ETV Bharat / state

আগামী তিনদিন রাজ্যজুড়ে কালবৈশাখি ঝড়ের পূর্বাভাস

author img

By

Published : Apr 25, 2020, 11:41 PM IST

বিহারের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে । উত্তর-পশ্চিম দিক থেকে আসা ঠান্ডা বাতাসের সংস্পর্শে এসে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি করছে । এর ফলে আগামী তিন-চারদিন ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যে ।

আগামী তিনদিন রাজ্যজুড়ে কালবৈশাখি ঝড়ের পূর্বাভাস
আগামী তিনদিন রাজ্যজুড়ে কালবৈশাখি ঝড়ের পূর্বাভাস

কলকাতা, 25 এপ্রিল: আজও কলকাতা সহ দক্ষিণবঙ্গে কালবৈশাখির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর । আগামী শনি ও রবিবার দক্ষিণবঙ্গের 5 জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । রবিবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কালবৈশাখি ঝড়ের দাপটের সম্ভাবনা রয়েছে । আগামী মঙ্গলবার পর্যন্ত রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টি চলবে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর । আগামী 24 ঘণ্টায় উত্তরবঙ্গের দুই জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে । কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস ।

বিহারের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে । সেইসঙ্গে বিহার থেকে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখা । এছাড়াও বঙ্গোপসাগরের উপর রয়েছে একটি বিপরীতমুখী ঘূর্ণাবর্ত । এই ঘূর্ণাবর্তের ফলে সমুদ্রপৃষ্ঠ থেকে গরম জলীয়বাষ্প প্রবেশ করছে রাজ্যে । উত্তর-পশ্চিম দিক থেকে আসা ঠান্ডা বাতাসের সংস্পর্শে এসে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি করছে । এর ফলে আগামী তিন-চারদিন ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যে ।

আজ সকাল থেকেই কলকাতার আকাশ আংশিক মেঘলা ছিল । আকাশ মেঘলা থাকায় তাপমাত্রার পারদ স্বাভাবিকের থেকে কিছুটা কম ছিল । গত 24 ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম । কলকাতার আজকের সর্বনিম্ন তাপমাত্রা 23.6 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি কম । আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা 32 ও সর্বনিম্ন তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 90% ও সর্বনিম্ন 55% ।

আগামীকাল রবিবার দক্ষিণবঙ্গে সব জেলাতেই ঝড়-বৃষ্টির পরিমাণ বাড়বে । দক্ষিণবঙ্গের সব জেলাতেই কালবৈশাখির সম্ভাবনা রয়েছে । বিক্ষিপ্তভাবে কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর ।

কলকাতা, 25 এপ্রিল: আজও কলকাতা সহ দক্ষিণবঙ্গে কালবৈশাখির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর । আগামী শনি ও রবিবার দক্ষিণবঙ্গের 5 জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । রবিবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কালবৈশাখি ঝড়ের দাপটের সম্ভাবনা রয়েছে । আগামী মঙ্গলবার পর্যন্ত রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টি চলবে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর । আগামী 24 ঘণ্টায় উত্তরবঙ্গের দুই জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে । কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস ।

বিহারের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে । সেইসঙ্গে বিহার থেকে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখা । এছাড়াও বঙ্গোপসাগরের উপর রয়েছে একটি বিপরীতমুখী ঘূর্ণাবর্ত । এই ঘূর্ণাবর্তের ফলে সমুদ্রপৃষ্ঠ থেকে গরম জলীয়বাষ্প প্রবেশ করছে রাজ্যে । উত্তর-পশ্চিম দিক থেকে আসা ঠান্ডা বাতাসের সংস্পর্শে এসে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি করছে । এর ফলে আগামী তিন-চারদিন ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যে ।

আজ সকাল থেকেই কলকাতার আকাশ আংশিক মেঘলা ছিল । আকাশ মেঘলা থাকায় তাপমাত্রার পারদ স্বাভাবিকের থেকে কিছুটা কম ছিল । গত 24 ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম । কলকাতার আজকের সর্বনিম্ন তাপমাত্রা 23.6 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি কম । আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা 32 ও সর্বনিম্ন তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 90% ও সর্বনিম্ন 55% ।

আগামীকাল রবিবার দক্ষিণবঙ্গে সব জেলাতেই ঝড়-বৃষ্টির পরিমাণ বাড়বে । দক্ষিণবঙ্গের সব জেলাতেই কালবৈশাখির সম্ভাবনা রয়েছে । বিক্ষিপ্তভাবে কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.