ETV Bharat / state

KMC Election 2021: 21 ডিসেম্বর কলকাতা পৌরনিগম নির্বাচনের গণনা, বিজ্ঞপ্তি জারি কমিশনের - KMC Election 2021

বিজ্ঞপ্তি জারি করে কলকাতা পৌরনিগম নির্বাচনের গণনার দিন ঘোষণা করল রাজ্য নির্বাচন কমিশন (KMC Election 2021) ৷ 21 ডিসেম্বর হবে 144টি ওয়ার্ডের ভোট গণনা (KMC elections Counting on 21st December) ৷

KMC elections Counting on 21st December
21 ডিসেম্বর কলকাতা পৌরনিগম নির্বাচনের গণনা, বিজ্ঞপ্তি জারি কমিশনের
author img

By

Published : Nov 27, 2021, 4:46 PM IST

কলকাতা, 27 নভেম্বর: আসন্ন কলকাতা পৌরনিগম নির্বাচনের গণনা 21 ডিসেম্বরেই হবে (KMC Election 2021) ৷ আজ বিজ্ঞপ্তি প্রকাশ করে এই কথা জানিয়ে দিল রাজ্য নির্বাচন কমিশন ৷ কলকাতা পৌরনিগমের 144টি আসনে নির্বাচন হবে আগামী 19 ডিসেম্বর ৷ তার পর মাঝে একটি দিন বাদ দিয়ে ভোট গণনা হবে 21 ডিসেম্বর (KMC elections Counting on 21st December) ৷ ওই দিন সকাল 8টা থেকে গণনার কাজ শুরু হবে (KMC elections Counting) ৷

ফলপ্রকাশের দিন প্রতি দলের যে দু’জন গণনা কেন্দ্রের ভেতরের প্রবেশ করবেন, তাঁদের দু’টি টিকা নেওয়া বাধ্যতামূলক বলে জানানো হয়েছে ৷ তবে, কারও যদি একটি টিকা নেওয়া থাকে, তাহলে ওই ব্যক্তিকে আরটি-পিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে ৷ বাকি সমস্ত ব্যবস্থাপনার ক্ষেত্রে জাতীয় নির্বাচন কমিশনের রূপরেখা অবলম্বন করা হবে ৷ যাঁরা গণনা কেন্দ্রে প্রবেশ করবেন, তাঁরা শুধুমাত্র সাদা কাগজ ও কলম নিয়ে প্রবেশ করতে পারবেন বলে ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে ৷

আরও পড়ুন : BJP on KMC Election: মামলা ঝুলে থাকাকালীন পৌর নির্বাচনের নির্ঘণ্ট, হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ বিজেপির

পাশাপাশি এও জানানো হয়েছে, গণনা কেন্দ্রের পুরো এলাকাটি হাই ভোল্টেজ জোন হিসেবে চিহ্নিত করা হবে ৷ গণনা কেন্দ্রের আশেপাশের এলাকায় কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হবে ৷ ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা থাকবে সেখানে ৷ স্ট্রং রুমে সিসিটিভির ব্যবস্থা রাখা হবে এবং সেখানে 24 ঘণ্টা নজরদারি চলবে ৷ গণনা কেন্দ্রের আশেপাশে কোনওরকম জমায়েতের উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷

কলকাতা, 27 নভেম্বর: আসন্ন কলকাতা পৌরনিগম নির্বাচনের গণনা 21 ডিসেম্বরেই হবে (KMC Election 2021) ৷ আজ বিজ্ঞপ্তি প্রকাশ করে এই কথা জানিয়ে দিল রাজ্য নির্বাচন কমিশন ৷ কলকাতা পৌরনিগমের 144টি আসনে নির্বাচন হবে আগামী 19 ডিসেম্বর ৷ তার পর মাঝে একটি দিন বাদ দিয়ে ভোট গণনা হবে 21 ডিসেম্বর (KMC elections Counting on 21st December) ৷ ওই দিন সকাল 8টা থেকে গণনার কাজ শুরু হবে (KMC elections Counting) ৷

ফলপ্রকাশের দিন প্রতি দলের যে দু’জন গণনা কেন্দ্রের ভেতরের প্রবেশ করবেন, তাঁদের দু’টি টিকা নেওয়া বাধ্যতামূলক বলে জানানো হয়েছে ৷ তবে, কারও যদি একটি টিকা নেওয়া থাকে, তাহলে ওই ব্যক্তিকে আরটি-পিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে ৷ বাকি সমস্ত ব্যবস্থাপনার ক্ষেত্রে জাতীয় নির্বাচন কমিশনের রূপরেখা অবলম্বন করা হবে ৷ যাঁরা গণনা কেন্দ্রে প্রবেশ করবেন, তাঁরা শুধুমাত্র সাদা কাগজ ও কলম নিয়ে প্রবেশ করতে পারবেন বলে ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে ৷

আরও পড়ুন : BJP on KMC Election: মামলা ঝুলে থাকাকালীন পৌর নির্বাচনের নির্ঘণ্ট, হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ বিজেপির

পাশাপাশি এও জানানো হয়েছে, গণনা কেন্দ্রের পুরো এলাকাটি হাই ভোল্টেজ জোন হিসেবে চিহ্নিত করা হবে ৷ গণনা কেন্দ্রের আশেপাশের এলাকায় কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হবে ৷ ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা থাকবে সেখানে ৷ স্ট্রং রুমে সিসিটিভির ব্যবস্থা রাখা হবে এবং সেখানে 24 ঘণ্টা নজরদারি চলবে ৷ গণনা কেন্দ্রের আশেপাশে কোনওরকম জমায়েতের উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.