ETV Bharat / state

কাশীবোস লেনের এবারের ভাবনা 'অস্তিত্ব' - kashi-bose-durga-puja-pandal-theme-is-astitwa-existence

সভ্যতাকে ধ্বংস হওয়া থেকে বাঁচাতে জল সংরক্ষণ করতে হবে ৷ এই ভাবনা থেকেই এবার মণ্ডপ সাজিয়েছে কাশীবোস লেন সর্বজনীন পূজা কমিটি ৷ পুজো মণ্ডপের উদ্বোধন তৃতীয়াতে ৷

kashibose lane
author img

By

Published : Sep 28, 2019, 10:57 PM IST

কলকাতা : অপেক্ষার আর এক সপ্তাহ ৷ শহরের অলিগলিতে জ্বলে উঠেছে উৎসবের আলো ৷ কাশীবোস লেনের পুজো মণ্ডপের উদ্বোধন তৃতীয়াতে ৷ কাশীবোস লেনের এবারের ভাবনা 'অস্তিত্ব' ৷

এই পুজোমণ্ডপে কাল্পনিক একটি সভ্যতা তৈরি করা হয়েছে । রয়েছে একটি পুরানো বাড়ি, সেই বাড়ির বাইরে স্নান করার একটি ঘাট, বাড়ির মধ্যে দেবী দুর্গার আরাধনা চলছে । কিন্তু জল নেই কোথাও । জলের অভাবে কী ভাবে একটি প্রাচীন সভ্যতার অবলুপ্তি ঘটতে চলেছে সেটাই তুলে ধরেছেন শিল্পী প্রদীপ দাস ।

দেখে নিন ভিডিয়োয়...

সভ্যতাকে ধ্বংস হওয়া থেকে বাঁচাতে জল সংরক্ষণ করতে হবে , এই বার্তা ছড়িয়ে দিতে চেয়েছে কাশীবোস লেন সর্বজনীন পূজা কমিটি ৷ প্রায় সাড়ে 400 কোটি বছর ধরে ভূ-তলে সঞ্চিত রয়েছে জল । যাকে অনায়াসে জীবনের অস্তিত্ব বলা যেতে পারে ৷ অথচ এই বছরই চেন্নাই বেঙ্গালুরু সহ একাধিক রাজ্যে পানীয় জলের সংকটের মুখে পড়েছে বাসিন্দারা । তাই দেশ-বিদেশে জল সংরক্ষণের আওয়াজ উঠেছে ।

কাশীবোস লেনের এগজ়িকিউটিভ কমিটির সদস্য মথুরা গায়েন বলেন, "জলের অপর নাম জীবন । কিন্তু সেই কথা আমরা মনে রাখি না । খুব সহজেই বাড়িতে আমরা জল অপচয় করি । তার ফলে আগামী দিনে সমাজের উপর এর প্রভাব পড়বে ৷ সেটাই এই পুজোমণ্ডপে দেখানো হয়েছে ।"

কলকাতা : অপেক্ষার আর এক সপ্তাহ ৷ শহরের অলিগলিতে জ্বলে উঠেছে উৎসবের আলো ৷ কাশীবোস লেনের পুজো মণ্ডপের উদ্বোধন তৃতীয়াতে ৷ কাশীবোস লেনের এবারের ভাবনা 'অস্তিত্ব' ৷

এই পুজোমণ্ডপে কাল্পনিক একটি সভ্যতা তৈরি করা হয়েছে । রয়েছে একটি পুরানো বাড়ি, সেই বাড়ির বাইরে স্নান করার একটি ঘাট, বাড়ির মধ্যে দেবী দুর্গার আরাধনা চলছে । কিন্তু জল নেই কোথাও । জলের অভাবে কী ভাবে একটি প্রাচীন সভ্যতার অবলুপ্তি ঘটতে চলেছে সেটাই তুলে ধরেছেন শিল্পী প্রদীপ দাস ।

দেখে নিন ভিডিয়োয়...

সভ্যতাকে ধ্বংস হওয়া থেকে বাঁচাতে জল সংরক্ষণ করতে হবে , এই বার্তা ছড়িয়ে দিতে চেয়েছে কাশীবোস লেন সর্বজনীন পূজা কমিটি ৷ প্রায় সাড়ে 400 কোটি বছর ধরে ভূ-তলে সঞ্চিত রয়েছে জল । যাকে অনায়াসে জীবনের অস্তিত্ব বলা যেতে পারে ৷ অথচ এই বছরই চেন্নাই বেঙ্গালুরু সহ একাধিক রাজ্যে পানীয় জলের সংকটের মুখে পড়েছে বাসিন্দারা । তাই দেশ-বিদেশে জল সংরক্ষণের আওয়াজ উঠেছে ।

কাশীবোস লেনের এগজ়িকিউটিভ কমিটির সদস্য মথুরা গায়েন বলেন, "জলের অপর নাম জীবন । কিন্তু সেই কথা আমরা মনে রাখি না । খুব সহজেই বাড়িতে আমরা জল অপচয় করি । তার ফলে আগামী দিনে সমাজের উপর এর প্রভাব পড়বে ৷ সেটাই এই পুজোমণ্ডপে দেখানো হয়েছে ।"

Intro:কলকাতা: অস্তিত্বের সমস্ত আধার পৃথিবী ধারণ করে নিয়ে চলে আর প্রায় সাড়ে 400 কোটি বছর ধরে পৃথিবীর তলে সঞ্চিত হয়েছে জল। যাকে অনায়াসে জীবনের অস্তিত্ব বলা যেতে পারে সেই অস্তিত্বের মধ্যেই রয়েছে জীবনের ইতিহাস। পৃথিবীর অধিকাংশ বড় সভ্যতা তৈরি হয়েছে নদীর তীরে। অথচ এই বছরই চেন্নাই বেঙ্গালুরু মুম্বাই সহ একাধিক রাজ্যে পানীয় জলের সংকটের মুখে পড়েছে বাসিন্দারা। তাই দেশ-বিদেশে জল সংরক্ষণের আওয়াজ উঠেছে। সরকারের পাশাপাশি সাধারণ মানুষকে বার্তা দিতে কাশী বোস লেন সর্বজনীন এর এবারের থিম "অস্তিত্ব"।
এই পুজোমণ্ডপে কাল্পনিক একটি সভ্যতা কে তুলে ধরা হয়েছে। একটি পুরনো বাড়ি। সেই বাড়ির বাইরে স্নান করার একটি ঘাট। বাড়ির মধ্যে দেবী দুর্গার আরাধনা চলছে। কিন্তু কোথাও কোন জল নেই। জলের অভাবে কিভাবে একটি প্রাচীন সভ্যতা জলের অভাবে বিলুপ্তি ঘটতে চলেছে সেটাই তুলে ধরেছেন সিজন শিল্পী প্রদীপ দাস।



কাশি বসলেন এর এক্সিকিউটিভ কমিটির সদস্য মথুরা গাযেন বলেন, জলের অপর নাম জীবন। কিন্তু কিন্তু সেই কথা আমরা মনে রাখি না। খুব সহজেই বাড়িতে আমরা জল অপচয় করি। কিন্তু এই জল অপচয় করার ফলে আগামী দিনে কিভাবে সমাজের ওপর এর প্রভাব পড়বে সেটা এই পুজোমণ্ডপে দেখানো হয়েছে। একটা সময় দুর্গা পুজোর মণ্ডপ থাকবে মন্ডপ এর মধ্যে মা দুর্গার আরাধনা চলবে কিন্তু কোথাও কোন জল থাকবেনা। তাই জল বাঁচান আগামী প্রজন্মের জন্য। সেটাই এই পুজো মণ্ডপে মূল বার্তা দেয়া হয়েছে।


Body:কপি


Conclusion:কপি
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.