক্ষিণের ভবানীপুর হোক বা বেহালার পর্ণশ্রী- এই রাস্তা বা এলাকাগুলিতে বর্তমানে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা গড়ে 60-70 জন। পাশাপাশি, স্পর্শকাতর এলাকাগুলির মধ্যে রয়েছে উত্তর কলকাতার রাজা মণীন্দ্র রোড, লকগেট রোড, হরিশ নিয়োগী রোড, মুরারিপুকুর রোড, আবার দক্ষিণ কলকাতায় আলিপুর রোড, হরিশ চ্যাটার্জী স্ট্রিট, শহিদ স্মৃতি কলোনি, টালিগঞ্জ সার্কুলার রোড ৷

আরও পড়ুন: ডেঙ্গি মোকাবিলায় উদ্যোগ, ভোররাতে ঘুমন্ত ফুটপাথবাসীদের মশারি দিয়ে ঢেকে দিলেন বিজেপি কর্মীরা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.