ETV Bharat / state

Kamduni Rape Case: কামদুনি নিয়ে হাইকোর্টের রায়ের প্রতিবাদে শহরে মিছিল, বুধে 'সুপ্রিম দ্বারে' মৃতার পরিবার - Kamduni Rape Case

Kamduni Rape Case in Supreme Court: কামদুনি নিয়ে কলকাতা হাইকোর্টের রায়ের প্রতিবাদে শহরে মিছিল করল নাগরিক মঞ্চ ৷ বুধবার হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে মৃতার পরিবার ৷

kamduni rally
কামদুনি নিয়ে হাইকোর্টের রায়ের প্রতিবাদে শহরে মিছিল
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 10, 2023, 7:36 PM IST

Updated : Oct 10, 2023, 9:08 PM IST

কামদুনি নিয়ে হাইকোর্টের রায়ের প্রতিবাদে শহরে মিছিল

কলকাতা, 10 অক্টোবর: কামদুনি মামলায় কলকাতা হাইকোর্টের রায়ের প্রতিবাদ আছড়ে পড়ল রাস্তায় ৷ রায়ের বিরোধিতা করে আজ একদিকে কামদুনিতে পথে নেমেছে বিজেপির মহিলা মোর্চা ৷ আর নাগরিক মঞ্চের পক্ষ থেকে কলকাতার ভিক্টোরিয়া হাউজ থেকে গান্ধি মূর্তির পাদদেশ পর্যন্ত হল শান্তি মিছিল ৷ হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে বুধবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার কথা মৃতার পরিবারের ৷

2013 সালের 6 জুন কামদুনিতে নাবালিকা ছাত্রীকে মর্মান্তিকভাবে ধর্ষণ করে হত্যা করা হয়েছিল ৷ সেই মামলায় কলকাতা হাইকোর্টের সাম্প্রতিক রায়ে অসন্তুষ্ট সমগ্র কামদুনি এবং নির্যাতিতার পরিবার । রায়ের প্রতিবাদে আজ কলকাতায় মিছিল করে নাগরিক মঞ্চ ৷ রাজনৈতিক দলের প্রতিনিধিরা এই মিছিল উপস্থিত থাকলেও আজকের এই মিছিল ছিল অরাজনৈতিক । এই মিছিলে যেমন উপস্থিত ছিলেন মৌসুমী কয়াল, টুম্পা কয়ালরা, তেমনই উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা কৌস্তব বাগচী, আশুতোষ চট্টোপাধ্যায়, অসিত মিত্র, বাম মহিলা সংগঠনের কণীনিকা বসু ঘোষ এবং আরও অনেকে ।

kamduni
কামদুনি নিয়ে শহরে মিছিল

আজ এই মিছিলে কিছুটা হেঁটে তীব্র গরম এবং মানসিক চাপে মাঝ রাস্তায় অচৈতন্য হয়ে পড়েন টুম্পা কয়াল । তারপর তাঁকে অ্যাম্বুলেন্স করে প্রাথমিক চিকিৎসার জন্য এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।

মিছলে অংশগ্রহণকারীরা এ দিন বলেন যে, হাইকোর্টের রায়ে তাঁরা হতাশ । দীর্ঘ 10 বছরের লড়াইতে যে আশা নিয়ে তাঁরা বুক বেঁধেছিলেন, তা চুরমার হয়ে গিয়েছে । তাই তাঁরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন বলে স্থির করেছেন । এছাড়াও তাঁরা দাবি করেন যে, কামদুনির নিহত ছাত্রী খুনে দোষীদের কঠোরতম শাস্তি দিতে হবে । রাজ্য সরকারের প্রশাসনিক অপদার্থতা রয়েছে বলে অভিযোগ করেন তাঁরা ।

আরও পড়ুন: কামদুনি মামলায় হাইকোর্টের রায় স্থগিতের আর্জি রাজ্যের, এখনই তা মানতে নারাজ সুপ্রিম কোর্ট

মৌসুমী কয়াল এ দিন বলেন যে, "এই রায়ের দিকে তাকিয়ে দীর্ঘ 10 বছর প্রতিটা দিন কাটিয়েছে মৃতের পরিবার । আজ তাঁরা অসহায় । তাঁরা তাঁদের মেয়ের মৃত্যুর সুবিচার পেল না । এর আগে যখন 14 বার সরকারি আইনজীবী বদল হয়েছিল, তখনই আমরা তদন্তকারী সংস্থা সিআইডি এবং পুলিশ প্রশাসনকে জানিয়েছিলাম । সেই উকিলদের মধ্যে থেকেই একজন আমাদের জানিয়েছিলেন যে, তাঁদের হুমকি দেওয়া হচ্ছে । অর্থাৎ চোরকে বলা হচ্ছে তোমরা চুরি করো আর গৃহস্থকে বলছে তোমরা সজাগ হও । এটাই হচ্ছে এই রাজ্যের রাজনীতি ।"

তিনি আরও বলেন যে, "আমরা তো গরিব মানুষ ৷ আমরা কীভাবে লড়ব ? তাই তো আমরা পুলিশ প্রশাসনের উপর ভরসা রেখেছিলাম । আমরা সিআইডি-র উপর ভরসা রেখেছিলাম । কিন্তু টাকার কাছে বড় কিছু নয় । সব বিক্রি হয়ে গিয়েছে । কারণ এখন নতুন করে আর চার্জশিট বা ফরেনসিক রিপোর্ট তৈরি করা যাবে না ।"

এই বিষয়ে বাম মহিলা সংগঠনের নেত্রী কণীনিকা বসু ঘোষ বলেন, "জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড । এটাই তো হল এখানে ।" নাম না-করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তিনি বলেন যে, "তিনি তো 15 দিনের সময় চেয়েছিলেন । কিন্তু আজ দশটা বছর কেটে গেল, কী হল । এত দিন সিআইডি কী করছিল আমরা জানতে চাই । আমরা এর জবাব চাই ।"

প্রসঙ্গত, হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে আগামিকাল তাঁরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন ৷

কামদুনি নিয়ে হাইকোর্টের রায়ের প্রতিবাদে শহরে মিছিল

কলকাতা, 10 অক্টোবর: কামদুনি মামলায় কলকাতা হাইকোর্টের রায়ের প্রতিবাদ আছড়ে পড়ল রাস্তায় ৷ রায়ের বিরোধিতা করে আজ একদিকে কামদুনিতে পথে নেমেছে বিজেপির মহিলা মোর্চা ৷ আর নাগরিক মঞ্চের পক্ষ থেকে কলকাতার ভিক্টোরিয়া হাউজ থেকে গান্ধি মূর্তির পাদদেশ পর্যন্ত হল শান্তি মিছিল ৷ হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে বুধবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার কথা মৃতার পরিবারের ৷

2013 সালের 6 জুন কামদুনিতে নাবালিকা ছাত্রীকে মর্মান্তিকভাবে ধর্ষণ করে হত্যা করা হয়েছিল ৷ সেই মামলায় কলকাতা হাইকোর্টের সাম্প্রতিক রায়ে অসন্তুষ্ট সমগ্র কামদুনি এবং নির্যাতিতার পরিবার । রায়ের প্রতিবাদে আজ কলকাতায় মিছিল করে নাগরিক মঞ্চ ৷ রাজনৈতিক দলের প্রতিনিধিরা এই মিছিল উপস্থিত থাকলেও আজকের এই মিছিল ছিল অরাজনৈতিক । এই মিছিলে যেমন উপস্থিত ছিলেন মৌসুমী কয়াল, টুম্পা কয়ালরা, তেমনই উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা কৌস্তব বাগচী, আশুতোষ চট্টোপাধ্যায়, অসিত মিত্র, বাম মহিলা সংগঠনের কণীনিকা বসু ঘোষ এবং আরও অনেকে ।

kamduni
কামদুনি নিয়ে শহরে মিছিল

আজ এই মিছিলে কিছুটা হেঁটে তীব্র গরম এবং মানসিক চাপে মাঝ রাস্তায় অচৈতন্য হয়ে পড়েন টুম্পা কয়াল । তারপর তাঁকে অ্যাম্বুলেন্স করে প্রাথমিক চিকিৎসার জন্য এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।

মিছলে অংশগ্রহণকারীরা এ দিন বলেন যে, হাইকোর্টের রায়ে তাঁরা হতাশ । দীর্ঘ 10 বছরের লড়াইতে যে আশা নিয়ে তাঁরা বুক বেঁধেছিলেন, তা চুরমার হয়ে গিয়েছে । তাই তাঁরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন বলে স্থির করেছেন । এছাড়াও তাঁরা দাবি করেন যে, কামদুনির নিহত ছাত্রী খুনে দোষীদের কঠোরতম শাস্তি দিতে হবে । রাজ্য সরকারের প্রশাসনিক অপদার্থতা রয়েছে বলে অভিযোগ করেন তাঁরা ।

আরও পড়ুন: কামদুনি মামলায় হাইকোর্টের রায় স্থগিতের আর্জি রাজ্যের, এখনই তা মানতে নারাজ সুপ্রিম কোর্ট

মৌসুমী কয়াল এ দিন বলেন যে, "এই রায়ের দিকে তাকিয়ে দীর্ঘ 10 বছর প্রতিটা দিন কাটিয়েছে মৃতের পরিবার । আজ তাঁরা অসহায় । তাঁরা তাঁদের মেয়ের মৃত্যুর সুবিচার পেল না । এর আগে যখন 14 বার সরকারি আইনজীবী বদল হয়েছিল, তখনই আমরা তদন্তকারী সংস্থা সিআইডি এবং পুলিশ প্রশাসনকে জানিয়েছিলাম । সেই উকিলদের মধ্যে থেকেই একজন আমাদের জানিয়েছিলেন যে, তাঁদের হুমকি দেওয়া হচ্ছে । অর্থাৎ চোরকে বলা হচ্ছে তোমরা চুরি করো আর গৃহস্থকে বলছে তোমরা সজাগ হও । এটাই হচ্ছে এই রাজ্যের রাজনীতি ।"

তিনি আরও বলেন যে, "আমরা তো গরিব মানুষ ৷ আমরা কীভাবে লড়ব ? তাই তো আমরা পুলিশ প্রশাসনের উপর ভরসা রেখেছিলাম । আমরা সিআইডি-র উপর ভরসা রেখেছিলাম । কিন্তু টাকার কাছে বড় কিছু নয় । সব বিক্রি হয়ে গিয়েছে । কারণ এখন নতুন করে আর চার্জশিট বা ফরেনসিক রিপোর্ট তৈরি করা যাবে না ।"

এই বিষয়ে বাম মহিলা সংগঠনের নেত্রী কণীনিকা বসু ঘোষ বলেন, "জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড । এটাই তো হল এখানে ।" নাম না-করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তিনি বলেন যে, "তিনি তো 15 দিনের সময় চেয়েছিলেন । কিন্তু আজ দশটা বছর কেটে গেল, কী হল । এত দিন সিআইডি কী করছিল আমরা জানতে চাই । আমরা এর জবাব চাই ।"

প্রসঙ্গত, হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে আগামিকাল তাঁরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন ৷

Last Updated : Oct 10, 2023, 9:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.