ETV Bharat / state

Karnataka CM Oath Ceremony: কংগ্রেসি মুখ্যমন্ত্রীর শপথ অনুষ্ঠান এড়ালেন মমতা, যাচ্ছেন কাকলি - Karnataka CM oath ceremony

মমতার পরিবর্তে সিদ্দারামাইয়ার শপথ গ্রহণ অনুষ্ঠানে যাচ্ছেন তৃণমূলের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার ৷

Etv Bharat
যাচ্ছেন কাকলি
author img

By

Published : May 19, 2023, 2:56 PM IST

Updated : May 19, 2023, 4:12 PM IST

কলকাতা, 19 মে: জল্পনা ছিলই ৷ আর তাই সত্যি হল ৷ কংগ্রেসি মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান সুকৌশলে এড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তৃণমূল সুপ্রিমোর বদলে সিদ্দারামাইয়ার শপথ গ্রহণ অনুষ্ঠানে যাচ্ছেন তৃণমূলের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার ৷ শুক্রবার টুইটে জানান তৃণমূলের জাতীয় মুখপাত্র ডেরেক ও ব্রায়েন ৷

বিজেপিকে কার্যত দুরমুশ করে কর্ণাটকে আরও একবার ক্ষমতায় এসেছে কংগ্রেস ৷ আর তারপরই মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার শপথ গ্রহণ অনুষ্ঠানের আমন্ত্রণ গিয়েছে দেশের একাধিক রাজ্যের অবিজেপি মুখ্যমন্ত্রীদের কাছে ৷ আমন্ত্রণ জানানো হয়েছে কংগ্রেসি সমমনা আঞ্চলিক দলের নেতা-নেত্রীদের কাছেও ৷ কংগ্রেসের লক্ষ্য 24-এর লোকসভা ভোটের আগে অবিজেপি বিরোধী জোটের ঐক্যকে সুদৃঢ় করা ৷ এবং তার সলতে পাকানোর কাজ সিদ্দারামাইয়ার শপথ গ্রহণ মঞ্চ থেকেই করতে চায় এআইসিসি ৷

বিহার, ওড়িশা, তামিলনাড়ু, ঝাড়খণ্ডের মতো বৃহস্পতিবার আমন্ত্রণ এসে পৌঁছয় বাংলার সচিবালয় নবান্নতেও ৷ তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কেও আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয় ৷ আমন্ত্রণ পত্র পেয়েছেন বলে নবান্নের তরফে জানানো হলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের যাওয়া নিয়ে সংশয় দানা বাঁধে ৷ সেদিনই সূত্র মারফৎ জানা যায়, হয়তো মুখ্যমন্ত্রীর পরিবর্তে তাঁর কোনও প্রতিনিধি ওই শপথ গ্রহণ অনুষ্টানে থাকতে পারেন ৷ আর এদিন সেই জল্পনাই কার্যত বাস্তবায়িত হল ৷

এদিন টুইট করে তৃণমূলের মুখপাত্র ডেরেক ও ব্রায়েন জানান, কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং উপ-মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারের শপথগ্রহণ অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছিল ৷ তাঁর পক্ষ থেকে ওই অনুষ্ঠানে যোগ দেবেন তৃণমূলের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার ৷ সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্য়ায় কর্ণাটকের নবনির্বাচিত মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন বলেও টুইটে লেখেন ডেরেক ৷ কর্ণাটক নির্বাচনের ফল প্রকাশের পরই বিজেপির বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন তৃণমূল সুপ্রিমো ৷ তবে তখনও প্রতিক্রিয়ায় কংগ্রেসের বিষয় এড়িয়ে গিয়েছিলেন মমতা ৷ এরপরই জল্পনা শুরু হয়েছিল, কংগ্রেস আমন্ত্রণ জানালেও আদেও তিনি সিদ্দারামাইয়ার শপথ অনুষ্ঠানে যাবেন কি না, তা নিয়ে ৷

24-এর লোকসভা ভোটে, কংগ্রেস অবিজেপি দলগুলিকে নিয়ে ঐক্যবদ্ধভাবে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে চাইলেও, সেই জোটে যেতে রাজি নয় তৃণমূল ৷ রাজনৈতিক মহলের ব্যাখ্যা, কংগ্রেসের নেতৃত্ব মেনে নিয়ে লোকসভা ভোটে কোনওভাবেই লড়াই করতে রাজি নয় তৃণমূল ৷ বরং তৃতীয় ফ্রন্টের দিকেই বেশি ঝুঁকে রয়েছে ঘাসফুল শিবির ৷ অন্যদিকে রাজ্যেও কংগ্রেসের সঙ্গে তৃণমূলের সম্পর্ক তলানীতে গিয়ে ঠেকেছে ৷ সেই অবস্থায় সিদ্দারামাইয়ার শপথে মমতার না থাকাটাই স্বাভাবিক ভাবে দেখছে দল ৷ অন্যদিকে, এই প্রসঙ্গে এদিন টুইট করে কুণাল ঘোষ লিখেছেন, "মমতা বন্দ্যোপাধ্যায়কে কর্ণাটকে মন্ত্রিসভার শপথে আমন্ত্রণ কংগ্রেসের। আর এখানে কংগ্রেসের একাংশ সিপিএম আর বিজেপির দালালি করছে। কর্ণাটক ভোট প্রচারে পঞ্চাশ জনের তারকা বক্তার তালিকায় যে প্রদেশ কমিটির একজনও থাকে না, এমনকী লোকসভার দলনেতাও না, তাদের যে দিল্লিতে কতটুকু নম্বর, তা স্পষ্ট।"

আরও পড়ুন: অভিষেককে সিবিআইয়ের নোটিশ, শনিবার হাজিরার নির্দেশ

কলকাতা, 19 মে: জল্পনা ছিলই ৷ আর তাই সত্যি হল ৷ কংগ্রেসি মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান সুকৌশলে এড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তৃণমূল সুপ্রিমোর বদলে সিদ্দারামাইয়ার শপথ গ্রহণ অনুষ্ঠানে যাচ্ছেন তৃণমূলের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার ৷ শুক্রবার টুইটে জানান তৃণমূলের জাতীয় মুখপাত্র ডেরেক ও ব্রায়েন ৷

বিজেপিকে কার্যত দুরমুশ করে কর্ণাটকে আরও একবার ক্ষমতায় এসেছে কংগ্রেস ৷ আর তারপরই মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার শপথ গ্রহণ অনুষ্ঠানের আমন্ত্রণ গিয়েছে দেশের একাধিক রাজ্যের অবিজেপি মুখ্যমন্ত্রীদের কাছে ৷ আমন্ত্রণ জানানো হয়েছে কংগ্রেসি সমমনা আঞ্চলিক দলের নেতা-নেত্রীদের কাছেও ৷ কংগ্রেসের লক্ষ্য 24-এর লোকসভা ভোটের আগে অবিজেপি বিরোধী জোটের ঐক্যকে সুদৃঢ় করা ৷ এবং তার সলতে পাকানোর কাজ সিদ্দারামাইয়ার শপথ গ্রহণ মঞ্চ থেকেই করতে চায় এআইসিসি ৷

বিহার, ওড়িশা, তামিলনাড়ু, ঝাড়খণ্ডের মতো বৃহস্পতিবার আমন্ত্রণ এসে পৌঁছয় বাংলার সচিবালয় নবান্নতেও ৷ তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কেও আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয় ৷ আমন্ত্রণ পত্র পেয়েছেন বলে নবান্নের তরফে জানানো হলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের যাওয়া নিয়ে সংশয় দানা বাঁধে ৷ সেদিনই সূত্র মারফৎ জানা যায়, হয়তো মুখ্যমন্ত্রীর পরিবর্তে তাঁর কোনও প্রতিনিধি ওই শপথ গ্রহণ অনুষ্টানে থাকতে পারেন ৷ আর এদিন সেই জল্পনাই কার্যত বাস্তবায়িত হল ৷

এদিন টুইট করে তৃণমূলের মুখপাত্র ডেরেক ও ব্রায়েন জানান, কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং উপ-মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারের শপথগ্রহণ অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছিল ৷ তাঁর পক্ষ থেকে ওই অনুষ্ঠানে যোগ দেবেন তৃণমূলের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার ৷ সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্য়ায় কর্ণাটকের নবনির্বাচিত মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন বলেও টুইটে লেখেন ডেরেক ৷ কর্ণাটক নির্বাচনের ফল প্রকাশের পরই বিজেপির বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন তৃণমূল সুপ্রিমো ৷ তবে তখনও প্রতিক্রিয়ায় কংগ্রেসের বিষয় এড়িয়ে গিয়েছিলেন মমতা ৷ এরপরই জল্পনা শুরু হয়েছিল, কংগ্রেস আমন্ত্রণ জানালেও আদেও তিনি সিদ্দারামাইয়ার শপথ অনুষ্ঠানে যাবেন কি না, তা নিয়ে ৷

24-এর লোকসভা ভোটে, কংগ্রেস অবিজেপি দলগুলিকে নিয়ে ঐক্যবদ্ধভাবে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে চাইলেও, সেই জোটে যেতে রাজি নয় তৃণমূল ৷ রাজনৈতিক মহলের ব্যাখ্যা, কংগ্রেসের নেতৃত্ব মেনে নিয়ে লোকসভা ভোটে কোনওভাবেই লড়াই করতে রাজি নয় তৃণমূল ৷ বরং তৃতীয় ফ্রন্টের দিকেই বেশি ঝুঁকে রয়েছে ঘাসফুল শিবির ৷ অন্যদিকে রাজ্যেও কংগ্রেসের সঙ্গে তৃণমূলের সম্পর্ক তলানীতে গিয়ে ঠেকেছে ৷ সেই অবস্থায় সিদ্দারামাইয়ার শপথে মমতার না থাকাটাই স্বাভাবিক ভাবে দেখছে দল ৷ অন্যদিকে, এই প্রসঙ্গে এদিন টুইট করে কুণাল ঘোষ লিখেছেন, "মমতা বন্দ্যোপাধ্যায়কে কর্ণাটকে মন্ত্রিসভার শপথে আমন্ত্রণ কংগ্রেসের। আর এখানে কংগ্রেসের একাংশ সিপিএম আর বিজেপির দালালি করছে। কর্ণাটক ভোট প্রচারে পঞ্চাশ জনের তারকা বক্তার তালিকায় যে প্রদেশ কমিটির একজনও থাকে না, এমনকী লোকসভার দলনেতাও না, তাদের যে দিল্লিতে কতটুকু নম্বর, তা স্পষ্ট।"

আরও পড়ুন: অভিষেককে সিবিআইয়ের নোটিশ, শনিবার হাজিরার নির্দেশ

Last Updated : May 19, 2023, 4:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.