ETV Bharat / state

KMC on Dengue: ডেঙ্গি দমনে প্রতিটি মণ্ডপে নজরদারির নির্দেশিকা জারি পৌরনিগমের - Atin Ghosh

ডেঙ্গি দমনে (Dengue) প্রতিটি মণ্ডপে নজরদারির নির্দেশিকা জারি (Guidelines) করল কলকাতা পৌরনিগম (Kolkata Municipal Corporation) ৷

KMC issues guidelines in every pandal during durga puja for surveillance to control dengue
KMC issues guidelines in every pandal during durga puja for surveillance to control dengue
author img

By

Published : Sep 19, 2022, 5:50 PM IST

Updated : Sep 19, 2022, 6:38 PM IST

কলকাতা, 19 সেপ্টেম্বর: কলকাতায় ডেঙ্গি-ম্যালেরিয়ার পরিস্থিতি সংকটজনক, তা ইতিমধ্যেই জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম (Mayor Firhad Hakim) । পরিস্থিতি মোকাবিলায় তিনি একটি বিশেষ বৈঠকও করেন কাউন্সিলরদের নিয়ে । তাতেই মণ্ডপে নজরদারি সংক্রান্ত একটি আবেদন রেখেছিলেন মেয়র পারিষদ সদস্য দেবাশিস কুমার । সেই আবেদন মেনেই এবার কলকাতা পৌরনিগমের স্বাস্থ্য বিভাগের তরফে প্যান্ডেলে নিয়মিত নজরদারি করার নির্দেশিকা জারি করা হল (KMC to Durga Puja Pandals) । এই নির্দেশ দিয়েছেন কলকাতা পৌরনিগমের মুখ্য স্বাস্থ্য আধিকারিক (CMHO) সুব্রত রায়চৌধুরী ।

সম্প্রতি ডেঙ্গি পরিস্থিতি নিয়ে পৌরনিগমের অধিবেশন কক্ষেই কাউন্সিলরদের নিয়ে বৈঠক হয় । সেখানে বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরেন ফিরহাদ । তিনি জানান, মানুষকে আরও সচেতন হতে হবে । পাশাপাশি পরিস্থিতি হাতের বাইরে যাতে না যায়, তাই তড়িঘড়ি কাউন্সিলরদের নিজ নিজ ওয়ার্ডে নামার নির্দেশ দেন তিনি । কী কী করনীয় তা নিয়ে বলেন স্বাস্থ্য বিভাগের মেয়র পারিষদ (MIC Health) অতীন ঘোষ (Atin Ghosh) ।

অনেক কাউন্সিলর এই বৈঠকে তাঁদের ওয়ার্ডে ডেঙ্গি মোকাবিলায় নানা সমস্যার কথা তুলে ধরেন । সেই সময় দেবাশিস কুমার (Debasish Kumar) বলেন, "মাঠে বা রাস্তায় সমস্ত এখন মণ্ডপ । সেখানে কোনও নজরদারি হচ্ছে না । কেউ যাচ্ছে না । তখন মেয়র পারিষদ স্বাস্থ্য বলেন, "তাহলে একটা টিম প্রতি ওয়ার্ডে তৈরি করা হবে ৷ যারা শুধুই মণ্ডপগুলোর পরিস্থিতির নজরদারি করবেন নিয়মিত ।"

আরও পড়ুন: কলকাতার ডেঙ্গি পরিস্থিতি ভয়াবহ, মানলেন ফিরহাদ

সেইমতো মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুব্রত রায়চৌধুরী নির্দেশিকায় জানিয়েছেন, প্রতি ওয়ার্ডে দু'জন বা একজন ভেক্টর কন্ট্রোল কর্মী থাকবেন ৷ যাঁরা শুধুমাত্র মণ্ডপে নজর রাখবেন । কোথাও যাতে মশা ডিম পাড়ার উপযুক্ত পরিবেশ না হয় সেটা দেখতে হবে । যদি কোথাও লার্ভা হয় তবে নিয়ম মেনে তা ধ্বংস করতে হবে ।

আরও পড়ুন: কলকাতার ডেঙ্গি পরিস্থিতি ভয়াবহ, মানলেন ফিরহাদ

কলকাতা, 19 সেপ্টেম্বর: কলকাতায় ডেঙ্গি-ম্যালেরিয়ার পরিস্থিতি সংকটজনক, তা ইতিমধ্যেই জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম (Mayor Firhad Hakim) । পরিস্থিতি মোকাবিলায় তিনি একটি বিশেষ বৈঠকও করেন কাউন্সিলরদের নিয়ে । তাতেই মণ্ডপে নজরদারি সংক্রান্ত একটি আবেদন রেখেছিলেন মেয়র পারিষদ সদস্য দেবাশিস কুমার । সেই আবেদন মেনেই এবার কলকাতা পৌরনিগমের স্বাস্থ্য বিভাগের তরফে প্যান্ডেলে নিয়মিত নজরদারি করার নির্দেশিকা জারি করা হল (KMC to Durga Puja Pandals) । এই নির্দেশ দিয়েছেন কলকাতা পৌরনিগমের মুখ্য স্বাস্থ্য আধিকারিক (CMHO) সুব্রত রায়চৌধুরী ।

সম্প্রতি ডেঙ্গি পরিস্থিতি নিয়ে পৌরনিগমের অধিবেশন কক্ষেই কাউন্সিলরদের নিয়ে বৈঠক হয় । সেখানে বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরেন ফিরহাদ । তিনি জানান, মানুষকে আরও সচেতন হতে হবে । পাশাপাশি পরিস্থিতি হাতের বাইরে যাতে না যায়, তাই তড়িঘড়ি কাউন্সিলরদের নিজ নিজ ওয়ার্ডে নামার নির্দেশ দেন তিনি । কী কী করনীয় তা নিয়ে বলেন স্বাস্থ্য বিভাগের মেয়র পারিষদ (MIC Health) অতীন ঘোষ (Atin Ghosh) ।

অনেক কাউন্সিলর এই বৈঠকে তাঁদের ওয়ার্ডে ডেঙ্গি মোকাবিলায় নানা সমস্যার কথা তুলে ধরেন । সেই সময় দেবাশিস কুমার (Debasish Kumar) বলেন, "মাঠে বা রাস্তায় সমস্ত এখন মণ্ডপ । সেখানে কোনও নজরদারি হচ্ছে না । কেউ যাচ্ছে না । তখন মেয়র পারিষদ স্বাস্থ্য বলেন, "তাহলে একটা টিম প্রতি ওয়ার্ডে তৈরি করা হবে ৷ যারা শুধুই মণ্ডপগুলোর পরিস্থিতির নজরদারি করবেন নিয়মিত ।"

আরও পড়ুন: কলকাতার ডেঙ্গি পরিস্থিতি ভয়াবহ, মানলেন ফিরহাদ

সেইমতো মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুব্রত রায়চৌধুরী নির্দেশিকায় জানিয়েছেন, প্রতি ওয়ার্ডে দু'জন বা একজন ভেক্টর কন্ট্রোল কর্মী থাকবেন ৷ যাঁরা শুধুমাত্র মণ্ডপে নজর রাখবেন । কোথাও যাতে মশা ডিম পাড়ার উপযুক্ত পরিবেশ না হয় সেটা দেখতে হবে । যদি কোথাও লার্ভা হয় তবে নিয়ম মেনে তা ধ্বংস করতে হবে ।

আরও পড়ুন: কলকাতার ডেঙ্গি পরিস্থিতি ভয়াবহ, মানলেন ফিরহাদ

Last Updated : Sep 19, 2022, 6:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.