ETV Bharat / state

ধনতেরাসে মুখ শুকনো স্বর্ণ ব্যবসায়ীদের

এক দিকে চড়া দাম, অন্যদিকে বাড়ি-বিপর্যয় ৷ সব মিলিয়ে নাস্তানাবুদ অবস্থা বউবাজারের স্বর্ণ ব্যবসায়ীদের ৷ ধনতেরাসেও তেমন বিক্রি নেই ৷ মুখ শুকনো ব্যবসায়ীদের ৷

ছবি
author img

By

Published : Oct 25, 2019, 11:46 PM IST

কলকাতা , 25 অক্টোবর : এক দিকে চড়া দাম, অন্যদিকে বাড়ি-বিপর্যয় ৷ সব মিলিয়ে নাস্তানাবুদ অবস্থা বউবাজারের স্বর্ণ ব্যবসায়ীদের ৷ ধনতেরাসেও তেমন বিক্রি নেই ৷ মুখ শুকনো ব্যবসায়ীদের ৷

বউবাজারের এক স্বর্ণ ব্যবসায়ী সুবর্ণা সাহা বলেন, " সোনার দামের জন্য বেশিরভাগ ক্রেতারা এখন হালকা ও ছোটখাটো জিনিসের দিকে ঝুঁকছেন । " বি বি গাঙ্গুলি স্ট্রিটের আর এক ব্যবসায়ী আনন্দ সিংহ বলেন, " কয়েক বছর আগেও ধনতেরাসের এক সপ্তাহ আগে থেকেই কেনাকাটা শুরু হয়ে যেত । লেগে থাকতো ক্রেতাদের ভিড় । ধানতেরাসের দিন দোকানের বাইরে ক্রেতাদের লম্বা লাইন পড়ত । " মূল্যবৃদ্ধির বাজারে বিশেষ করে সোনার দাম যখন 40 হাজার ছুঁই ছুঁই তখন অনেকেই পিতল বা তামার দিকে ঝুঁকছেন ।

বি বি গাঙ্গুলি স্ট্রিটের সোনার ব্যবসায়ীদের ক্ষেত্রে আর্থিক মন্দাই শুধু নয় বউবাজারের ইস্ট-ওয়েস্ট মেট্রো সুড়ঙ্গের বিপর্যয়ের ফলে ওখানকার স্বর্ণ ব্যবসায়ীদের বেশ অনেকটাই ক্ষতি হয়েছে । পাশাপশি সোনার দামের সঙ্গে দোসর হয়েছে GST ও চড়া মজুরি । সব মিলিয়ে সোনার দাম এখন আকাশ ছোঁয়া । এর প্রভাব দেখা গেলো ধনতেরাসের সকালবেলায় । বেশিরভাগ দোকানই ফাঁকা । কয়েকটি দোকানে কিছু নিয়মিত ও পরিচিত ক্রেতাদের ভিড় মাত্র ।

কলকাতা , 25 অক্টোবর : এক দিকে চড়া দাম, অন্যদিকে বাড়ি-বিপর্যয় ৷ সব মিলিয়ে নাস্তানাবুদ অবস্থা বউবাজারের স্বর্ণ ব্যবসায়ীদের ৷ ধনতেরাসেও তেমন বিক্রি নেই ৷ মুখ শুকনো ব্যবসায়ীদের ৷

বউবাজারের এক স্বর্ণ ব্যবসায়ী সুবর্ণা সাহা বলেন, " সোনার দামের জন্য বেশিরভাগ ক্রেতারা এখন হালকা ও ছোটখাটো জিনিসের দিকে ঝুঁকছেন । " বি বি গাঙ্গুলি স্ট্রিটের আর এক ব্যবসায়ী আনন্দ সিংহ বলেন, " কয়েক বছর আগেও ধনতেরাসের এক সপ্তাহ আগে থেকেই কেনাকাটা শুরু হয়ে যেত । লেগে থাকতো ক্রেতাদের ভিড় । ধানতেরাসের দিন দোকানের বাইরে ক্রেতাদের লম্বা লাইন পড়ত । " মূল্যবৃদ্ধির বাজারে বিশেষ করে সোনার দাম যখন 40 হাজার ছুঁই ছুঁই তখন অনেকেই পিতল বা তামার দিকে ঝুঁকছেন ।

বি বি গাঙ্গুলি স্ট্রিটের সোনার ব্যবসায়ীদের ক্ষেত্রে আর্থিক মন্দাই শুধু নয় বউবাজারের ইস্ট-ওয়েস্ট মেট্রো সুড়ঙ্গের বিপর্যয়ের ফলে ওখানকার স্বর্ণ ব্যবসায়ীদের বেশ অনেকটাই ক্ষতি হয়েছে । পাশাপশি সোনার দামের সঙ্গে দোসর হয়েছে GST ও চড়া মজুরি । সব মিলিয়ে সোনার দাম এখন আকাশ ছোঁয়া । এর প্রভাব দেখা গেলো ধনতেরাসের সকালবেলায় । বেশিরভাগ দোকানই ফাঁকা । কয়েকটি দোকানে কিছু নিয়মিত ও পরিচিত ক্রেতাদের ভিড় মাত্র ।

Intro:আজ ধনতেরাস। এই দিনে সোনা, রুপো বা ধাতু যেমন কাঁসা, পিতল ও তামা কেনা শুভ। কথিত আছে যে এই দিনে সোনা বা রুওও সংগ্রহ করলে মা লক্ষী ঘরে আসেন।


Body:তবে এবছর সোনার ব্যবসায় মন্দা। অন্যান্য বছরগুলির তুলনায় সোনা বিক্রির পরিমান যথেষ্ট কম বলেই দাবি বিক্রেতাদের। বিভিন্ন শিল্প ক্ষেত্রের মতোই সোনাশিল্পেও তেমন বিক্রি নেই গত এক মাসে।

বউবাজারের এক স্বর্ণ ব্যবসায়ী সুবর্ণা সাহা বলেন, "সোনার দামের জন্য বেশিরভাব ক্রেতারা এখন হালকা ও ছোটখাটো জিনিসের দিকে ঝুঁকছে বেশি। কানের ছোট দুল, নাক ছাবি, ছোট পেন্ডেন্ট বা লকেট বা আংটি কিনছেন ক্রেতারা। এছাড়া রুপোর মধ্যে রুপোর লক্ষী-গণেশ ছাপের কয়েন, রুপোর থালা, বাতি ও গেলাসের সেট বা ছোট চামুচ কেনা হচ্ছে বেশি।"

তিনি আরও বলেন, "আমার মনে হয় এই মূল্যবৃদ্ধির যুগে স্বাধারণ মানুষ এখন অনেক চিন্তাভাবনা করে খরচ করছেন। পাশাপাশি শোনা ও রুপোর দাম হুহু করে বেড়েছে। তাই ইচ্ছে থাকলেও সোনা বা রুপো কিনতে গেলে এখন হাত পুড়ছে।"

বি বি গাঙ্গুলি স্ট্রিটের আর এক ব্যবসায়ী আনন্দ সিংহ বলেন, "কয়েকবছর আগেও ধানতেরসের এক সপ্তাহ আগে থেকেই কেনাকাটা শুরু হয়ে যেত। লেগে থাকতো ক্রেতাদের ভিড়। ধানতেরাজার দিন দোকানের বাইরে ক্রেতাদের লম্বা লাইন পড়ত।"

দেশজুড়ে অর্থনৈতিক মন্দার কারণে দীপাবলী ও ধনতেরাসের বাজারও পড়ে গেছে। এই দিনটিতে মানুষ বিশেষ করে অবাঙালিদের মধ্যে সোনা, রূপো, পিতল বা তামা কেনার একটা রীতি আছে। বাঙালিরাও এখন সামিল হচ্ছে ধনতেরাসে। যদিও কোনরকম লগ্নের অপেক্ষা না করেই ধনতেরাসের দিন যেকোনো সময় তারা কিছু না কিছু কেনাকাটা করেন।

এই মূল্যবৃদ্ধির বাজারে বিশেষ করে সোনার দাম যখন 40 হাজার ছুঁই ছুঁই তখন অনেকেই পিতল বা তামার দিকে ঝুঁকছে। আর যারা সোনা বা রুপোর সামগ্রী কিনছেন তারা নিজেদের বাজেটে কাটছাঁট করে কেনাকাটা করছেন। তাই সাধ্যের মধ্যে সাধ মেটান একমাত্র উপায়।

গোসাব থেকে আসা এক ক্রেতা রুঘুনাথ নস্কর বলেন, "ধানতেরসে একটা সোনার গলার চেন ও একটি আংটি কেনার ইচ্ছে আছে। শোনার দাম তো বেড়েছে। আর এখন দাম কম হওয়ারও কোনও সম্ভাবনা নেই। আজকের দিনটা শুভ কিছু একটা কিনতে হয়ে তাই কিনতে এসেছি। দেখি দামে যদি পোষায় তাহলে নেব না হলে নেব না।"

বিবি গাঙ্গুলি স্ট্রিটের সোনার ব্যবসায়ীদের ক্ষেত্রে আর্থিক মন্দাই শুধু নয় বউবাজারের ইস্ট-ওয়েস্ট মেট্রো সুড়ঙ্গের বিপর্যয়ের ফলে ওখানকার স্বর্ণ ব্যবসায়ীদের বেশ অনেকটাই ক্ষতি হয়েছে।

পাশাপশি সোনার দামের সঙ্গে দোসর হয়েছে জিএসটি ও চড়া মজুরি। সব মিলিয়ে সোনার দাম এখন আকাশ ছোঁয়া। এর প্রভাব দেখা গেলো ধনতেরাসের সকালবেলায়। বেশিরভাগ দোকানই ফাঁকা পড়ে রয়েছে। কয়েকটি দোকানে কিছু নিয়মিত ও পরিচিত ক্রেতাদের ভিড় মাত্র।


Conclusion:শহরের অন্যতম বৃহত্তম সোনার বাজার বলেই পরিচিত বউবাজার। ধনতেরাসের এই ধনবর্ষা উৎসবে যখন দেশজুড়ে তখন তেমন কোন ছোঁয়া দেখা গেল না বউবাজারে। নেই ক্রেতাদের ভিড়, চলছে ব্যবসায় মন্দা। সবমিলিয়ে বেজার ব্যবসায়ীদের মুখ।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.