কলকাতা, 16 মার্চ : কখনও কারণ ছাড়াই সাসপেন্ড করছেন কোনও অধ্যাপককে, কখনও কোনও অধ্যাপককে সামাজিক বয়কট করার নিদান দিচ্ছেন, আবার কখনও স্বনামধন্য কোনও অধ্যাপককে পদত্যাগ করতে বলছেন। সবমিলিয়ে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বৈরতন্ত্র চালাচ্ছেন বলে অভিযোগ তুলে, তাঁর বিরুদ্ধে প্রতিবাদ ও নিন্দায় সরব হল যাদবপুর ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মহল ।
বিশ্বভারতীতে পড়ুয়া ও অধ্যাপকদের উপর একাধিকবার আক্রমণ করার অভিযোগ, বহুদিন ধরেই উঠছে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে । একের পর এক অধ্যাপক, পড়ুয়া, শিক্ষাকর্মীকে বরখাস্ত, সাসপেন্ড, শো-কজ করার ঘটনা ঘটেছে সাম্প্রতিককালে । যা নিয়ে গোটা রাজ্য জুড়ে বয়ে গেছে প্রতিবাদের ঝড় । সম্প্রতি এই রকম আরেকটি ঘটনাকে কেন্দ্র করে ফের প্রতিবাদে সোচ্চার হল যাদবপুর ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সংগঠন । গতকাল দুপুরেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন অরবিন্দ ভবনের গাড়ি বারান্দায় 30 মিনিট ধরে প্রতিবাদ সভা করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সংগঠন জুটা । সেখানে বিশ্ববিদ্যালয়ের বহু অধ্যাপক-অধ্যাপিকা অংশগ্রহণ করেছিলেন বলেও জানানো হয় সংগঠনের তরফে ।
জুটা-র সাধারণ সম্পাদক পার্থপ্রতিম রায় বলেন, "এক শতাব্দী আগে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমরা সবাই অবগত । রবীন্দ্রনাথ যেভাবে শিক্ষা এবং জ্ঞানের সীমানা সম্প্রসারণের জন্য সম্মিলিত, সমবায়, গণতান্ত্রিক প্রতিষ্ঠানের কল্পনা করেছিলেন, তা এমন এক স্বৈরাচারে পরিণত হয়েছে যেখানে মতবিরোধ নির্মমভাবে দমন করা হচ্ছে এবং যদি কেউ উপাচার্যের পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলতে সাহস করে, তাঁকে 'বিশ্বভারতী-বিরোধী', 'শিক্ষা বিরোধী' বা আরও খারাপ কিছু হিসেবে চিহ্নিত করা হচ্ছে। ইতিমধ্যেই কমপক্ষে পাঁচ শিক্ষক এবং শিক্ষাকর্মীকে বরখাস্ত করা হয়েছে, 25 এরও বেশি শিক্ষক, কর্মচারীকে সাসপেন্ড করা হয়েছে এবং শতাধিক ব্যক্তিকে শো-কজ নোটিশ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদেরও রেহাই দেওয়া হয়নি। বেশিরভাগ সাসপেনশন এবং শো-কজ বিনা কারণেই দেওয়া হয়েছে।"
আরও পড়ুন : অধ্যাপককে সামাজিক বয়কটের নিদান, বিশ্বভারতীর উপাচার্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের
আজ কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সংগঠন সিইউটিএ-র তরফেও নিন্দা জানানো হয়। সিইউটিএ-র সাধারণ সম্পাদক সাংখ্যায়ণ চৌধুরী একটি বিবৃতিতে বলেন, "বিশ্বভারতীর সাম্প্রতিক ঘটনাবলি সমগ্র দেশের উচ্চশিক্ষার উপর একটি অন্ধকার ছায়া ফেলেছে । কিছু প্রবীণ ও বিশিষ্ট অধ্যাপককে শো-কজ করা হয়েছে, কারণ তাঁরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের উন্নতির জন্য আওয়াজ তুলেছিলেন । উপাচার্য ফ্যাকাল্টিদের হুমকি দিয়েছেন এবং খুব সুপরিচিত ও সম্মানিত অধ্যাপকদের সামাজিক বয়কটের আহ্বান জানিয়েছেন । এই স্বেচ্ছাচারী ক্রিয়াকলাপের মাধ্যমে যে ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছে তা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটির আদর্শের সম্পূর্ণ বিরোধী এবং বিশ্বভারতীর শিক্ষার পরিবেশকে ধ্বংস করে দেবে।"