কলকাতা, 18 অক্টাবর: সমস্যা বার বার সমাধানের চেষ্টা হলেও কিছুতেই শহরে বেআইনি হোর্ডিং রুখতে পারেনি পৌর কর্তৃপক্ষ। শেষমেষ সমাধান সূত্র বের হল বলেই মনে করছে পৌর কর্তারা। সেই সমাধানসূত্র হল কিউআর কোড (KMC launces QR) ।
বেআইনি হোর্ডিং চিহ্নিত করতে এবার কিউআর কোড চালু হচ্ছে । পৌরনিগম (Kolkata Municipal Corporation) সূত্রে জানা যাচ্ছে, বিজ্ঞাপন এজেন্সিদের হোর্ডিংয়ে রাখতে হবে কিউআর কোড । যা স্ক্যান করলে কোন সংস্থা লাগিয়েছে, চুক্তির সবটাই বিজ্ঞাপন বিভাগের কর্মীদের কাছে ফুটে উঠবে। এমনকী সেটা মেয়াদ পার হয়েছে কি না, তাও জানা যাবে । এজেন্সি পুরসভাকে নিয়মিত কর দিচ্ছে কি না, তাও জানা যাবে ।
বিশেষ করে সংযুক্ত ওয়ার্ডগুলিতে অবৈধ হোর্ডিংয়ের রমরমা । কিউআর কোড চালু হলে এতে বেআইনি হোর্ডিংয়ের সঙ্গে কর খেলাপ করা এজেন্সিদেরও সহজে চিহ্নিত করতে পারবে পৌরনিগম । কলকাতা কর্পোরেশন অনুমোদিত বিজ্ঞাপন লাগানোর জায়গা প্রায় সাড়ে পাঁচ হাজার । এর মধ্যে ব্যক্তিগত হোর্ডিং রয়েছে আড়াই হাজার কাছাকাছি । এই সব হোর্ডিং নথিভুক্ত এজেন্সিকে ভাড়া দেওয়া হয় । নথিভুক্ত এজেন্সিদের একটি করে কোড নম্বর দেওয়া হয় । বিজ্ঞাপন হোর্ডিংয়ে ওই কোড নম্বর উল্লেখ করার কথা এজেন্সিদের । কিন্তু এজেন্সিরা নিয়ম বহু ক্ষেত্রে মানছেন না বলেই অভিযোগ । নিয়ম না-মানার কারণে বেআইনি হোর্ডিং'য়ের বিরুদ্ধে পুরো অভিযানে করতে গিয়ে সমস্যায় পড়তে হয় । মাঝে মধ্যে বৈধ হোর্ডিং ছিঁড়ে ফেলা হয় ।
আরও পড়ুন: আসানসোলে বেআইনি হোডিং, কমেছে রাজস্ব
পৌরনিগমের আধিকারিকের কথায়, দ্রুত কিউআর কোড চালু হবে । কিউআর কোড চালু হলে এই বেআইনি হোর্ডিং বিরুদ্ধে অভিযান করতে সুবিধা হবে ।