ETV Bharat / state

KMC Property Supervision Charges: পরিত্যক্ত সম্পত্তিতে আবর্জনা পরিষ্কারের নজরদারি চার্জ বাড়াল কলকাতা পৌরনিগম - পরিত্যক্ত সম্পত্তিতে আবর্জনা পরিষ্কারের নজরদারি

KMC Increases Supervision Charges for Abandoned Land and Houses: পরিত্যক্তি জমি ও বাড়ি পরিষ্কারের ক্ষেত্রে নজরদারির চার্জ 75 শতাংশ বাড়াল কেএমসি ৷ এই সমস্ত সম্পত্তিতে আবর্জনা ফেলার অপরাধে জরিমানা করা হবে, আশেপাশের বাড়িগুলিতেও ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 3, 2023, 7:25 PM IST

Updated : Oct 3, 2023, 7:46 PM IST

কলকাতা, 3 অক্টোবর: পরিত্যক্ত জমি ও বাড়ির ক্ষেত্রে এবার আরও কঠোর হচ্ছে কলকাতা পৌরনিগম ৷ এই সমস্ত বাড়ি ও জমি পরিষ্কারের খরচের উপর যে সুপারভিশন চার্জ ধার্য করা হত, তা এক ধাক্কায় 75 শতাংশ বাড়িয়ে দিল পৌরনিগমের স্বাস্থ্য বিভাগ ৷ আগে এই সুপারভিশন চার্জ 25 শতাংশ নিত কলকাতা পৌরনিগম কর্তৃপক্ষ ৷ এবার থেকে সেটাই একধাক্কা আর 75 শতাংশ বাড়িয়ে দেওয়া হয়েছে ৷ অর্থাৎ, সম্পত্তি পরিষ্কার করতে যে খরচ কর্তৃপক্ষ করবে, সেই সমপরিমাণ টাকা সুপারভিশন চার্জ হিসেবে দিতে হবে সংশ্লিষ্ট জমির মালিককে ৷

কলকাতা শহরে আবর্জনা ও জল জমার সমস্যা এবং তার জেরে বাড়তে থাকা ডেঙ্গি সংক্রমণের জন্যই এই কড়া পদক্ষেপ বলে জানিয়েছে কলকাতা পৌরনিগমের এক আধিকারিক ৷ তিনি জানিয়েছেন, নাগরিকদের একাধিকবার বলার পরেও তাঁরা সচেতন নন ৷ জমি-বাড়ি কিনে ফেলে রেখে দিচ্ছে বছরের পর বছর ৷ আর সময়ের সঙ্গে সম্পত্তির দাম বাড়ছে ৷ এতে সেই সম্পত্তির মালিকের লাভ হচ্ছে ৷ কিন্তু, সেই ব্যক্তির লাভের জন্য জঞ্জাল বাড়ছে ৷ মশার বংশবৃদ্ধি হচ্ছে ৷ এতে রোগ ছড়াচ্ছে ৷ আর তার জন্য অন্যদের ভোগান্তি হচ্ছে ৷

এত দিন পৌরনিগমের স্বাস্থ্য বিভাগ পরিত্যক্ত বাড়ি বা জমির মালিককে নোটিশ দিত ৷ সেখানে দ্রুত সেই সম্পত্তিতে জমা আবর্জনা পরিষ্কার করতে বলা হত ৷ তার পরেও তা পরিষ্কার না করলে, পৌরনিগম জঞ্জাল বিভাগকে দিয়ে সেই সম্পত্তিতে থাকা আবর্জনা সাফাইয়ের কাজ করত ৷ এর জন্য যা খরচ হত, তার উপর 25 শতাংশ সুপারভিশন চার্জ যোগ করে সম্পত্তি করের সঙ্গে জুড়ে দেওয়া হত ৷ কিন্তু অভিযোগ, তাতে বিশেষ কিছু এসে যেত না ওই সকল জমি ও বাড়ির মালিকদের ৷

আরও পড়ুন: ডেঙ্গি-ম্যালেরিয়ার বাড়বাড়ন্ত শহরে, প্রতিবাদে পৌরনিগম অভিযান যুব কংগ্রেসের

তাই এবার জমি বা বাড়ি পরিষ্কার ও রোগমুক্ত করতে যে খরচ হয় কলকাতা পৌরনিগমের, সেই টাকা ও তার একশো শতাংশ সুপারভিশন চার্জ হিসেবে সম্পত্তি করের সঙ্গে জুড়ে যাবে ৷ তবে, শুধু পরিত্যক্ত জমি ও বাড়ির মালিক নন ৷ ওই সম্পত্তির আশেপাশের বাড়িগুলিকেও নোটিশ ধরাবে কলকাতা পৌরনিগম ৷ ওই সম্পত্তিতে আবর্জনা ফেলে নোংরা করার জন্য ওই বাড়ির মালিকদের নোটিশ দেবে কর্তৃপক্ষ ৷

কলকাতা, 3 অক্টোবর: পরিত্যক্ত জমি ও বাড়ির ক্ষেত্রে এবার আরও কঠোর হচ্ছে কলকাতা পৌরনিগম ৷ এই সমস্ত বাড়ি ও জমি পরিষ্কারের খরচের উপর যে সুপারভিশন চার্জ ধার্য করা হত, তা এক ধাক্কায় 75 শতাংশ বাড়িয়ে দিল পৌরনিগমের স্বাস্থ্য বিভাগ ৷ আগে এই সুপারভিশন চার্জ 25 শতাংশ নিত কলকাতা পৌরনিগম কর্তৃপক্ষ ৷ এবার থেকে সেটাই একধাক্কা আর 75 শতাংশ বাড়িয়ে দেওয়া হয়েছে ৷ অর্থাৎ, সম্পত্তি পরিষ্কার করতে যে খরচ কর্তৃপক্ষ করবে, সেই সমপরিমাণ টাকা সুপারভিশন চার্জ হিসেবে দিতে হবে সংশ্লিষ্ট জমির মালিককে ৷

কলকাতা শহরে আবর্জনা ও জল জমার সমস্যা এবং তার জেরে বাড়তে থাকা ডেঙ্গি সংক্রমণের জন্যই এই কড়া পদক্ষেপ বলে জানিয়েছে কলকাতা পৌরনিগমের এক আধিকারিক ৷ তিনি জানিয়েছেন, নাগরিকদের একাধিকবার বলার পরেও তাঁরা সচেতন নন ৷ জমি-বাড়ি কিনে ফেলে রেখে দিচ্ছে বছরের পর বছর ৷ আর সময়ের সঙ্গে সম্পত্তির দাম বাড়ছে ৷ এতে সেই সম্পত্তির মালিকের লাভ হচ্ছে ৷ কিন্তু, সেই ব্যক্তির লাভের জন্য জঞ্জাল বাড়ছে ৷ মশার বংশবৃদ্ধি হচ্ছে ৷ এতে রোগ ছড়াচ্ছে ৷ আর তার জন্য অন্যদের ভোগান্তি হচ্ছে ৷

এত দিন পৌরনিগমের স্বাস্থ্য বিভাগ পরিত্যক্ত বাড়ি বা জমির মালিককে নোটিশ দিত ৷ সেখানে দ্রুত সেই সম্পত্তিতে জমা আবর্জনা পরিষ্কার করতে বলা হত ৷ তার পরেও তা পরিষ্কার না করলে, পৌরনিগম জঞ্জাল বিভাগকে দিয়ে সেই সম্পত্তিতে থাকা আবর্জনা সাফাইয়ের কাজ করত ৷ এর জন্য যা খরচ হত, তার উপর 25 শতাংশ সুপারভিশন চার্জ যোগ করে সম্পত্তি করের সঙ্গে জুড়ে দেওয়া হত ৷ কিন্তু অভিযোগ, তাতে বিশেষ কিছু এসে যেত না ওই সকল জমি ও বাড়ির মালিকদের ৷

আরও পড়ুন: ডেঙ্গি-ম্যালেরিয়ার বাড়বাড়ন্ত শহরে, প্রতিবাদে পৌরনিগম অভিযান যুব কংগ্রেসের

তাই এবার জমি বা বাড়ি পরিষ্কার ও রোগমুক্ত করতে যে খরচ হয় কলকাতা পৌরনিগমের, সেই টাকা ও তার একশো শতাংশ সুপারভিশন চার্জ হিসেবে সম্পত্তি করের সঙ্গে জুড়ে যাবে ৷ তবে, শুধু পরিত্যক্ত জমি ও বাড়ির মালিক নন ৷ ওই সম্পত্তির আশেপাশের বাড়িগুলিকেও নোটিশ ধরাবে কলকাতা পৌরনিগম ৷ ওই সম্পত্তিতে আবর্জনা ফেলে নোংরা করার জন্য ওই বাড়ির মালিকদের নোটিশ দেবে কর্তৃপক্ষ ৷

Last Updated : Oct 3, 2023, 7:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.