ETV Bharat / state

"দুয়ারে সরকার"-প্রকল্পের 12টি স্থায়ী শিবির করতে চলেছে কলকাতা পৌরনিগম - দুয়ারে সরকার কর্মসূচিতে মুখ্যমন্ত্রী

এই বড় মাপের শিবিরগুলি তৈরি করার লক্ষ্য হল যাতে সমাজের প্রত্যেকে স্বাস্থ্য সাথী সহ প্রতিটি প্রকল্পের সুবিধা গ্রহণ করতে পারে । সমাজের কেউ যাতে এই প্রকল্পগুলির সুবিধা থেকে বঞ্চিত না হয় সেজন্য নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ।

The Calcutta Municipal Corporation is going to set up twelve permanent camps for the distribution of ' Swastha Sathi ' cards
স্বাস্থ্য সাথী কার্ড বন্টনের জন্য বারোটি স্থায়ী শিবির করতে চলেছে কলকাতা পৌরনিগম
author img

By

Published : Dec 11, 2020, 6:51 PM IST

কলকাতা, 11 ডিসেম্বর : স্বাস্থ্য সাথী কার্ড বণ্টনের জন্য আরও 12টি স্থায়ী শিবির করতে চলেছে কলকাতা পৌরনিগম । এই কার্ড যাতে আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছায়, সেজন্য এই স্থায়ী শিবিরগুলি করা হবে ।

এই বড় মাপের শিবিরগুলি তৈরি করার লক্ষ্য হল যাতে সমাজের প্রত্যেকে স্বাস্থ্য সাথী সহ সবকটি প্রকল্পের সুবিধা গ্রহণ করতে পারে । সমাজের কেউ যাতে এই প্রকল্পগুলির সুবিধা থেকে বঞ্চিত না হয় সেজন্য নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী । সেইমতো কলকাতা পৌরনিগম যাদবপুর, গড়িয়াহাট, গড়িয়া, টালিগঞ্জ ফাঁড়ি, বালিগঞ্জ ফাঁড়ি, জেমস লং সরণি, বেহালা সি এ বাস স্ট্যান্ড, বেহালা চৌরাস্তা, শ্যামবাজার, হাতিবাগান, বড়বাজার ও মৌলালিতে বড় মাপের স্থায়ী শিবির তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে ।

শহরের বিভিন্ন প্রান্তে "দুয়ারে সরকার" কর্মসূচির আয়োজন করছে কলকাতা পৌরনিগম । গতকাল ভবানীপুর এলাকায় "দুয়ারে সরকার" কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিমকে শহরের বিভিন্ন প্রান্তে স্বাস্থ্য শিবির তৈরি করার জন্য নির্দেশ দেন ।

15 ডিসেম্বর থেকে দ্বিতীয় দফায় রাজ্য সরকার "দুয়ারে সরকার" কর্মসূচি শুরু করবে কলকাতা পৌরনিগম । এই 12টি জায়গাতেও 15 তারিখ থেকে বড় মাপের শিবির শুরু করবে কলকাতা পৌরনিগম । 12 থেকে 14 টি ক্যাম্প থাকবে শিবিরগুলিতে । অফিসার ও কর্মী মিলিয়ে 100 জন কর্মী থাকবে এই বড় মাপের শিবিরগুলিতে । পৌরনিগমের পক্ষ থেকে প্রয়োজনে আরও কর্মীসংখ্যা বাড়ানো হবে বলে জানানো হয়েছে ।

কলকাতা, 11 ডিসেম্বর : স্বাস্থ্য সাথী কার্ড বণ্টনের জন্য আরও 12টি স্থায়ী শিবির করতে চলেছে কলকাতা পৌরনিগম । এই কার্ড যাতে আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছায়, সেজন্য এই স্থায়ী শিবিরগুলি করা হবে ।

এই বড় মাপের শিবিরগুলি তৈরি করার লক্ষ্য হল যাতে সমাজের প্রত্যেকে স্বাস্থ্য সাথী সহ সবকটি প্রকল্পের সুবিধা গ্রহণ করতে পারে । সমাজের কেউ যাতে এই প্রকল্পগুলির সুবিধা থেকে বঞ্চিত না হয় সেজন্য নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী । সেইমতো কলকাতা পৌরনিগম যাদবপুর, গড়িয়াহাট, গড়িয়া, টালিগঞ্জ ফাঁড়ি, বালিগঞ্জ ফাঁড়ি, জেমস লং সরণি, বেহালা সি এ বাস স্ট্যান্ড, বেহালা চৌরাস্তা, শ্যামবাজার, হাতিবাগান, বড়বাজার ও মৌলালিতে বড় মাপের স্থায়ী শিবির তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে ।

শহরের বিভিন্ন প্রান্তে "দুয়ারে সরকার" কর্মসূচির আয়োজন করছে কলকাতা পৌরনিগম । গতকাল ভবানীপুর এলাকায় "দুয়ারে সরকার" কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিমকে শহরের বিভিন্ন প্রান্তে স্বাস্থ্য শিবির তৈরি করার জন্য নির্দেশ দেন ।

15 ডিসেম্বর থেকে দ্বিতীয় দফায় রাজ্য সরকার "দুয়ারে সরকার" কর্মসূচি শুরু করবে কলকাতা পৌরনিগম । এই 12টি জায়গাতেও 15 তারিখ থেকে বড় মাপের শিবির শুরু করবে কলকাতা পৌরনিগম । 12 থেকে 14 টি ক্যাম্প থাকবে শিবিরগুলিতে । অফিসার ও কর্মী মিলিয়ে 100 জন কর্মী থাকবে এই বড় মাপের শিবিরগুলিতে । পৌরনিগমের পক্ষ থেকে প্রয়োজনে আরও কর্মীসংখ্যা বাড়ানো হবে বলে জানানো হয়েছে ।

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.