ETV Bharat / state

কানহাইয়া দেশের কলঙ্ক : রাহুল সিনহা - কানহাইয়া কুমার

কানাইয়া কুমারের জেল হেপাজত হওয়া উচিত । দেশ থেকে বের করে দেওয়া উচিত ৷ কমিউনিস্টদের উচিত শিক্ষা দিয়েছে ভারতের মানুষ, বাংলার মানুষ। এখনও যেটুকু অস্তিত্ব আছে সেটা বাংলার মানুষ ধুয়ে মুছে সাফ করে দেবে ৷ বললেন রাহুল সিনহা ৷

Rahul Sinha
রাহুল সিনহা
author img

By

Published : Jan 25, 2020, 7:36 PM IST

কলকাতা, 25 জানুয়ারি : কানহাইয়া কুমারকে আক্রমণ BJP-র কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহার । তিনি বলেন,"কানহাইয়া কুমারকে দেশ থেকে বের করে দেওয়া উচিত । কানহাইয়া কুমার দেশের কলঙ্ক ৷ ও কুলাঙ্গার ৷"

গতকাল কলকাতায় একটি অনুষ্ঠানে বক্তব্য রাখেন কানহাইয়া কুমার ৷ সেখানে তিনি বলেন, "শুরু থেকে আজ পর্যন্ত বাংলায় যে কোনও প্রজন্মকে দেখুন । ইংরেজদের চাকরদের বিরুদ্ধে প্রতিবাদ সরব হয়েছে বাঙালিরা । তা সে রবীন্দ্রনাথ ঠাকুর, ক্ষুদিরাম বসু ,সুভাষচন্দ্র বোস হোক বা আজকের ঐশী ঘোষ ৷"

কানহাইয়া কুমারের সেই মন্তব্যের পালটা BJP নেতা রাহুল সিনহা আজ বলেন, "কানহাইয়া কুমার দেশের একটা কলঙ্ক । যদি এই দেশে সেই ভাবে ব্যবস্থা নেওয়ার প্রশ্ন আসে তাহলে কানাইয়া কুমারের জেল হেপাজত হওয়া উচিত । ও একটা কুলাঙ্গার ৷ ওকে দেশ থেকে বের করে দেওয়া উচিত ৷ ওরা দেশকে অপমান তো করছেই, নেতাজিকেও অপমান করছে । কানাইয়া কুমারের কিছুই নেই ৷ সংবাদমাধ্যম এদের বেশি প্রচার দিচ্ছে ৷ সংবাদমাধ্যমের কারণে এই জাতীয় দেশ বিরোধী শক্তি মহাপুরুষদের অপমান করার সাহস পাচ্ছে ৷"

কানহাইয়াকে আক্রমণ রাহুলের...

রাহুল সিনহা আরও বলেন," আমরা মনে করি এই জাতীয় নোংরা মানসিকতা কমিউনিস্টদের । কারণ তারা কখনই এই দেশকে ও দেশের মহাপুরুষদের স্বীকার করেনি । নেতাজি সুভাষচন্দ্র বোসকে ওরাই তো তেজোর কুকুর বলেছিল । তাহলে ওরা কোনও কুকুরকে নেতাজির সঙ্গে বসাতে চাইবেই, সেটা স্বাভাবিক ।"

রাহুল সিনহা মনে করেন, কমিউনিস্টদের সাধারণ মানুষ দূরে ঠেলে দিয়েছে ৷ তাঁর আরও সংযোজন, "উচিত শিক্ষা CPI(M) পেয়েছে । কমিউনিস্টদের উচিত শিক্ষা ভারতের মানুষ দিয়েছে, বাংলার মানুষ দিয়েছে । এখনও যেটুকু অস্তিত্ব আছে সেটা বাংলার মানুষ, ভারতের মানুষ ধুয়েমুছে সাফ করে দেবে ৷ কমিউনিস্ট ইতিহাসের পাতায় থাকবে ৷ বাস্তবে তার কোন চিহ্ন থাকবে না ৷"

কলকাতা, 25 জানুয়ারি : কানহাইয়া কুমারকে আক্রমণ BJP-র কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহার । তিনি বলেন,"কানহাইয়া কুমারকে দেশ থেকে বের করে দেওয়া উচিত । কানহাইয়া কুমার দেশের কলঙ্ক ৷ ও কুলাঙ্গার ৷"

গতকাল কলকাতায় একটি অনুষ্ঠানে বক্তব্য রাখেন কানহাইয়া কুমার ৷ সেখানে তিনি বলেন, "শুরু থেকে আজ পর্যন্ত বাংলায় যে কোনও প্রজন্মকে দেখুন । ইংরেজদের চাকরদের বিরুদ্ধে প্রতিবাদ সরব হয়েছে বাঙালিরা । তা সে রবীন্দ্রনাথ ঠাকুর, ক্ষুদিরাম বসু ,সুভাষচন্দ্র বোস হোক বা আজকের ঐশী ঘোষ ৷"

কানহাইয়া কুমারের সেই মন্তব্যের পালটা BJP নেতা রাহুল সিনহা আজ বলেন, "কানহাইয়া কুমার দেশের একটা কলঙ্ক । যদি এই দেশে সেই ভাবে ব্যবস্থা নেওয়ার প্রশ্ন আসে তাহলে কানাইয়া কুমারের জেল হেপাজত হওয়া উচিত । ও একটা কুলাঙ্গার ৷ ওকে দেশ থেকে বের করে দেওয়া উচিত ৷ ওরা দেশকে অপমান তো করছেই, নেতাজিকেও অপমান করছে । কানাইয়া কুমারের কিছুই নেই ৷ সংবাদমাধ্যম এদের বেশি প্রচার দিচ্ছে ৷ সংবাদমাধ্যমের কারণে এই জাতীয় দেশ বিরোধী শক্তি মহাপুরুষদের অপমান করার সাহস পাচ্ছে ৷"

কানহাইয়াকে আক্রমণ রাহুলের...

রাহুল সিনহা আরও বলেন," আমরা মনে করি এই জাতীয় নোংরা মানসিকতা কমিউনিস্টদের । কারণ তারা কখনই এই দেশকে ও দেশের মহাপুরুষদের স্বীকার করেনি । নেতাজি সুভাষচন্দ্র বোসকে ওরাই তো তেজোর কুকুর বলেছিল । তাহলে ওরা কোনও কুকুরকে নেতাজির সঙ্গে বসাতে চাইবেই, সেটা স্বাভাবিক ।"

রাহুল সিনহা মনে করেন, কমিউনিস্টদের সাধারণ মানুষ দূরে ঠেলে দিয়েছে ৷ তাঁর আরও সংযোজন, "উচিত শিক্ষা CPI(M) পেয়েছে । কমিউনিস্টদের উচিত শিক্ষা ভারতের মানুষ দিয়েছে, বাংলার মানুষ দিয়েছে । এখনও যেটুকু অস্তিত্ব আছে সেটা বাংলার মানুষ, ভারতের মানুষ ধুয়েমুছে সাফ করে দেবে ৷ কমিউনিস্ট ইতিহাসের পাতায় থাকবে ৷ বাস্তবে তার কোন চিহ্ন থাকবে না ৷"

Intro:কলকাতা: "কানাইয়া কুমার কে দেশ থেকে বের করে দেওয়া উচিত। কানাইয়া কুমার দেশের একটা কুলাঙ্গার"। আজ বিজেপির সদর কার্যালয় কানাইয়া কুমার কে তীব্র ভাষায় আক্রমণ বিজেপি কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনার।

শুক্রবার কলকাতায় এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কানাইয়া কুমার বলেন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিন বাংলায় যেকোনো প্রজন্মকে দেখুন। ক্ষমতালোভী রা বাংলায় নাক গললেই আটকে গিয়েছে। তাসে বাংলা ভাগের পরিকল্পনায় হোক বা জেনিওতি হামলায় ইংরেজিতে চাকরদের বিরুদ্ধে প্রতিবাদ হয়েছে বাঙালি। তাসের রবীন্দ্রনাথ ঠাকুর, ক্ষুদিরাম বসু ,সুভাষচন্দ্র বসু আজকের ঐশী ঘোষ"

"কানাইয়া কুমার দেশের একটা কলঙ্ক। যদি এই দেশে সেই ভাবে ব্যবস্থা নেওয়ার প্রশ্ন আসে কানাইয়া কুমারের জেলহাজত হওয়া উচিত। দেশ থেকে বের করে দেওয়া উচিত এই সমস্ত দেশের কুলাঙ্গারদের। যারা দেশ কে তো অপমান করছেই নেতাজিকে পর্যন্ত অপমান করছে। কানাইয়া কুমারের কিছুই নেই" বলে মন্তব্য রাহুল সিনহার।



রাহুল সিনহা বলেন ,"কানাইয়া কুমার দেশবিরোধী শক্তি তারা আজ মনিঋষিদের অপমান করছে। কারণ এই সমস্ত নোংরা মানসিকতা কমিউনিস্টদের। তারা এদেশের মুনি ঋষিদের স্বীকার করে না। নেতাজি সুভাষচন্দ্র বসু কত কমিউনিস্টরাই তেজোর কুকুর বলেছিলেন। তাই কোন কুকুরের সঙ্গে নেতাজি কেন বসাতে চাইবেই। সেই কারণে আমাদের লজ্জা হয় এই ধরনের বক্তব্য শুনতে। উচিত শিক্ষা সিপিএম পেয়েছে। কমিউনিস্টের উচিত শিক্ষা ভারতের মানুষ দিয়েছে। এখনো যেটুকু অস্তিত্ব আছে সেটা বাংলার মানুষ ভারতের মানুষ ধুয়েমুছে সাফ করে দেবে "


Body:story


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.