কলকাতা, 5 জানুয়ারি: আদালত আগেই জানিয়ে দিয়েছিল যে আপাতত কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের জামিনের আবেদনে সাড়া দেওয়া সম্ভব নয় ৷ তাঁর জামিনের আবেদন প্রত্যাহারও করে নিতে বলেছিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। সেই মতোই বৃহস্পতিবার জামিনের আবেদন প্রত্যাহার করলেন নিয়োগ দুর্নীতিতে (Recruitment Scam) অভিযুক্ত মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় (Kalyanmoy Gangopadhyay)।
গতকালই তাঁকে আবেদন প্রত্যাহারের সুযোগ দিয়েছিল হাইকোর্ট (Kalyanmoy Withdraws Bail Plea)। সেই অনুযায়ী আজ তাঁর আইনজীবীরা জানান যে, কল্যাণময় গঙ্গোপাধ্যায় জামিনের আবেদন প্রত্যাহার করতে চান । গতকাল বিচারপতি জয়মাল্য বাগচী তাঁর মৌখিক পর্যবেক্ষণে বলেছিলেন যে, যেহেতু সিবিআই এই মুহূর্তে আর্থিক দুর্নীতির দিকটি খতিয়ে দেখছে, তাই এই মুহূর্তে কল্যাণময়কে জামিন দেওয়া সম্ভব নয় । তাই আবেদন প্রত্যাহার না করলে তা খারিজ করা হবে ।
আরও পড়ুন: কল্যাণময়ের জামিন মামলার শুনানিতে সিবিআইয়ের উপর ক্ষোভ প্রকাশ হাইকোর্টের
ফলে আদালতের পরামর্শ মেনে আজ বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি অজয় কুমার গুপ্তর ডিভিশন বেঞ্চ থেকে জামিনের আবেদন প্রত্যাহার করে নিলেন কল্যাণময় গঙ্গোপাধ্যায় ।