ETV Bharat / state

Firhad Hakim : আট মাসে সম্পত্তির পরিমাণ বেড়েছে 88 লক্ষ টাকা, হলফনামায় জানালেন ফিরহাদ - ফিরহাদের পরিমাণ বেড়ে 88 লক্ষ টাকা

করোনার ধাক্কায় মন্দা এখনও কাটিয়ে উঠে বাজার চাঙ্গা হয়নি । তবে এই সময়ের মধ্যে ফিরহাদ হাকিম ও দেবব্রত মজুমদারদের গায়ে সেই মন্দার আঁচ লাগেনি মোটেও (bank balance of firhad hakim increases to 88 lakhs) ।

firhad hakim
ফিরহাদ
author img

By

Published : Dec 8, 2021, 10:21 PM IST

কলকাতা, 8 ডিসেম্বর : রাজ্য বিধানসভা নির্বাচনের পর কেটেছে মাত্র আট মাস । এই কয়েক মাসের ব্যবধানে সস্ত্রীক ফিরহাদ হাকিমের ব্যাঙ্ক ব্যালেন্স বাড়ল 88 লক্ষ টাকা (bank balance of firhad hakim increases to 88 lakhs) । পরিবারের সম্পত্তির পরিমাণ বাড়ল আরও এক তৃণমূল বিধায়ক দেবব্রত মজুমদারেরও ।

চলতি বছরের মার্চেই রাজ্যে বিধানসভা ভোট সম্পন্ন হয়েছে । সেই নির্বাচনে বন্দর কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী হন রাজ্যের মন্ত্রী ও কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম । পরে তিনি কলকাতার প্রশাসক বোর্ডের মুখ্য পদে বসেছিলেন । বিধানসভা নির্বাচনে লড়াই করতে গিয়ে নির্বাচন বিধি মেনেই স্থাবর, অস্থাবর সম্পত্তির হিসেব জমা দিয়েছিলেন তিনি । পাশাপাশি দেবব্রত মজুমদার প্রথমবার যাদবপুর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হন ৷ তিনিও সম্পত্তির খুঁটিনাটি জানিয়ে হলফনামা জমা করেছিলেন । বিধানসভা নির্বাচন শেষে মাত্র 8 মাসের মাথায় মহানগরীর বাসিন্দারা আরও একটি ভোট দেখতে চলেছে । সময় পেরিয়ে প্রায় দেড় বছর পর হতে চলেছে কলকাতা পৌরনিগমের নির্বাচন (KMC election 2021) । আর এই নির্বাচনেও উপরোক্ত দুই বিধায়কই প্রার্থী হয়েছেন । একইভাবে রাজ্য নির্বাচন কমিশনের নিয়মে জমা করেছেন সম্পত্তির পুঙ্খানুপুঙ্খ তথ্য ।

আর তাতেই চোখ কপালে উঠেছে নাগরিকদের । করোনার ধাক্কায় মন্দা এখনও কাটিয়ে উঠে বাজার চাঙ্গা হয়নি । তবে এই সময়ের মধ্যে ফিরহাদ হাকিম ও দেবব্রত মজুমদারদের গায়ে সেই মন্দার আঁচ লাগেনি মোটেও । কলকাতা পৌরনিগমের নির্বাচনে জমা দেওয়া হলফনামা অনুসারে দেখা গিয়েছে, ফিরহাদ হাকিমের এই আট মাসে সম্পত্তির পরিমাণ 29 লক্ষ টাকার বেশি বেড়েছে । আর তাঁর স্ত্রীর ব্যাঙ্ক ব্যালেন্স বেড়েছে 59 লক্ষের বেশি । দু'জনের মিলিয়ে 88 লক্ষ টাকার সম্পত্তির পরিমাণ বেড়েছে । তাঁদের কাছে 834 গ্রাম সোনার গয়না আছে ৷ অথচ এই আট মাসে যার দাম একটুও বাড়েনি ।

আরও পড়ুন : BJP Manifesto for KMC election : একগুচ্ছ নতুন নাগরিক পরিষেবার প্রতিশ্রুতি দিয়ে বিজেপির ইস্তাহার প্রকাশ

এদিকে আরও এক বিধায়ক ও কলকাতার প্রশাসকমণ্ডলীর সদস্য দেবব্রত মজুমদারের এই সময়ের মধ্যে নগদ টাকার পরিমাণ বেড়েছে মাত্র 1 হাজার টাকা । গত বিধানসভা ভোটে তাঁর হাতে নগদ ছিল 22 হাজার টাকা । পৌরসভা ভোটের আগে দেখা গেল সেই টাকার পরিমাণ বেড়ে 23 হাজার হয়েছে । তবে অস্থাবর সম্পত্তির আর্থিক মূল্য 46 লক্ষ থেকে বেড়ে 57 লক্ষেরও বেশি হয়েছে । তাঁর স্ত্রীর সম্পত্তি 32 লক্ষ থেকে বেড়ে 41 লক্ষেরও বেশি হয়েছে । সন্তানের ব্যাঙ্ক ব্যালেন্স 8 লক্ষ টাকা বেড়েছে । তবে 370 গ্রাম সোনার দাম এই আট মাস সময়ে মাত্র 7 হাজার টাকা বেড়েছে । এই সম্পত্তির হলফনামা নিয়ে দুই বিধায়ককেই খোঁচা দিয়েছে বিরোধীরা ।

আরও পড়ুন : KMC Election 2021: পুরভোটে মনোনয়ন জমা দিলেন ফিরহাদ হাকিম

কলকাতা, 8 ডিসেম্বর : রাজ্য বিধানসভা নির্বাচনের পর কেটেছে মাত্র আট মাস । এই কয়েক মাসের ব্যবধানে সস্ত্রীক ফিরহাদ হাকিমের ব্যাঙ্ক ব্যালেন্স বাড়ল 88 লক্ষ টাকা (bank balance of firhad hakim increases to 88 lakhs) । পরিবারের সম্পত্তির পরিমাণ বাড়ল আরও এক তৃণমূল বিধায়ক দেবব্রত মজুমদারেরও ।

চলতি বছরের মার্চেই রাজ্যে বিধানসভা ভোট সম্পন্ন হয়েছে । সেই নির্বাচনে বন্দর কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী হন রাজ্যের মন্ত্রী ও কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম । পরে তিনি কলকাতার প্রশাসক বোর্ডের মুখ্য পদে বসেছিলেন । বিধানসভা নির্বাচনে লড়াই করতে গিয়ে নির্বাচন বিধি মেনেই স্থাবর, অস্থাবর সম্পত্তির হিসেব জমা দিয়েছিলেন তিনি । পাশাপাশি দেবব্রত মজুমদার প্রথমবার যাদবপুর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হন ৷ তিনিও সম্পত্তির খুঁটিনাটি জানিয়ে হলফনামা জমা করেছিলেন । বিধানসভা নির্বাচন শেষে মাত্র 8 মাসের মাথায় মহানগরীর বাসিন্দারা আরও একটি ভোট দেখতে চলেছে । সময় পেরিয়ে প্রায় দেড় বছর পর হতে চলেছে কলকাতা পৌরনিগমের নির্বাচন (KMC election 2021) । আর এই নির্বাচনেও উপরোক্ত দুই বিধায়কই প্রার্থী হয়েছেন । একইভাবে রাজ্য নির্বাচন কমিশনের নিয়মে জমা করেছেন সম্পত্তির পুঙ্খানুপুঙ্খ তথ্য ।

আর তাতেই চোখ কপালে উঠেছে নাগরিকদের । করোনার ধাক্কায় মন্দা এখনও কাটিয়ে উঠে বাজার চাঙ্গা হয়নি । তবে এই সময়ের মধ্যে ফিরহাদ হাকিম ও দেবব্রত মজুমদারদের গায়ে সেই মন্দার আঁচ লাগেনি মোটেও । কলকাতা পৌরনিগমের নির্বাচনে জমা দেওয়া হলফনামা অনুসারে দেখা গিয়েছে, ফিরহাদ হাকিমের এই আট মাসে সম্পত্তির পরিমাণ 29 লক্ষ টাকার বেশি বেড়েছে । আর তাঁর স্ত্রীর ব্যাঙ্ক ব্যালেন্স বেড়েছে 59 লক্ষের বেশি । দু'জনের মিলিয়ে 88 লক্ষ টাকার সম্পত্তির পরিমাণ বেড়েছে । তাঁদের কাছে 834 গ্রাম সোনার গয়না আছে ৷ অথচ এই আট মাসে যার দাম একটুও বাড়েনি ।

আরও পড়ুন : BJP Manifesto for KMC election : একগুচ্ছ নতুন নাগরিক পরিষেবার প্রতিশ্রুতি দিয়ে বিজেপির ইস্তাহার প্রকাশ

এদিকে আরও এক বিধায়ক ও কলকাতার প্রশাসকমণ্ডলীর সদস্য দেবব্রত মজুমদারের এই সময়ের মধ্যে নগদ টাকার পরিমাণ বেড়েছে মাত্র 1 হাজার টাকা । গত বিধানসভা ভোটে তাঁর হাতে নগদ ছিল 22 হাজার টাকা । পৌরসভা ভোটের আগে দেখা গেল সেই টাকার পরিমাণ বেড়ে 23 হাজার হয়েছে । তবে অস্থাবর সম্পত্তির আর্থিক মূল্য 46 লক্ষ থেকে বেড়ে 57 লক্ষেরও বেশি হয়েছে । তাঁর স্ত্রীর সম্পত্তি 32 লক্ষ থেকে বেড়ে 41 লক্ষেরও বেশি হয়েছে । সন্তানের ব্যাঙ্ক ব্যালেন্স 8 লক্ষ টাকা বেড়েছে । তবে 370 গ্রাম সোনার দাম এই আট মাস সময়ে মাত্র 7 হাজার টাকা বেড়েছে । এই সম্পত্তির হলফনামা নিয়ে দুই বিধায়ককেই খোঁচা দিয়েছে বিরোধীরা ।

আরও পড়ুন : KMC Election 2021: পুরভোটে মনোনয়ন জমা দিলেন ফিরহাদ হাকিম

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.