ETV Bharat / state

Panchayat Elections 2023: কালিয়াগঞ্জে পুলিশের গুলিতে মৃত্যু! প্রাথমিক রিপোর্ট গ্রহণ করল না আদালত

কলকাতা হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য পুলিশ। কালিয়াগঞ্জে পুলিশের গুলিতে মৃত্যুর ঘটনায় প্রাথমিক তদন্ত রিপোর্ট গ্রহণ করল না হাইকোর্ট।

author img

By

Published : Jun 22, 2023, 11:00 PM IST

Panchayat Elections 2023
প্রাথমিক রিপোর্ট গ্রহণ করল না আদালত

কলকাতা, 22 জুন: কালিয়াগঞ্জে পুলিশের গুলিতে মৃত্যুর ঘটনায় পুলিশের প্রাথমিক তদন্ত রিপোর্ট গ্রহণ করল না হাইকোর্ট। বিচারপতি রাজা শেখর মান্থার বক্তব্য, তদন্ত দ্রুত শেষ করতে হবে পুলিশকে। তারপরে সেই রিপোর্ট দেখেই আদালত পরবর্তী সিদ্ধান্ত নেবে। এই মামলায় তদন্ত রাজ্য পুলিশের হাত থেকে সিবিআইকে হস্তান্তরের আবেদন নিয়ে 6 জুলাই পরবর্তী শুনানির পর পদক্ষেপ করতে চায় আদালত জানিয়েছেন বিচারপতি।
একইসঙ্গে রাজ্য ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির থেকে বকেয়া থাকা রিপোর্ট দ্রুত আনানোর ব্যবস্থা করতে সরকারি কৌশলকে নির্দেশ দিয়েছেন বিচারপতি।

আগের শুনানিতে বিচারপতি মৃত মৃত্যুঞ্জয় বর্মনের দেহের ময়না তদন্তের রিপোর্ট, এফআইআরের কপি, ভিসেরা রিপোর্ট-সহ যাবতীয় নথি পরিবারকে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। তবে কালিয়াগঞ্জের নাবালিকা ধর্ষণ ও খুনের মামলার সঙ্গে এই ঘটনার যোগ আছে, নাকি মৃত্যুঞ্জয় বর্মনের নিহত হওয়ার ঘটনা একটি পৃথক বিষয় সংক্রান্ত বিষয়ে এখনো কোনও সিদ্ধান্তে আসেনি আদালত। কালিয়াগঞ্জের চাঁদগাও গ্রামে মৃত্যুঞ্জয় বর্মনের মৃত্যুর ঘটনায় দ্বিতীয় ময়নাতদন্তের নির্দেশ না-দিলেও 3 মে ম্যাজিস্ট্রেটকে অনুসন্ধানের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি মান্থা। সিআইডিকে অনুসন্ধান চালিয়ে যাওয়ার নির্দেশ দেন তিনি। তারই প্রাথমিক রিপোর্ট দিলেও এদিন তা গ্রহণ করলেন না বিচারপতি।

আরও পড়ুন: বিদেশে বসে থাকা প্রার্থীর নামে জমা মনোনয়নও গ্রাহ্য, তাজ্জব বিচারপতি অমৃতা সিনহা

এর আগে কালিয়াগঞ্জে পুলিশের গুলিতে মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের আর্জি জানিয়ে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলা দায়ের হয়। পাশাপাশি এই মামলায় মানবাধিকার কমিশনের তদন্তের আর্জিও জানানো হয়। প্রাথমিকভাবে পুলিশের গুলিতেই মৃত্যুঞ্জয় বর্মনের মৃত্যু হয়েছে বলে রাজ্য আদালতে স্বীকার করেছে। পুলিশ নিজের প্রাণ বাঁচাতে গুলি চালিয়েছিল সেই গুলি লেগে মৃত্যু হয় মৃত্যুঞ্জয়ের। তবে পুরোটাই তদন্ত সাপেক্ষ বলেও জানানো হয়। উল্লেখ্য, এক নাবালিকার ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তপ্ত কালিয়াঞ্জের চাঁদগা গ্রামে ফিরে বেঘোরে রাইফেলের গুলিতে প্রাণ হারান মৃত্যুঞ্জয় বর্মন। সিবিআই তদন্তের দাবিতে, হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল পরিবার।

কলকাতা, 22 জুন: কালিয়াগঞ্জে পুলিশের গুলিতে মৃত্যুর ঘটনায় পুলিশের প্রাথমিক তদন্ত রিপোর্ট গ্রহণ করল না হাইকোর্ট। বিচারপতি রাজা শেখর মান্থার বক্তব্য, তদন্ত দ্রুত শেষ করতে হবে পুলিশকে। তারপরে সেই রিপোর্ট দেখেই আদালত পরবর্তী সিদ্ধান্ত নেবে। এই মামলায় তদন্ত রাজ্য পুলিশের হাত থেকে সিবিআইকে হস্তান্তরের আবেদন নিয়ে 6 জুলাই পরবর্তী শুনানির পর পদক্ষেপ করতে চায় আদালত জানিয়েছেন বিচারপতি।
একইসঙ্গে রাজ্য ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির থেকে বকেয়া থাকা রিপোর্ট দ্রুত আনানোর ব্যবস্থা করতে সরকারি কৌশলকে নির্দেশ দিয়েছেন বিচারপতি।

আগের শুনানিতে বিচারপতি মৃত মৃত্যুঞ্জয় বর্মনের দেহের ময়না তদন্তের রিপোর্ট, এফআইআরের কপি, ভিসেরা রিপোর্ট-সহ যাবতীয় নথি পরিবারকে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। তবে কালিয়াগঞ্জের নাবালিকা ধর্ষণ ও খুনের মামলার সঙ্গে এই ঘটনার যোগ আছে, নাকি মৃত্যুঞ্জয় বর্মনের নিহত হওয়ার ঘটনা একটি পৃথক বিষয় সংক্রান্ত বিষয়ে এখনো কোনও সিদ্ধান্তে আসেনি আদালত। কালিয়াগঞ্জের চাঁদগাও গ্রামে মৃত্যুঞ্জয় বর্মনের মৃত্যুর ঘটনায় দ্বিতীয় ময়নাতদন্তের নির্দেশ না-দিলেও 3 মে ম্যাজিস্ট্রেটকে অনুসন্ধানের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি মান্থা। সিআইডিকে অনুসন্ধান চালিয়ে যাওয়ার নির্দেশ দেন তিনি। তারই প্রাথমিক রিপোর্ট দিলেও এদিন তা গ্রহণ করলেন না বিচারপতি।

আরও পড়ুন: বিদেশে বসে থাকা প্রার্থীর নামে জমা মনোনয়নও গ্রাহ্য, তাজ্জব বিচারপতি অমৃতা সিনহা

এর আগে কালিয়াগঞ্জে পুলিশের গুলিতে মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের আর্জি জানিয়ে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলা দায়ের হয়। পাশাপাশি এই মামলায় মানবাধিকার কমিশনের তদন্তের আর্জিও জানানো হয়। প্রাথমিকভাবে পুলিশের গুলিতেই মৃত্যুঞ্জয় বর্মনের মৃত্যু হয়েছে বলে রাজ্য আদালতে স্বীকার করেছে। পুলিশ নিজের প্রাণ বাঁচাতে গুলি চালিয়েছিল সেই গুলি লেগে মৃত্যু হয় মৃত্যুঞ্জয়ের। তবে পুরোটাই তদন্ত সাপেক্ষ বলেও জানানো হয়। উল্লেখ্য, এক নাবালিকার ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তপ্ত কালিয়াঞ্জের চাঁদগা গ্রামে ফিরে বেঘোরে রাইফেলের গুলিতে প্রাণ হারান মৃত্যুঞ্জয় বর্মন। সিবিআই তদন্তের দাবিতে, হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল পরিবার।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.