কলকাতা, 25 জানুয়ারি : কানহাইয়া কুমারকে আক্রমণ BJP-র কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহার । তিনি বলেন,"কানহাইয়া কুমারকে দেশ থেকে বের করে দেওয়া উচিত । কানহাইয়া কুমার দেশের কলঙ্ক ৷ ও কুলাঙ্গার ৷"
গতকাল কলকাতায় একটি অনুষ্ঠানে বক্তব্য রাখেন কানহাইয়া কুমার ৷ সেখানে তিনি বলেন, "শুরু থেকে আজ পর্যন্ত বাংলায় যে কোনও প্রজন্মকে দেখুন । ইংরেজদের চাকরদের বিরুদ্ধে প্রতিবাদ সরব হয়েছে বাঙালিরা । তা সে রবীন্দ্রনাথ ঠাকুর, ক্ষুদিরাম বসু ,সুভাষচন্দ্র বোস হোক বা আজকের ঐশী ঘোষ ৷"
কানহাইয়া কুমারের সেই মন্তব্যের পালটা BJP নেতা রাহুল সিনহা আজ বলেন, "কানহাইয়া কুমার দেশের একটা কলঙ্ক । যদি এই দেশে সেই ভাবে ব্যবস্থা নেওয়ার প্রশ্ন আসে তাহলে কানাইয়া কুমারের জেল হেপাজত হওয়া উচিত । ও একটা কুলাঙ্গার ৷ ওকে দেশ থেকে বের করে দেওয়া উচিত ৷ ওরা দেশকে অপমান তো করছেই, নেতাজিকেও অপমান করছে । কানাইয়া কুমারের কিছুই নেই ৷ সংবাদমাধ্যম এদের বেশি প্রচার দিচ্ছে ৷ সংবাদমাধ্যমের কারণে এই জাতীয় দেশ বিরোধী শক্তি মহাপুরুষদের অপমান করার সাহস পাচ্ছে ৷"
রাহুল সিনহা আরও বলেন," আমরা মনে করি এই জাতীয় নোংরা মানসিকতা কমিউনিস্টদের । কারণ তারা কখনই এই দেশকে ও দেশের মহাপুরুষদের স্বীকার করেনি । নেতাজি সুভাষচন্দ্র বোসকে ওরাই তো তেজোর কুকুর বলেছিল । তাহলে ওরা কোনও কুকুরকে নেতাজির সঙ্গে বসাতে চাইবেই, সেটা স্বাভাবিক ।"
রাহুল সিনহা মনে করেন, কমিউনিস্টদের সাধারণ মানুষ দূরে ঠেলে দিয়েছে ৷ তাঁর আরও সংযোজন, "উচিত শিক্ষা CPI(M) পেয়েছে । কমিউনিস্টদের উচিত শিক্ষা ভারতের মানুষ দিয়েছে, বাংলার মানুষ দিয়েছে । এখনও যেটুকু অস্তিত্ব আছে সেটা বাংলার মানুষ, ভারতের মানুষ ধুয়েমুছে সাফ করে দেবে ৷ কমিউনিস্ট ইতিহাসের পাতায় থাকবে ৷ বাস্তবে তার কোন চিহ্ন থাকবে না ৷"