ETV Bharat / state

কলকাতা পৌরনিগমের কমিশনার পদ থেকে সরানো হল খলিল আহমেদকে - খলিল আহমেদ

কলকাতা পৌরনিগমের কমিশনার পদ থেকে আজ সরানো হল খলিল আহমেদকে । এবার থেকে মিউনিসিপাল ফেয়ার অ্যান্ড ডেভেলপমেন্টের প্রধান সচিব হিসেবে কাজ করবেন তিনি । পৌর কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হল বিনোদ কুমারকে ।

কলকাতা পৌরনিগম
কলকাতা পৌরনিগম
author img

By

Published : May 23, 2020, 1:09 AM IST

Updated : May 23, 2020, 1:54 AM IST

কলকাতা, 22 মে : কলকাতা পৌরনিগমের কমিশনার পদ থেকে আজ সরানো হল খলিল আহমেদকে । তাঁর বদলে দায়িত্ব দেওয়া হল বিনোদ কুমারকে । একটি বিজ্ঞপ্তি জারি করে আজ নবান্নের তরফে একথা জানানো হয় । গত ছ'বছর ধরে পৌর কমিশনার পদে কাজ করছিলেন খলিল আহমেদ । তাঁর বিরুদ্ধে উঠছিল একাধিক অভিযোগ । তাঁর কাজ নিয়ে সন্তুষ্ট ছিল না প্রশাসনও । তাই তাঁকে সরানো হল বলে সূত্রের খবর।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিনোদ কুমারকে খলিল আহমেদের জায়গায় পৌরনিগমের কমিশনার পদে বসানো হল । বিনোদ কুমার বর্তমানে M.A ও M.E বিভাগে সেক্রেটারি পদে নিযুক্ত । পাশাপাশি তাঁকে কলকাতা পৌরনিগমের কমিশনারের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হল বলে চিঠিতে জানানো হয় । এবার থেকে মিউনিসিপাল ফেয়ার অ্যান্ড ডেভেলপমেন্টের প্রধান সচিব হিসেবে কাজ করবেন খালিল আহমিদ ।

নবান্নের তরফে দেওয়া বিবৃতি
নবান্নের তরফে দেওয়া বিজ্ঞপ্তি

কয়েক সপ্তাহ আগেই কলকাতা পৌরনিগমের প্রথম প্রশাসক বোর্ডের বৈঠক হয় । ওই বৈঠকে পৌরনিগমের কমিশনার খলিল আহমেদকে প্রশাসক বোর্ডের বিশেষ কমিশনার হিসেবে নিয়োগ করা হয়েছিল । পাশাপাশি প্রশাসক বোর্ডের কনভেনার পদে খলিল আহমেদ থাকবেন বলেও জানিয়েছিলেন মেয়র ফিরহাদ হাকিম ।

কলকাতা, 22 মে : কলকাতা পৌরনিগমের কমিশনার পদ থেকে আজ সরানো হল খলিল আহমেদকে । তাঁর বদলে দায়িত্ব দেওয়া হল বিনোদ কুমারকে । একটি বিজ্ঞপ্তি জারি করে আজ নবান্নের তরফে একথা জানানো হয় । গত ছ'বছর ধরে পৌর কমিশনার পদে কাজ করছিলেন খলিল আহমেদ । তাঁর বিরুদ্ধে উঠছিল একাধিক অভিযোগ । তাঁর কাজ নিয়ে সন্তুষ্ট ছিল না প্রশাসনও । তাই তাঁকে সরানো হল বলে সূত্রের খবর।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিনোদ কুমারকে খলিল আহমেদের জায়গায় পৌরনিগমের কমিশনার পদে বসানো হল । বিনোদ কুমার বর্তমানে M.A ও M.E বিভাগে সেক্রেটারি পদে নিযুক্ত । পাশাপাশি তাঁকে কলকাতা পৌরনিগমের কমিশনারের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হল বলে চিঠিতে জানানো হয় । এবার থেকে মিউনিসিপাল ফেয়ার অ্যান্ড ডেভেলপমেন্টের প্রধান সচিব হিসেবে কাজ করবেন খালিল আহমিদ ।

নবান্নের তরফে দেওয়া বিবৃতি
নবান্নের তরফে দেওয়া বিজ্ঞপ্তি

কয়েক সপ্তাহ আগেই কলকাতা পৌরনিগমের প্রথম প্রশাসক বোর্ডের বৈঠক হয় । ওই বৈঠকে পৌরনিগমের কমিশনার খলিল আহমেদকে প্রশাসক বোর্ডের বিশেষ কমিশনার হিসেবে নিয়োগ করা হয়েছিল । পাশাপাশি প্রশাসক বোর্ডের কনভেনার পদে খলিল আহমেদ থাকবেন বলেও জানিয়েছিলেন মেয়র ফিরহাদ হাকিম ।

Last Updated : May 23, 2020, 1:54 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.