কলকাতা, 21 জানুয়ারি: অবিলম্বে অধ্যাপকদের মহার্ঘ ভাতা দেওয়ার দাবিতে যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University) শিক্ষক সংগঠন বা জুটা চিঠি দিল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে । পাশাপাশি অন্যান্য সংগঠনগুলি যারা ডিএ'র দাবি জানিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে ৷ সেই সব সংগঠনগুলোকেও বৃহত্তর আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে একটি খোলা চিঠি দিল জুটা (JUTA writes open letter) । এই চিঠিতে দাবি করা হয়েছে যে সরকারি ও সরকারি অনুমোদনপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মীদের মহার্ঘ ভাড়া প্রদানের বিষয় উদাসীন রাজ্য সরকার ।
এই বিষয় কলকাতা হাইকোর্টের রায়কেও অমান্য করা হচ্ছে । সময়ের সঙ্গে সঙ্গে রাজ্য ও কেন্দ্রর মধ্যে ডিএ'র অংকের ফারাক গিয়ে দাঁড়িয়েছে 35 শতাংশে । জুটার সাধারণ সম্পাদক পার্থপ্রতিম রায় বলেন, "একদশক আগে পর্যন্ত স্বীকৃতিটুকু ছিল । বর্তমান মুখ্যমন্ত্রী আমাদের এই দাবিকে ঘেউ ঘেউ বলেছেন । এই দাবি জানিয়ে আমাদের সহকর্মীদের পুলিশ দিয়ে পেটানো হয়েছে । এর থেকেই সরকারি এবং সরকার অনুমোদনপ্রাপ্ত কর্মীদের প্রতি মনোভাব বোঝা যায় ।"
তিনি আরও বলেন, "এমনকী 2019 সালে 'রোপায়' রাজ্য সরকার বেমালুম অস্বীকার করে দিল । বহু অবসরপ্রাপ্ত মানুষ এখন ডিএ না-পাওয়ার ফলে ওষুধের খরচ জোগাড় করতে হিমশিম খাচ্ছেন । এখন আবার সুপ্রিমকোর্টের হলফনামায় রাজ্য সরকার ডিএ দিতে হলে দেউলিয়া হতে হবে সেই কথা জানিয়েছেন । আমরা আবেদন করছি । দাবি করছি । কিন্তু সরকার মানছে না । তাই সরকারের তরফে আমরা যদি কোনও সুদুত্তর না-পাই তাহলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটা ছাড়া আমাদের আর কোনও উপায় থাকবে না । আর সেই জন্যেই অন্যান্য সংগঠন যারা এই একই দাবিতে সরব হয়েছে তাদেরও আহ্বান জানানো হয়েছে এই খোলা চিঠি দিয়ে ।" শিক্ষামন্ত্রীকে পাঠানো চিঠিতে যাদবপুর বিশ্ববিদ্যালয় চলতে থাকা আর্থিক সংকটের কথাও এই চিঠিতে তুলে ধরা হয়েছে ।
প্রসঙ্গত, সম্প্রতি রাজভবনে রাজ্যপালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন উপাচার্যরা। ওই অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে শিক্ষামন্ত্রী-সহ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সুরঞ্জন দাস জানিয়েছিলেন যে রাজ্য সরকারের তরফে সম্প্রতি ছয় কোটি টাকার সাহায্য দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়কে। এই বিষয় পার্থপ্রতিম রায় বলেন, "দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে অন্যতম নাম হল এই যাদবপুর বিশ্ববিদ্যালয় ৷ কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয় যদি এইভাবে আর্থিক সংকটের মধ্যে জুচতে থাকে ৷ তাহলে আমাদের আশঙ্কা অধ্যাপকরা ধীরে ধীরে উৎসাহ হারাতে থাকবেন এবং আমরা তাঁদের হারাতে পারি ।"
আরও পড়ুন: বকেয়া মহার্ঘভাতার দাবিতে উপাচার্যকে ডেপুটেশন যাদবপুরের অধ্যাপকদের