ETV Bharat / state

WB Health Department: রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর উপর ভরসা রাখুন, ডক্টর'স ডে-তে বার্তা স্বাস্থ্য অধিকর্তার - রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর উপর ভরসা রাখুন

চিকিৎসক দিবসের এক অনুষ্ঠানে এসে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উপর ভরসা রাখার কথা বললেন স্বাস্থ্য অধিকর্তা(WB Health Department)৷ এদিনের অনুষ্ঠানে স্বাস্থ্য অধিকর্তা ছাড়াও ছিলেন সাংসদ তথা চিকিৎসক শান্তনু সেন, মানস ভুঁইয়া ও অন্য চিকিৎসকরা ৷

WB Health Department
চিকিৎসক দিবসের অনুষ্ঠান
author img

By

Published : Jul 1, 2022, 10:55 PM IST

কলকাতা, 1 জুলাই: সকাল থেকেই একাধিক জায়গায় চলছে ডক্টর'স ডে উদযাপন । ডাঃ বিধানচন্দ্র রায়কে শ্রদ্ধা জানানোর পাশাপাশি অন্যান্য চিকিৎসকদেরও সম্মান জানানো হচ্ছে ৷ আর শুক্রবারের এই অনুষ্ঠানে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর উপর ভরসা রাখতে বললেন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা সিদ্ধার্থ নিয়োগী(keep faith on state health infrastructure says health official)।

এদিন এক অনুষ্ঠানে শান্তনু সেন, মানস ভুঁইয়া ও অন্য চিকিৎসকদের পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তাও । চিকিৎসক ও সাধারণ মানুষের সম্পর্ক নিয়ে এক অনুষ্ঠানে উপস্থিত থেকে তিনি বলেন, "আমরা অনেকটা এগিয়ে আছি । পশ্চিমবঙ্গের মতো স্বাস্থ্য ব্যবস্থা অন্য কোনও রাজ্যে নেই । কিছু হয়তো ভুল আমাদের আছে । কিছু চিকিৎসকের অভাব রয়েছে । কারণ চিকিৎসক তো বললেই পাওয়া যায় না । তাও সরকারি বিভিন্ন প্রকল্পের জেরে মানুষ চিকিৎসা পাচ্ছে । স্বাস্থ্যসাথী কার্ডে সুবিধা পাচ্ছেন । ফলে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উপর ভরসা রাখুন ।"

ডক্টর'স ডে-তে বার্তা স্বাস্থ্য অধিকর্তার
এই অনুষ্ঠানে উপস্থিত রাজ্যসভার তৃণমূল সাংসদ তথা চিকিৎসক শান্তনু সেন বলেন, "বহু মানুষ আজ ডক্টর'স ডের শুভেচ্ছাবার্তা দিয়েছেন । তবে আমার মনে হয় এই শুভেচ্ছাবার্তা তখনই প্রযোজ্য যখন ভবিষ্যতে চিকিৎসকদের নিগ্রহের ছবি আর দেখা যাবে না । যখন কারোর রাজ্যের চিকিৎসক বা হাসপাতাল বা কোনও স্বাস্থ্যকর্মীর উপর নিগ্রহের বাসনা জাগবে তখন যেন তাঁরা স্মরণ করে কোভিডকালে এই চিকিৎসকরা কীভাবে নিজেদের জীবন বাজি রেখে সাধারণ মানুষকে বাঁচিয়ে রেখেছিল ।"

আরও পড়ুন : রোগীরাই সবচেয়ে বড় শিক্ষক, 'ডক্টরস ডে'-তে আর কী বললেন জুনিয়র ডাক্তাররা?

কলকাতা, 1 জুলাই: সকাল থেকেই একাধিক জায়গায় চলছে ডক্টর'স ডে উদযাপন । ডাঃ বিধানচন্দ্র রায়কে শ্রদ্ধা জানানোর পাশাপাশি অন্যান্য চিকিৎসকদেরও সম্মান জানানো হচ্ছে ৷ আর শুক্রবারের এই অনুষ্ঠানে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর উপর ভরসা রাখতে বললেন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা সিদ্ধার্থ নিয়োগী(keep faith on state health infrastructure says health official)।

এদিন এক অনুষ্ঠানে শান্তনু সেন, মানস ভুঁইয়া ও অন্য চিকিৎসকদের পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তাও । চিকিৎসক ও সাধারণ মানুষের সম্পর্ক নিয়ে এক অনুষ্ঠানে উপস্থিত থেকে তিনি বলেন, "আমরা অনেকটা এগিয়ে আছি । পশ্চিমবঙ্গের মতো স্বাস্থ্য ব্যবস্থা অন্য কোনও রাজ্যে নেই । কিছু হয়তো ভুল আমাদের আছে । কিছু চিকিৎসকের অভাব রয়েছে । কারণ চিকিৎসক তো বললেই পাওয়া যায় না । তাও সরকারি বিভিন্ন প্রকল্পের জেরে মানুষ চিকিৎসা পাচ্ছে । স্বাস্থ্যসাথী কার্ডে সুবিধা পাচ্ছেন । ফলে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উপর ভরসা রাখুন ।"

ডক্টর'স ডে-তে বার্তা স্বাস্থ্য অধিকর্তার
এই অনুষ্ঠানে উপস্থিত রাজ্যসভার তৃণমূল সাংসদ তথা চিকিৎসক শান্তনু সেন বলেন, "বহু মানুষ আজ ডক্টর'স ডের শুভেচ্ছাবার্তা দিয়েছেন । তবে আমার মনে হয় এই শুভেচ্ছাবার্তা তখনই প্রযোজ্য যখন ভবিষ্যতে চিকিৎসকদের নিগ্রহের ছবি আর দেখা যাবে না । যখন কারোর রাজ্যের চিকিৎসক বা হাসপাতাল বা কোনও স্বাস্থ্যকর্মীর উপর নিগ্রহের বাসনা জাগবে তখন যেন তাঁরা স্মরণ করে কোভিডকালে এই চিকিৎসকরা কীভাবে নিজেদের জীবন বাজি রেখে সাধারণ মানুষকে বাঁচিয়ে রেখেছিল ।"

আরও পড়ুন : রোগীরাই সবচেয়ে বড় শিক্ষক, 'ডক্টরস ডে'-তে আর কী বললেন জুনিয়র ডাক্তাররা?

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.