কলকাতা, 4 জানুয়ারি: কলকাতায় এবার বাড়ির নকশা (Building Plan) অনুমোদনের নিয়ম বড় ধরনের পরিবর্তন করল পৌরনিগম (KMC) ৷ এলবিএস এবং আর্কিটেক্টের ক্ষমতা আরও বৃদ্ধি করা হল । এদিন মেয়র পরিষদ বৈঠকে এই সিদ্ধান্তে সিলমোহর পড়ল ৷ দ্রুত নয়া নিয়ম চালু হবে বলেই খবর কলকাতা পৌরনিগমের (Kolkata Municipal Corporation) সূত্র থেকে ।
সম্প্রতি কলকাতা পৌরনিগমের বর্তমান বোর্ড বেশ কিছু ক্ষেত্রে নিয়ম ও আইন সংস্কার বা পরিবর্তন করছে । লক্ষ্য পৌরনিগমের নিয়মকে আরও সরলীকরণ করে নাগরিকবান্ধব করে তোলা । তাই একাধিক গুরুত্বপূর্ণ ও সংস্কারমূলক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে ৷ তার মধ্য়ে বাড়ির নকশা অনুমোদন সংক্রান্ত সিদ্ধান্ত একটি ৷
কলকাতা পৌরনিগম সূত্রে খবর, এবার থেকে নকশা অনুমোদনের বিষয় ক্ষমতা বাড়ছে এলবিএস এবং আর্কিটেক্টদের । কলকাতায় এখন থেকে 500 বর্গ মিটার এলাকার মধ্যে ও 12.5 মিটারের উচ্চতার মধ্যে বহুতল নির্মাণে আর্কিটেক্ট বা এলভিএস রায় নকশা অনুমোদন করবেন । গোটাটাই অনলাইনের ভিত্তিতে হবে । কিন্তু চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে পৌরনিগমের বিল্ডিং বিভাগের তরফেই ।
ফলে এখন থেকে পৌরনিগমের অনুমোদন মেলার অপেক্ষায় বসে থাকতে হবে না বহু নাগরিককে । এর ফলে চারতলা পর্যন্ত বাড়ি তুলতে আর পৌর কর্তৃপক্ষের দিকে চাতক পাখির মতো চেয়ে বসে থাকতে হবে না । বাড়ি তৈরির কাজ দ্রুত এগিয়ে নিয়ে যেতে পারবেন নাগরিকরা ।
সম্প্রতি কলকাতা পৌরনিগম বিল্ডিং বিভাগের বেশ কিছু আইন পরিবর্তন করেছে । যার মধ্যে অন্যতম, বিপজ্জনক বাড়ি সংস্কারের আইন । তা বিধানসভাতেও পাস হয় । তাতে বলা হয় বিপজ্জনক বাড়ি সংস্কারের ক্ষেত্রে বাড়ির মালিক বা ভাড়াটেরা অধিকাংশ সময় উচ্ছেদ বা সম্পত্তির হাতছাড়া হওয়ার আশঙ্কা করেন । এখন থেকে বাড়ির মালিক ও ভাড়াটিয়াদের একটি করে পৌরনিগমের তরফে সার্টিফিকেট দেওয়া হবে৷ যা তাদের ন্যায্য প্রাপ্যকে নিশ্চিত করবে ।
এই বিষয় কর্পোরেশনের আধিকারিকরা জানান, ধাপে ধাপে অনলাইন ব্যবস্থার মধ্যে দিয়ে পৌর পরিষেবা আরও দ্রুত ও স্বচ্ছ করার দিকে এগোনো হচ্ছে । বাড়ি তৈরির নকশার অনুমতি আগের থেকে এখন কম সময় লাগে । তবে এই নয়া সিদ্ধান্তে আরও দ্রুত বাড়ি তৈরি করতে পারবেন নাগরিকরা । একই ভাবে কর মূল্যায়নের বাণিজ্যিক কর ছাড় দেওয়ার ফলে আগের থেকে বেশি কর প্রদানের প্রবণতা বাড়বে নাগরিকদের ।
আরও পড়ুন: বাণিজ্যিক ক্ষেত্রে কর কমানোর পরিকল্পনা পৌরনিগমের, অপেক্ষা নবান্নের সবুজ সংকেতের