কলকাতা, 25 সেপ্টেম্বর : কেন্দ্রীয় নয়া কৃষি আইনের বিরুদ্ধে বিধানসভায় সর্বদলীয় প্রস্তাব গ্রহণের জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাল সারা ভারত কিষাণ মহাসভা। সংসদীয় ব্যবস্থাকে প্রকাশ্যে হত্যা করে কৃষি সংস্কারের নামে কেন্দ্রীয় সরকার নতুন আইন প্রণয়নের মাধ্যমে দেশের কৃষি ও কৃষকদের চরম সর্বনাশের পথে ঠেলে দিয়েছে বলে মুখ্যমন্ত্রীর কাছে চিঠি লিখে অভিযোগ জানিয়েছে সংগঠনের সর্বভারতীয় সহ সভাপতি কার্তিক পাল। আজ মুখ্যমন্ত্রীর কাছে চিঠি দিয়েছেন তিনি। অবিলম্বে কেন্দ্রীয় সরকারের পাস করা তিনটি কৃষি বিল প্রত্যাহারের দাবি জানান হয়েছে চিঠিতে।
আত্মনির্ভরতার নামে সমগ্র কৃষক সমাজকে কর্পোরেট পুজিপতি নির্ভর করে তুলতে চাইছে। চুক্তি চাষের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠ গরিব কৃষকদের কৃষিপণ্য ব্যবসায়ীদের নতুন ধরনের গোলাম বা বাধা মজুরে পরিণত করা হবে। বিপন্ন হয়ে পড়বে দেশের খাদ্য নিরাপত্তা, খাদ্য সুরক্ষা। বললেন সারা ভারত কিষাণ মহাসভার সর্বভারতীয় সহ-সভাপতি কার্তিক পাল।
কৃষি পণ্য মজুত করার অবাধ অধিকার প্রদান সৃষ্টি করবে কালোবাজারি মজুতদারদের। বাংলায় আবার সেই দুর্ভিক্ষের ইতিহাস ফিরে আসতে চলেছে বলে মন্তব্য করেন তিনি। এর প্রতিবাদে গোটা দেশের কৃষকরা বিক্ষোভে পথে নেমেছেন। এ রাজ্যের শাসক দল সহ দেশের বিরোধী পক্ষের দলগুলিও প্রতিবাদে সরব হয়ে উঠেছে বলে মুখ্যমন্ত্রীর কাছে জানিয়েছেন কার্তিক পাল।
কার্তিক পাল বলেন, "নতুন এই কৃষি আইন আমাদের দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। আগামী দিনে কৃষিপণ্যের বাণিজ্যে রাজ্যের হাতে বিধিসম্মত কোনও ক্ষমতাই আর থাকবে না। এই ক্ষেত্র থেকে রাজ্য সরকারগুলির রাজস্ব সংগ্রহ সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। ফলে রাজ্যগুলি চরম আর্থিক ক্ষতির সম্মুখীন হবে। সর্বনাশা কৃষি আইনের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানান হয়েছে বিধানসভায় সর্বদলীয় প্রস্তাব গ্রহণের জন্য। কিছুদিন আগেই রাজ্য বিধানসভায় NRC বিরোধী সর্বদলীয় প্রস্তাব আনা হয়েছিল। অনুরূপভাবে কৃষক ও সাধারণ মানুষের স্বার্থে রাজ্য সরকারের সর্বদলীয় প্রস্তাব আনবে এই আশা করি।"