ETV Bharat / state

Whatsapp chatbot for property tax : হোয়াটসঅ্যাপে এবার সম্পত্তি কর প্রদান থেকে আধারের আবেদন, কলকাতায় শুরু নতুন পরিষেবা - কলকাতায় হোয়াটসঅ্যাপ চ্যাট বটের মাধ্যমে আধার কার্ড আবেদন

করোনা পরিস্থিতিতে ভিড় ভাড়াক্কা এড়াতে হোয়াটসঅ্যাপ চ্যাটবটের মাধ্যমে বার্থ ও ডেথ সার্টিফিকেটের জন্য আবেদন নেওয়া শুরু করেছে কলকাতা পৌরনিগম । এবার থেকে চ্যাটবটের মাধ্যমে সম্পত্তি কর দেওয়া যাবে (Whatsapp chatbot for property tax ) ৷

KMC launches Whatsapp chatbot
কলকাতায় শুরু নতুন পরিষেবা
author img

By

Published : Jan 15, 2022, 5:09 PM IST

কলকাতা, 15 জানুয়ারি : প্রযুক্তির রমরমার যুগে সব ঘরে বসে এক ক্লিকেই কাজ হয়ে যায় ৷ টাকা পয়সার লেনদেন, বিল জমা দেওয়ার মতো কাজগুলি বাড়ি বসেই করা যায় ৷ একধাপ এগিয়ে এখন থেকে সম্পত্তি কর, ট্রেড লাইসেন্স ফি, জমি, বাড়ির মিউটেশনের মতো কাজের ক্ষেত্রেও প্রযুক্তির ব্যবহার শুরু হল (Whatsapp chatbot for property tax ) ৷ হোয়্যাটসঅ্যাপ চ্যাটবটের মাধ্যমে এবার থেকে কলকাতাবাসী সম্পত্তি কর, ট্রেড লাইসেন্স ফি জমা দেওয়ার মতো কাজগুলি করতে পারবেন ৷ আধার কার্ডের জন্য আবেদন বা ভুল সংশোধনের ক্ষেত্রেও চ্যাটবটের মাধ্যমে আবেদন করতে পারবেন তিলোত্তমাবাসী ৷

কী এই হোয়্যাটসঅ্যাপ চ্যাটবট ? এটি হল কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা চালিত একটি স্বয়ংক্রিয় সফটওয়্যার ৷ যা হোয়্যাটসঅ্যাপ প্ল্যাটফর্মে চলে । চ্যাট ইন্টারফেসের মাধ্যমে হোয়াটসঅ্যাপ চ্যাটবটের সঙ্গে যোগাযোগ করলে স্বয়ংক্রিয় উত্তর পাওয়া যায় ৷ যা প্রকৃত মানুষের সঙ্গে কথা বলার মতোই ৷ নির্দিষ্ট নম্বরে মেসেজের মাধ্যমে আধার কার্ডের জন্য আবেদন, ভুল সংশোধন, সম্পত্তি কর, মিউটেশন থেকে ট্রেড লাইসেন্স ফি জমা দিতে পারবেন ( whatsapp chatbot for Property tax Aadhaar card application) ৷ জানিয়েছেন কলকাতা পৌরনিগমের মেয়র পরিষদ সদস্য সন্দীপন সাহা ৷ নম্বরটি হল 8335999111 ৷

আরও পড়ুন : Covid Helpline number KMC: করোনা পরিস্থিতি সামাল দিতে হেল্পলাইন নম্বর চালু করল কলকাতা পৌরনিগম

করোনা পরিস্থিতিতে ভিড় ভাড়াক্কা এড়াতে হোয়াটসঅ্যাপ চ্যাটবটের মাধ্যমে বার্থ ও ডেথ সার্টিফিকেটের জন্য আবেদন নেওয়া শুরু করেছে কলকাতা পৌরনিগম । করোনা টিকাকরণের জন্য বুকিং করতেও এই পদ্ধতি ব্যবহার করা হয়েছিল । এবার থেকে চ্যাটবটের মাধ্যমে সম্পত্তি কর দেওয়া যাবে ৷ বকেয়া কত টাকা রয়েছে তা জানতে পারবেন । এই চ্যাটবটে কর মূল্যায়ন নম্বর দিলেই বিস্তারিত দেখা যাবে । এরপর কর প্রদানের জন্য ডিমান্ড জেনারেট করলেই একটি পেমেন্ট লিঙ্ক আসবে । সেই লিঙ্কে ক্লিক করে টাকা জমা করতে পারবেন । একইভাবে ট্রেড লাইসেন্স ফি দেওয়া যাবে ৷ মিউটেশনের কাজও এই পদ্ধতিতেই করা যাবে । আগে পেমেন্ট গেটওয়ে ছিল একটি ৷ এখন তা বাড়ানো হয়েছে । প্রতি ঘন্টায় হোয়্যাটসঅ্যাপ চ্যাটবটের মাধ্যমে 6 জনের আবেদন নেওয়া হবে ।

কলকাতা, 15 জানুয়ারি : প্রযুক্তির রমরমার যুগে সব ঘরে বসে এক ক্লিকেই কাজ হয়ে যায় ৷ টাকা পয়সার লেনদেন, বিল জমা দেওয়ার মতো কাজগুলি বাড়ি বসেই করা যায় ৷ একধাপ এগিয়ে এখন থেকে সম্পত্তি কর, ট্রেড লাইসেন্স ফি, জমি, বাড়ির মিউটেশনের মতো কাজের ক্ষেত্রেও প্রযুক্তির ব্যবহার শুরু হল (Whatsapp chatbot for property tax ) ৷ হোয়্যাটসঅ্যাপ চ্যাটবটের মাধ্যমে এবার থেকে কলকাতাবাসী সম্পত্তি কর, ট্রেড লাইসেন্স ফি জমা দেওয়ার মতো কাজগুলি করতে পারবেন ৷ আধার কার্ডের জন্য আবেদন বা ভুল সংশোধনের ক্ষেত্রেও চ্যাটবটের মাধ্যমে আবেদন করতে পারবেন তিলোত্তমাবাসী ৷

কী এই হোয়্যাটসঅ্যাপ চ্যাটবট ? এটি হল কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা চালিত একটি স্বয়ংক্রিয় সফটওয়্যার ৷ যা হোয়্যাটসঅ্যাপ প্ল্যাটফর্মে চলে । চ্যাট ইন্টারফেসের মাধ্যমে হোয়াটসঅ্যাপ চ্যাটবটের সঙ্গে যোগাযোগ করলে স্বয়ংক্রিয় উত্তর পাওয়া যায় ৷ যা প্রকৃত মানুষের সঙ্গে কথা বলার মতোই ৷ নির্দিষ্ট নম্বরে মেসেজের মাধ্যমে আধার কার্ডের জন্য আবেদন, ভুল সংশোধন, সম্পত্তি কর, মিউটেশন থেকে ট্রেড লাইসেন্স ফি জমা দিতে পারবেন ( whatsapp chatbot for Property tax Aadhaar card application) ৷ জানিয়েছেন কলকাতা পৌরনিগমের মেয়র পরিষদ সদস্য সন্দীপন সাহা ৷ নম্বরটি হল 8335999111 ৷

আরও পড়ুন : Covid Helpline number KMC: করোনা পরিস্থিতি সামাল দিতে হেল্পলাইন নম্বর চালু করল কলকাতা পৌরনিগম

করোনা পরিস্থিতিতে ভিড় ভাড়াক্কা এড়াতে হোয়াটসঅ্যাপ চ্যাটবটের মাধ্যমে বার্থ ও ডেথ সার্টিফিকেটের জন্য আবেদন নেওয়া শুরু করেছে কলকাতা পৌরনিগম । করোনা টিকাকরণের জন্য বুকিং করতেও এই পদ্ধতি ব্যবহার করা হয়েছিল । এবার থেকে চ্যাটবটের মাধ্যমে সম্পত্তি কর দেওয়া যাবে ৷ বকেয়া কত টাকা রয়েছে তা জানতে পারবেন । এই চ্যাটবটে কর মূল্যায়ন নম্বর দিলেই বিস্তারিত দেখা যাবে । এরপর কর প্রদানের জন্য ডিমান্ড জেনারেট করলেই একটি পেমেন্ট লিঙ্ক আসবে । সেই লিঙ্কে ক্লিক করে টাকা জমা করতে পারবেন । একইভাবে ট্রেড লাইসেন্স ফি দেওয়া যাবে ৷ মিউটেশনের কাজও এই পদ্ধতিতেই করা যাবে । আগে পেমেন্ট গেটওয়ে ছিল একটি ৷ এখন তা বাড়ানো হয়েছে । প্রতি ঘন্টায় হোয়্যাটসঅ্যাপ চ্যাটবটের মাধ্যমে 6 জনের আবেদন নেওয়া হবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.