ETV Bharat / state

Leave Cancelled: পুজো কাটতেই বাড়ছে করোনা, ছুটি বাতিল কলকাতার স্বাস্থ্যকর্মীদের - বাংলায় করোনা

পুজো (Durga Puja) কাটতেই রাজ্যে করোনার (Corona Bengal) সংক্রমণ ফের ঊর্ধ্বমুখী ৷ টিকাকরণ কর্মসূচিকে আরও জোরদার করতে ছুটি বাতিল হল কলকাতা পৌরনিগমের (KMC) স্বাস্থ্যকর্মীদের (Health Worker's Leave Cancelled) ৷

kmc cancelled health worker's leave as corona positive cases increased after durga puja
পুজো কাটতেই বাড়ছে করোনা, ছুটি বাতিল কলকাতার স্বাস্থ্যকর্মীদের
author img

By

Published : Oct 18, 2021, 10:07 PM IST

কলকাতা, 18 অক্টোবর: দুর্গা পুজোর (Durga Puja) চারদিন শহরে বন্ধ ছিল করোনার (Corona Bengal) টিকাকরণ । পুজো কাটতে না-কাটতেই সংক্রমণের হার ফের ঊর্ধ্বমুখী হওয়াতেই উদ্বেগ বেড়েছে রাজ্য স্বাস্থ্য দফতর ও কলকাতা পৌরনিগমের । পরিস্থিতি মোকাবিলায় রাজ্য স্বাস্থ্য দফতর কলকাতা পৌরনিগমের স্বাস্থ্য বিভাগের সমস্ত ছুটি বাতিল (Health Worker's Leave Cancelled) করল ।

আগামিকাল থেকেই কলকাতা পৌরনিগমের (KMC) স্বাস্থ্য বিভাগের সব অফিস খুলে দেওয়া হচ্ছে । সব স্বাস্থ্য কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে । তবে বিশেষ দিনগুলি যেমন পুজো বা উৎসবের দিনগুলিতে ছুটি দেওয়া হবে । কলকাতা পৌর নিগমের ছুটির তালিকা অনুযায়ী সেই দিনগুলিতে ছুটি নিতে পারবেন স্বাস্থ্যকর্মীরা । কিন্তু নির্দিষ্ট ছুটির দিনগুলির সঙ্গে যে বাড়তি দিনগুলি ছুটি বরাদ্দ করেছিল রাজ্য সরকার, সে সব ছুটি বাতিল করা হয়েছে ।

আজ থেকেই ফের কলকাতা পৌরনিগমের সবক'টি স্বাস্থ্যকেন্দ্র থেকে করোনার টিকাকরণ শুরু করা হয় । কলকাতা পৌরনিগমের 144টি স্বাস্থ্যকেন্দ্রে আগামিকাল থেকে আরটি-পিসিআর পরীক্ষা, ডেঙ্গি এবং ম্যালেরিয়া পরীক্ষা শুরু করা হবে । পুজোর দিনগুলোতে কলকাতা পৌরনিগমের 33টি স্বাস্থ্যকেন্দ্র সেন্টার খোলা ছিল । তাই এ বার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কলকাতা পৌরনিগমের সবক'টি স্বাস্থ্যকেন্দ্র খোলা থাকবে ।

আরও পড়ুন: Nabanna: বাংলাদেশের অশান্তির আঁচ যেন বাংলায় না পড়ে, নবান্নের তরফে সতর্কবার্তা

তবে কলকাতা পৌরনিগমের মেগা সেন্টারগুলো খোলা হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত পৌর প্রশাসকমণ্ডলীর সদস্য অতীন ঘোষ । তিনি জানিয়েছেন, মেগা সেন্টারগুলিতে যে পরিমাণ ক্ষমতা রয়েছে, তার 50 শতাংশ ব্যবহার হচ্ছে না । এই মেগা সেন্টারগুলি থেকে বেশির ভাগ ক্ষেত্রেই হকার, কাগজ বিক্রেতা, ফুটপাথের মানুষগুলিকে টিকা দেওয়া হত ।

kmc cancelled health worker's leave as corona positive cases increased after durga puja
সরকারি বিজ্ঞপ্তি

আরও পড়ুন: Subhendu Adhikari : শান্তিপুরে উপনির্বাচনের প্রচারে শুভেন্দুর অস্ত্র বাংলাদেশ !

সেই সঙ্গেই অতীন ঘোষ আজ জানিয়েছেন, কলকাতায় 100 শতাংশ করোনার প্রথম ডোজের টিকা দেওয়া হয়ে গিয়েছে । কিন্তু দ্বিতীয় ডোজ এখনও 15 শতাংশ বাকি রয়েছে । 100 শতাংশ প্রথম ডোজ প্রাপকের মধ্যে পৌরনিগম সমীক্ষা করে দেখেছে, 35 শতাংশ কলকাতার বাইরের । তাঁদের কাউকে আর পাওয়া যাচ্ছে না ।

আরও পড়ুন: Gariahat Murder: গড়িয়াহাটে বৃদ্ধ ও গাড়ির চালকের গলা কাটা দেহ উদ্ধার, কারণ নিয়ে ধোঁয়াশা

কলকাতা, 18 অক্টোবর: দুর্গা পুজোর (Durga Puja) চারদিন শহরে বন্ধ ছিল করোনার (Corona Bengal) টিকাকরণ । পুজো কাটতে না-কাটতেই সংক্রমণের হার ফের ঊর্ধ্বমুখী হওয়াতেই উদ্বেগ বেড়েছে রাজ্য স্বাস্থ্য দফতর ও কলকাতা পৌরনিগমের । পরিস্থিতি মোকাবিলায় রাজ্য স্বাস্থ্য দফতর কলকাতা পৌরনিগমের স্বাস্থ্য বিভাগের সমস্ত ছুটি বাতিল (Health Worker's Leave Cancelled) করল ।

আগামিকাল থেকেই কলকাতা পৌরনিগমের (KMC) স্বাস্থ্য বিভাগের সব অফিস খুলে দেওয়া হচ্ছে । সব স্বাস্থ্য কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে । তবে বিশেষ দিনগুলি যেমন পুজো বা উৎসবের দিনগুলিতে ছুটি দেওয়া হবে । কলকাতা পৌর নিগমের ছুটির তালিকা অনুযায়ী সেই দিনগুলিতে ছুটি নিতে পারবেন স্বাস্থ্যকর্মীরা । কিন্তু নির্দিষ্ট ছুটির দিনগুলির সঙ্গে যে বাড়তি দিনগুলি ছুটি বরাদ্দ করেছিল রাজ্য সরকার, সে সব ছুটি বাতিল করা হয়েছে ।

আজ থেকেই ফের কলকাতা পৌরনিগমের সবক'টি স্বাস্থ্যকেন্দ্র থেকে করোনার টিকাকরণ শুরু করা হয় । কলকাতা পৌরনিগমের 144টি স্বাস্থ্যকেন্দ্রে আগামিকাল থেকে আরটি-পিসিআর পরীক্ষা, ডেঙ্গি এবং ম্যালেরিয়া পরীক্ষা শুরু করা হবে । পুজোর দিনগুলোতে কলকাতা পৌরনিগমের 33টি স্বাস্থ্যকেন্দ্র সেন্টার খোলা ছিল । তাই এ বার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কলকাতা পৌরনিগমের সবক'টি স্বাস্থ্যকেন্দ্র খোলা থাকবে ।

আরও পড়ুন: Nabanna: বাংলাদেশের অশান্তির আঁচ যেন বাংলায় না পড়ে, নবান্নের তরফে সতর্কবার্তা

তবে কলকাতা পৌরনিগমের মেগা সেন্টারগুলো খোলা হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত পৌর প্রশাসকমণ্ডলীর সদস্য অতীন ঘোষ । তিনি জানিয়েছেন, মেগা সেন্টারগুলিতে যে পরিমাণ ক্ষমতা রয়েছে, তার 50 শতাংশ ব্যবহার হচ্ছে না । এই মেগা সেন্টারগুলি থেকে বেশির ভাগ ক্ষেত্রেই হকার, কাগজ বিক্রেতা, ফুটপাথের মানুষগুলিকে টিকা দেওয়া হত ।

kmc cancelled health worker's leave as corona positive cases increased after durga puja
সরকারি বিজ্ঞপ্তি

আরও পড়ুন: Subhendu Adhikari : শান্তিপুরে উপনির্বাচনের প্রচারে শুভেন্দুর অস্ত্র বাংলাদেশ !

সেই সঙ্গেই অতীন ঘোষ আজ জানিয়েছেন, কলকাতায় 100 শতাংশ করোনার প্রথম ডোজের টিকা দেওয়া হয়ে গিয়েছে । কিন্তু দ্বিতীয় ডোজ এখনও 15 শতাংশ বাকি রয়েছে । 100 শতাংশ প্রথম ডোজ প্রাপকের মধ্যে পৌরনিগম সমীক্ষা করে দেখেছে, 35 শতাংশ কলকাতার বাইরের । তাঁদের কাউকে আর পাওয়া যাচ্ছে না ।

আরও পড়ুন: Gariahat Murder: গড়িয়াহাটে বৃদ্ধ ও গাড়ির চালকের গলা কাটা দেহ উদ্ধার, কারণ নিয়ে ধোঁয়াশা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.