ETV Bharat / state

Jorasanko Thakur Bari: ঠাকুরবাড়িতে তৃণমূল শিক্ষাকর্মীদের দফতর, আদালতের নির্দেশে পরিদর্শনে হেরিটেজ কমিটি - ঠাকুরবাড়িতে তৃণমূল শিক্ষাকর্মীদের দফতর

জোড়াসাঁকো ক্যাম্পাসে (Jorasanko Thakur Bari) ঐতিহ্যশালী ভবনে তৃণমূল শিক্ষাকর্মীদের দফতর হওয়ায় সেখানে হেরিটেজ কমিটিকে (KMC Heritage Committee) পরিদর্শনের নির্দেশ দিয়েছিল আদালত ৷ সেই নির্দেশ মেনে জোড়াসাঁকোয় গিয়ে ভবনে বেশ কিছু পরিবর্তন চোখে পড়ল হেরিটেজ কমিটির ৷

kmc-heritage-committee-visits-jorasanko-thakur-bari
ঠাকুরবাড়িতে তৃণমূল শিক্ষাকর্মীদের দফতর, আদালতের নির্দেশে পরিদর্শনে হেরিটেজ কমিটি
author img

By

Published : Dec 6, 2022, 8:11 PM IST

কলকাতা, 6 ডিসেম্বর: রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থল জোড়াসাঁকো ঠাকুরবাড়ির (Jorasanko Thakur Bari) একাংশে করা হয়েছিল তৃণমূল শিক্ষাকর্মীদের দলীয় দফতর । আর সেই দফতর করতে গিয়েই পরিবর্তন হয়েছে ডিউটি ঘরের বেশকিছু অংশে । আদালতের নির্দেশে সেখানে পরিদর্শন করে এ কথা জানালেন হেরিটেজ কমিটির (KMC Heritage Committee) সদস্য হিমাদ্রী গুহ । বিষয়টি তারা লিখিত ভাবে আদালতে জমা করবেন বলে জানান । এরপর আদালত যেমন নির্দেশ দেবে, সেই মতো তাঁরা পদক্ষেপ করবেন বলে জানালেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু রায় চৌধুরী ।

কবিগুরুর জন্মস্থান শিল্পকলার অন্যতম পীঠস্থান ৷ সেই জোড়াসাঁকো ক্যাম্পাসের মতো জায়গায় কোনও রাজনৈতিক দলের দফতর করা নিয়ে প্রাক্তনী, বর্তমান ছাত্রবৃন্দ ও রবীন্দ্রপ্রেমীদের মধ্যে তীব্র অসন্তোষ ছড়ায় । বিষয়টি নিয়ে অভিযোগ আদালত পর্যন্ত গড়ায় । এমন ঐতিহ্যশালী ভবনে এই কর্মকাণ্ড তৎক্ষণাৎ বন্ধ করার নির্দেশ দেয় আদালত । সেই নির্দেশ মতোই বন্ধ করা হয় ডিউটি ঘর ।

পাশাপশি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের জোড়াসাঁকো ক্যাম্পাসে পরিদর্শনে গিয়ে হেরিটেজ ভবনের কোনও পরিবর্তন হয়েছে কি না, তা খতিয়ে দেখার জন্য কলকাতা পৌরনিগমের হেরিটেজ কমিটিকে নির্দেশ দেয় আদালত ৷ সেই নির্দেশ মতোই আজ সেখানে পরিদর্শনে গিয়েছিল হেরিটেজ কমিটি ।

আরও পড়ুন: জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সামনে বেআইনি পার্কিং, নোংরা পরিবেশ ; সরব স্থানীয় কাউন্সিলর

কলকাতা পৌরনিগম সূত্রে খবর, পরিদর্শনে দেখা যায় একটি ঘরের রঙ পরিবর্তন করা হয়েছে । একটি ঘরের নিচের অংশে রঙ করা হয়েছে । দুটি ঘরের সিলিংয়ের কাঠামো পরিবর্তন করা হয়েছে । চৌকঠের অংশ ভেঙে নতুন করা হয়েছে । দরজার বেশ কিছু অংশ বদলেছে ৷ মেঝেতে সিমেন্ট করে তাতে পাথর বসানো হয়েছে ।

এ প্রসঙ্গে হেরিটেজ কমিটির সদস্য হিমাদ্রী গুহ বলেন, "আমরা আদালতের নির্দেশে এখানে পরিদর্শন করলাম । বেশ কিছু পরিবর্তন করা হয়েছে । সেগুলো আমরা লিখিত ভাবে আদালতের কাছে জমা করব ।"

ঠাকুরবাড়িতে তৃণমূল শিক্ষাকর্মীদের দফতর, আদালতের নির্দেশে পরিদর্শনে হেরিটেজ কমিটি

বিষয়টি নিয়ে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু রায় চৌধুরীর দাবি, "গোটা ঘটনাটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আড়ালে রেখে করা হয়েছিল । জানা মাত্রই সেই দফতর বন্ধ করে দেওয়া হয় । সেখানে তালা লাগিয়ে দেওয়া হয় । আদালত যেমন ভাবে বলবে, ঠিক সেই নির্দেশ মতোই আমরা পদক্ষেপ করব ।"

কলকাতা, 6 ডিসেম্বর: রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থল জোড়াসাঁকো ঠাকুরবাড়ির (Jorasanko Thakur Bari) একাংশে করা হয়েছিল তৃণমূল শিক্ষাকর্মীদের দলীয় দফতর । আর সেই দফতর করতে গিয়েই পরিবর্তন হয়েছে ডিউটি ঘরের বেশকিছু অংশে । আদালতের নির্দেশে সেখানে পরিদর্শন করে এ কথা জানালেন হেরিটেজ কমিটির (KMC Heritage Committee) সদস্য হিমাদ্রী গুহ । বিষয়টি তারা লিখিত ভাবে আদালতে জমা করবেন বলে জানান । এরপর আদালত যেমন নির্দেশ দেবে, সেই মতো তাঁরা পদক্ষেপ করবেন বলে জানালেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু রায় চৌধুরী ।

কবিগুরুর জন্মস্থান শিল্পকলার অন্যতম পীঠস্থান ৷ সেই জোড়াসাঁকো ক্যাম্পাসের মতো জায়গায় কোনও রাজনৈতিক দলের দফতর করা নিয়ে প্রাক্তনী, বর্তমান ছাত্রবৃন্দ ও রবীন্দ্রপ্রেমীদের মধ্যে তীব্র অসন্তোষ ছড়ায় । বিষয়টি নিয়ে অভিযোগ আদালত পর্যন্ত গড়ায় । এমন ঐতিহ্যশালী ভবনে এই কর্মকাণ্ড তৎক্ষণাৎ বন্ধ করার নির্দেশ দেয় আদালত । সেই নির্দেশ মতোই বন্ধ করা হয় ডিউটি ঘর ।

পাশাপশি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের জোড়াসাঁকো ক্যাম্পাসে পরিদর্শনে গিয়ে হেরিটেজ ভবনের কোনও পরিবর্তন হয়েছে কি না, তা খতিয়ে দেখার জন্য কলকাতা পৌরনিগমের হেরিটেজ কমিটিকে নির্দেশ দেয় আদালত ৷ সেই নির্দেশ মতোই আজ সেখানে পরিদর্শনে গিয়েছিল হেরিটেজ কমিটি ।

আরও পড়ুন: জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সামনে বেআইনি পার্কিং, নোংরা পরিবেশ ; সরব স্থানীয় কাউন্সিলর

কলকাতা পৌরনিগম সূত্রে খবর, পরিদর্শনে দেখা যায় একটি ঘরের রঙ পরিবর্তন করা হয়েছে । একটি ঘরের নিচের অংশে রঙ করা হয়েছে । দুটি ঘরের সিলিংয়ের কাঠামো পরিবর্তন করা হয়েছে । চৌকঠের অংশ ভেঙে নতুন করা হয়েছে । দরজার বেশ কিছু অংশ বদলেছে ৷ মেঝেতে সিমেন্ট করে তাতে পাথর বসানো হয়েছে ।

এ প্রসঙ্গে হেরিটেজ কমিটির সদস্য হিমাদ্রী গুহ বলেন, "আমরা আদালতের নির্দেশে এখানে পরিদর্শন করলাম । বেশ কিছু পরিবর্তন করা হয়েছে । সেগুলো আমরা লিখিত ভাবে আদালতের কাছে জমা করব ।"

ঠাকুরবাড়িতে তৃণমূল শিক্ষাকর্মীদের দফতর, আদালতের নির্দেশে পরিদর্শনে হেরিটেজ কমিটি

বিষয়টি নিয়ে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু রায় চৌধুরীর দাবি, "গোটা ঘটনাটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আড়ালে রেখে করা হয়েছিল । জানা মাত্রই সেই দফতর বন্ধ করে দেওয়া হয় । সেখানে তালা লাগিয়ে দেওয়া হয় । আদালত যেমন ভাবে বলবে, ঠিক সেই নির্দেশ মতোই আমরা পদক্ষেপ করব ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.