ETV Bharat / state

KMC Green Initiative: সবুজায়নে জোর পৌরনিগমের, বিরাট কর ছাড়ের ঘোষণা - পরিবেশ রক্ষায় উৎসাহিত করতে একগুচ্ছ নাগরিক সুবিধা কলকাতা পুরনিগমের

কলকাতায় কেউ নতুন বাড়ি বা বহুতলের একটা অংশে যদি সবুজায়ন করে তবে বিশেষ ছাড় দেবে পুরসভা ৷ ওই অংশের জমির জন্য দিতে হবে মাত্র 10% কর। শুধু তাই নয় বাড়তি এফএআরও পাবেন তাঁরা । এমনই সিদ্ধান্ত কলকাতা পুরনিগমের (Kolkata Municipal Corporation)।

Kolkata Municipal Corporation news
পরিবেশ রক্ষায় উৎসাহিত করতে একগুচ্ছ নাগরিক সুবিধা কলকাতা পুরনিগমের
author img

By

Published : Jul 24, 2022, 3:51 PM IST

কলকাতা, 24 জুলাই: কলকাতার পরিবেশ রক্ষা করতে পূর্ব কলকাতা জলাভূমি রক্ষায় ইতিমধ্যেই নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। পাশাপাশি কলকাতায় যেহেতু স্বল্প পরিসর তাই গাছ লাগানো খুবই সমস্যার । তবে কেউ যদি নতুন বাড়ি বা বহুতল করে তার একটা অংশ সবুজায়ন করে তবে সেই জমির জন্য মাত্র 10% কর দিতে হবে নাগরিকদের । শুধু তাই নয় বাড়তি এফএআরও পাবেন তাঁরা ।
বিশ্ব উষ্ণয়ন ও জলবায়ু পরিবর্তনের জেরে পরিবেশের ক্রমশ ক্ষতি হচ্ছে। এর প্রভাব অন্য জায়গায় মতো কলকাতার বাসিন্দারা বুঝতে পারছেন । শহরে বায়ু, জল শব্দ দূষণ ঠেকাতে বদ্ধ পরিকর পুরনিগম (Kolkata Municipal Corporation)। আর তার জন্য জোর দেওয়া হয়েছে সচেতনতায়।

আরও পড়ুন: 21’র সমাবেশ শেষে 40 মিনিটে পরিষ্কার হবে কলকাতার রাজপথ

এ প্রসঙ্গে মেয়র আরও জানান, বাম আমলের জবরদখলের কারণে পূর্ব কলকাতা জলাভূমির সর্বনাশ হয়েছে। তাতে পরিবেশও ধ্বংস হয়েছে । ধাক্কা খেয়েছে কলকাতার স্বাভাবিক প্রগ্রতি। তৃণমূলের আমলে তা বন্ধ হয়েছে । তবে জলাভূমি রক্ষায় সকলকে সতর্ক থাকতেই হবে। সবুজ শহর গড়তে কলকাতা পুরনিগম ইতিমধ্যেই বিল্ডিং রুলসে পরিবর্তন এনেছে । গ্রিন বিল্ডিং-এ ছাড় দিয়েছে কলকাতা পুরনিগম ।

উল্লেখ্য, নতুন বিল্ডিং আইন অনুযায়ী গ্রিন বিল্ডিং তৈরি করলে অতিরিক্ত 10% এফএআর দেওয়া হবে । কলকাতা শহরের মধ্যে সবুজ অংশ রেখে বাড়ি তৈরি করলে ওই সবুজ অংশের জন্য মাত্র 10% কর দিতে হবে । শুধু কলকাতা নয় রাজ্যের সমস্ত পুরসভাতেই সবুজায়নন নিয়ে তৎপরতা শুরু হয়েছে ৷ বনদফতরে সহযোগিতায় 15 কোটি গাছও লাগানো হয়েছে ।

কলকাতা, 24 জুলাই: কলকাতার পরিবেশ রক্ষা করতে পূর্ব কলকাতা জলাভূমি রক্ষায় ইতিমধ্যেই নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। পাশাপাশি কলকাতায় যেহেতু স্বল্প পরিসর তাই গাছ লাগানো খুবই সমস্যার । তবে কেউ যদি নতুন বাড়ি বা বহুতল করে তার একটা অংশ সবুজায়ন করে তবে সেই জমির জন্য মাত্র 10% কর দিতে হবে নাগরিকদের । শুধু তাই নয় বাড়তি এফএআরও পাবেন তাঁরা ।
বিশ্ব উষ্ণয়ন ও জলবায়ু পরিবর্তনের জেরে পরিবেশের ক্রমশ ক্ষতি হচ্ছে। এর প্রভাব অন্য জায়গায় মতো কলকাতার বাসিন্দারা বুঝতে পারছেন । শহরে বায়ু, জল শব্দ দূষণ ঠেকাতে বদ্ধ পরিকর পুরনিগম (Kolkata Municipal Corporation)। আর তার জন্য জোর দেওয়া হয়েছে সচেতনতায়।

আরও পড়ুন: 21’র সমাবেশ শেষে 40 মিনিটে পরিষ্কার হবে কলকাতার রাজপথ

এ প্রসঙ্গে মেয়র আরও জানান, বাম আমলের জবরদখলের কারণে পূর্ব কলকাতা জলাভূমির সর্বনাশ হয়েছে। তাতে পরিবেশও ধ্বংস হয়েছে । ধাক্কা খেয়েছে কলকাতার স্বাভাবিক প্রগ্রতি। তৃণমূলের আমলে তা বন্ধ হয়েছে । তবে জলাভূমি রক্ষায় সকলকে সতর্ক থাকতেই হবে। সবুজ শহর গড়তে কলকাতা পুরনিগম ইতিমধ্যেই বিল্ডিং রুলসে পরিবর্তন এনেছে । গ্রিন বিল্ডিং-এ ছাড় দিয়েছে কলকাতা পুরনিগম ।

উল্লেখ্য, নতুন বিল্ডিং আইন অনুযায়ী গ্রিন বিল্ডিং তৈরি করলে অতিরিক্ত 10% এফএআর দেওয়া হবে । কলকাতা শহরের মধ্যে সবুজ অংশ রেখে বাড়ি তৈরি করলে ওই সবুজ অংশের জন্য মাত্র 10% কর দিতে হবে । শুধু কলকাতা নয় রাজ্যের সমস্ত পুরসভাতেই সবুজায়নন নিয়ে তৎপরতা শুরু হয়েছে ৷ বনদফতরে সহযোগিতায় 15 কোটি গাছও লাগানো হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.