কলকাতা, 13 মে: বিজেপিকে পরাস্থ করে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কর্ণাটকে সরকার গড়বে কংগ্রেস ৷ আর বিজেপি-র এই পরাজয় দেশের কাছে বড় বার্তা বলে মনে করছেন ফিরহাদ হাকিম ৷ শনিবার নির্বাচনের ফলাফল প্রসঙ্গে ফিরহাদের মন্তব্য, ‘‘সারা ভারতে একটা বড় বার্তা গেল, যে তোমরা যাচ্ছ ৷ ধর্মান্ধতা বেশিদিন মানুষকে ভুলিয়ে রাখতে পারে না ৷ ধর্মনিরপেক্ষতা এবং গণতন্ত্র এটাই ভারতবর্ষে থাকবে ৷ অনেক মানুষকে কিছুদিনের জন্য বোকা বানানো যায় ৷ কিছু মানুষকে অনেক দিনের জন্য বোকা বানানো যায় ৷ কিন্তু, সবাইকে সবসময়ের জন্য বোকা বানানো যায় না ৷’’
গত বুধবারের নির্বাচন শেষে বুথ ফেরত সমীক্ষায় দেখা গিয়েছিল কংগ্রেস কর্ণাটকে সরকার গড়তে পারে ৷ সেখানে কোথাও জেডিএস-কে কিং মেকার বলা হয়েছিল ৷ কিন্তু, সেটা হয়নি ৷ কংগ্রেস একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কর্ণাটকে ক্ষমতা এসেছে ৷ এ দিন বেলা বাড়ার সঙ্গে কংগ্রেস নেতা সমর্থকদের মুখে হাসি যত চওড়া হয়েছে, ততই বিজেপি শিবিরে নেতা কর্মীদের মুখে হতাশা ফুটে উঠেছে ৷
এই ফল প্রসঙ্গে বাংলার মন্ত্রী ফিরহাদ হাকিম উচ্ছ্বাস প্রকাশ করেছেন ৷ সেই সঙ্গে বিজেপিকেও নিশানা করেছেন ৷ তিনি বলেন, ‘‘আগামিদিনে দেখবেন আমাদের ভারতবর্ষের যে আদর্শ ৷ অর্থাৎ, ধর্মনিরপেক্ষ, সহিষ্ণুতা ও সবাইকে নিয়ে একসঙ্গে চলা, সেটাই থাকবে ৷ আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনিও ধর্মান্ধতার প্রচার করেন ৷ আমি ভেবেছিলাম তিনি হয়তো এসবের উর্ধ্বে থাকবেন ৷ কিন্তু, তিনিও...যা পেরেছেন করেছেন ৷ কিন্তু, মানুষ বলছে না ৷ তারা উন্নয়নের সঙ্গে থাকবে ৷ ধর্মান্ধতার সঙ্গে মানুষ থাকবে না ৷’’
আরও পড়ুন: ট্র্যাজিক হিরো রাহুলই জয়ের নায়ক কর্ণাটকে, দক্ষিণ বিজয়ে উচ্ছ্বসিত কংগ্রেস
এই ফলাফল নিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অবশ্য পালটা কটাক্ষ ছুঁড়েছেন তৃণমূলের দিকে ৷ তিনি এ দিন বলেন, ‘‘নির্দিষ্ট সময়ে পরিবর্তন হবে এটাই স্বাভাবিক ৷ আমরা তৃণমূল কংগ্রেস নই, যে বুথ লুঠ করব ৷’’ সুকান্ত মজুমদারের এই মন্তব্যের জবাবও দিয়েছেন ফিরহাদ ৷ জানান, ঠিকই বলেছেন বিজেপির রাজ্য সভাপতি ৷ সময় সময় সরকার পরিবর্তন দরকার হয় ৷ নিশ্চিতভাবে দেশে 24-এ সরকার পরিবর্তন হবে ৷ আর তার প্রক্রিয়া আজ থেকে শুরু হয়ে গেল বলে বিশ্বাস তাঁর ৷