ETV Bharat / state

Paray Sikkhalay by KMC : কলকাতা পৌরনিগমের তরফেও এবার 'পাড়ায় শিক্ষালয়' পরিকল্পনা - পাড়ায় শিক্ষালয়

পড়াশোনায় সাহায্যের জন্য পৌর প্রাথমিক স্কুলের শিক্ষকদের পড়ুয়াদের বাড়ি পাঠানোর উদ্যোগ নিচ্ছে কলকাতা পৌরনিগম (Paray Sikkhalay by KMC) ৷

Paray Sikkhalay by KMC
কলকাতা পৌরনিগমের তরফেও এবার 'পাড়ায় শিক্ষালয়' পরিকল্পনা
author img

By

Published : Jan 25, 2022, 8:07 AM IST

কলকাতা, 25 জানুয়ারি : পৌর স্কুল বন্ধ থাকলেও শিক্ষকরা পৌঁছবেন পড়ুয়াদের দুয়ারে । দ্রুততার সঙ্গে বৈঠক করে এই পরিকল্পনা বাস্তবায়ন করবে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন । জানিয়েছেন শিক্ষা বিভাগের মেয়র পারিষদ সন্দীপন সাহা (Paray Sikkhalay by KMC) ৷

এ দেশে করোনা সংক্রমণের দাপট শুরু হওয়ার পরই বন্ধ হয়ে গিয়েছিল শিক্ষা প্রতিষ্ঠানগুলি ৷ এরপর গতবছর নবম ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য স্কুল খুললেও প্রায় দু'বছর হতে চলল স্কুলের মুখ দেখেনি প্রাথমিক স্কুলের পড়ুয়ারা ৷ দেশে দৈনিক সংক্রমণ যখন 3 লাখের উপর, এই পরিস্থিতিতে স্কুল খোলার পরিকল্পনা করছে না রাজ্য সরকার ৷ তার পরিবর্তে স্কুলের শিক্ষকদের পাঠানো হবে পড়ুয়াদের কাছে ৷ রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, 'পাড়ায় শিক্ষালয়' নামে একটি প্রকল্প আগামী 7 জানুয়ারি শুরু হবে ৷ এলাকায় গিয়ে শিক্ষক শিক্ষিকারা পড়াবেন ছাত্র-ছাত্রীদের ।

ঠিক একই পথে হাঁটতে চলেছে এবার কলকাতা পৌরনিগম। খুব তাড়াতাড়ি পৌর প্রাথমিক স্কুলের শিক্ষকরা এলাকায় গিয়ে ছাত্র-ছাত্রীদের পড়ানো শুরু করবেন বলে জানান পৌরনিগমের শিক্ষা বিভাগের মেয়র পরিষদ সন্দীপ সাহা । কলকাতায় পৌরনিগমের 144 টি ওয়ার্ডে 240টি পৌর প্রাথমিক স্কুল রয়েছে । শিক্ষকের সংখ্যা 750 জন এবং প্রায় 18 হাজার বেশি ছাত্র-ছাত্রী রয়েছে । যাঁরা সকলেই দীর্ঘ সময় ধরে বাড়িতে বসে রয়েছেন ৷ দীর্ঘদিন ধরে বাড়ি বন্দী থাকা শিশু মনের উপর খারাপ প্রভাব ফেলে ৷

আরও পড়ুন : Netaji in School syllabus : দেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে নেতাজিকে রাজ্যের পাঠক্রমে অন্তর্ভূক্ত করতে চান শিক্ষামন্ত্রী

এই বিষয়ে সন্দীপন সাহা বলেন, "করোনার কারণে যদি সবথেকে বেশি আক্রান্ত হয়ে থাকে কেউ তা হল শৈশব । কারণ কেন্দ্রীয় সরকার শিশুদের এখনও টিকাকরণের আওতায় আনতে পারেনি । যার জেরে শিশুরা দীর্ঘদিন ধরে স্কুলের মুখ দেখতে পারছে না । তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে উঠছে । রাজ্য সরকার সেই কথা চিন্তা ভাবনা করে ঘোষণা করেছে । পঠন-পাঠনের ব্যাপারটা আমরাও সেই পথে হেঁটেই এলাকাভিত্তিক ভাবে পৌর প্রাথমিক স্কুলের ছাত্র-ছাত্রীদের পঠন-পাঠনের বিষয় পরিকল্পনা নিচ্ছি । প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা এলাকার বাচ্চাদের পড়াশোনা করাবেন । বাচ্চারা স্কুলে যেতে না পারলেও স্কুল তাদের কাছে যাবে এবার থেকে ।" কিভাবে এই গোটা ব্যাপারটা হবে তা দ্রুত বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মেয়র পারিষদ ।

কলকাতা, 25 জানুয়ারি : পৌর স্কুল বন্ধ থাকলেও শিক্ষকরা পৌঁছবেন পড়ুয়াদের দুয়ারে । দ্রুততার সঙ্গে বৈঠক করে এই পরিকল্পনা বাস্তবায়ন করবে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন । জানিয়েছেন শিক্ষা বিভাগের মেয়র পারিষদ সন্দীপন সাহা (Paray Sikkhalay by KMC) ৷

এ দেশে করোনা সংক্রমণের দাপট শুরু হওয়ার পরই বন্ধ হয়ে গিয়েছিল শিক্ষা প্রতিষ্ঠানগুলি ৷ এরপর গতবছর নবম ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য স্কুল খুললেও প্রায় দু'বছর হতে চলল স্কুলের মুখ দেখেনি প্রাথমিক স্কুলের পড়ুয়ারা ৷ দেশে দৈনিক সংক্রমণ যখন 3 লাখের উপর, এই পরিস্থিতিতে স্কুল খোলার পরিকল্পনা করছে না রাজ্য সরকার ৷ তার পরিবর্তে স্কুলের শিক্ষকদের পাঠানো হবে পড়ুয়াদের কাছে ৷ রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, 'পাড়ায় শিক্ষালয়' নামে একটি প্রকল্প আগামী 7 জানুয়ারি শুরু হবে ৷ এলাকায় গিয়ে শিক্ষক শিক্ষিকারা পড়াবেন ছাত্র-ছাত্রীদের ।

ঠিক একই পথে হাঁটতে চলেছে এবার কলকাতা পৌরনিগম। খুব তাড়াতাড়ি পৌর প্রাথমিক স্কুলের শিক্ষকরা এলাকায় গিয়ে ছাত্র-ছাত্রীদের পড়ানো শুরু করবেন বলে জানান পৌরনিগমের শিক্ষা বিভাগের মেয়র পরিষদ সন্দীপ সাহা । কলকাতায় পৌরনিগমের 144 টি ওয়ার্ডে 240টি পৌর প্রাথমিক স্কুল রয়েছে । শিক্ষকের সংখ্যা 750 জন এবং প্রায় 18 হাজার বেশি ছাত্র-ছাত্রী রয়েছে । যাঁরা সকলেই দীর্ঘ সময় ধরে বাড়িতে বসে রয়েছেন ৷ দীর্ঘদিন ধরে বাড়ি বন্দী থাকা শিশু মনের উপর খারাপ প্রভাব ফেলে ৷

আরও পড়ুন : Netaji in School syllabus : দেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে নেতাজিকে রাজ্যের পাঠক্রমে অন্তর্ভূক্ত করতে চান শিক্ষামন্ত্রী

এই বিষয়ে সন্দীপন সাহা বলেন, "করোনার কারণে যদি সবথেকে বেশি আক্রান্ত হয়ে থাকে কেউ তা হল শৈশব । কারণ কেন্দ্রীয় সরকার শিশুদের এখনও টিকাকরণের আওতায় আনতে পারেনি । যার জেরে শিশুরা দীর্ঘদিন ধরে স্কুলের মুখ দেখতে পারছে না । তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে উঠছে । রাজ্য সরকার সেই কথা চিন্তা ভাবনা করে ঘোষণা করেছে । পঠন-পাঠনের ব্যাপারটা আমরাও সেই পথে হেঁটেই এলাকাভিত্তিক ভাবে পৌর প্রাথমিক স্কুলের ছাত্র-ছাত্রীদের পঠন-পাঠনের বিষয় পরিকল্পনা নিচ্ছি । প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা এলাকার বাচ্চাদের পড়াশোনা করাবেন । বাচ্চারা স্কুলে যেতে না পারলেও স্কুল তাদের কাছে যাবে এবার থেকে ।" কিভাবে এই গোটা ব্যাপারটা হবে তা দ্রুত বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মেয়র পারিষদ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.