কলকাতা, 14 সেপ্টেম্বর : রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের পদ থেকে ইস্তফা দিলেন কিশোর দত্ত ৷ আজই রাজ্যপাল জগদীপ ধনকড়ের কাছে ইস্তফাপত্র পাঠিয়েছেন তিনি ৷ তাঁর ইস্তফা গ্রহণ করা হয়েছে বলে টুইট করে জানিয়েছেন রাজ্যপাল ৷
আজ রাজ্যপাল টুইট করে কিশোর দত্তের ইস্তফার কথা বলেন ৷ তাঁর ইস্তফাপত্রটিও টুইটারে পোস্ট করেন ৷ ইস্তফাপত্রে কিশোর দত্ত জানিয়েছেন, ব্যক্তিগত কারণেই ইস্তফা দিচ্ছি ৷ পশ্চিমবঙ্গের অ্যাডভোকেট জেনারেল হিসাবে কাজ করার অভিজ্ঞতা খুব ভাল ৷ পাশাপাশি, রাজ্যের মুখ্যসচিব ও আইনমন্ত্রীকেও ওই একই চিঠি পাঠিয়েছেন তিনি । রাজ্যপাল ইস্তফাপত্রটি টুইট করে বলেন, সংবিধানের 165 ধারা অনুযায়ী, অবিলম্বে তাঁর ইস্তফাপত্রটি গ্রহণ করা হয়েছে ৷
-
In terms of Article 165 of the Constitution have accepted with immediate effect resignation submitted by Shri Kishore Datta, Senior Advocate, as Advocate General of State of West Bengal @MamataOfficial with immediate effect. pic.twitter.com/IKK0Iu4qeG
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) September 14, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">In terms of Article 165 of the Constitution have accepted with immediate effect resignation submitted by Shri Kishore Datta, Senior Advocate, as Advocate General of State of West Bengal @MamataOfficial with immediate effect. pic.twitter.com/IKK0Iu4qeG
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) September 14, 2021In terms of Article 165 of the Constitution have accepted with immediate effect resignation submitted by Shri Kishore Datta, Senior Advocate, as Advocate General of State of West Bengal @MamataOfficial with immediate effect. pic.twitter.com/IKK0Iu4qeG
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) September 14, 2021
আদালত সূত্রে খবর, প্রায় সাড়ে চার বছর দায়িত্ব সামলানোর পর তিনি তাঁর পদ থেকে সরে গেলেন । গত 11 বছরে এই নিয়ে তৃণমূল সরকারের চারজন অ্যাডভোকেট জেনারেল পদত্যাগ করলেন । 2017 সালের ফেব্রুয়ারি থেকে জয়ন্ত মিত্রের জায়গায় অ্যাডভোকেট জেনারেলের দায়িত্ব নিয়েছিলেন কিশোর দত্ত । অনিন্দ্য মিত্র ,বিমল চট্টোপাধ্যায় এই সরকারের জমানায় প্রথম অ্যাডভোকেট জেনারেলের দায়িত্ব সামলান।
উল্লেখ্য, কয়েক মাস আগে অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেলের পদ থেকে পদত্যাগ করেছিলেন অভ্রতোষ মজুমদার ।