ETV Bharat / state

HC on Work Education Case: কর্মশিক্ষায় সুপার নিউমেরিক পদ তৈরি করে কীভাবে নিয়োগ, রাজ্যের হলফনামা তলব বিচারপতির - Calcutta High Court

কর্মশিক্ষায় সুপার নিউমেরিক পদ তৈরি করে নিয়োগ করা হবে (Work Education Case) ৷ বিজ্ঞপ্তি প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন ৷ কীভাবে এটা করা হল, রাজ্যের কাছে জানতে চাইলেন বিচারপতি বিশ্বজিৎ বসু (Justice Biswajit Basu) ৷

HC
HC
author img

By

Published : Nov 17, 2022, 2:53 PM IST

Updated : Nov 17, 2022, 4:26 PM IST

কলকাতা, 17 নভেম্বর: কর্মশিক্ষায় সুপার নিউমেরিক পদ তৈরি করে নিয়োগ করা হবে ৷ বিজ্ঞপ্তি প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন (SSC) ৷ কীভাবে এটা করা হল, রাজ্যের কাছে জানতে চাইলেন বিচারপতি বিশ্বজিৎ বসু (Justice Biswajit Basu) ৷ শুনানি শুরুতেই তিনি জানতে চান, "সুপার নিউমেরিক পোস্ট কীভাবে তৈরি করা হল ?"

মামলাকারীদের তরফে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, "19 মে 2022 একটি বিজ্ঞপ্তি করা হয়েছিল কমিশনের তরফে ৷ সেই বিজ্ঞপ্তি অনুযায়ী সুপার নিউমেরিক পোস্ট তৈরি করা হয়েছে চাকরি হারাদের চাকরি দেওয়ার জন্য । এটা নিয়ম বিরোধী ৷ এভাবে পোস্ট তৈরি করে চাকরি দেওয়া যায় না ৷"

এই লিস্ট কীভাবে করা হয়েছে জানতে চাইলেন বিচারপতি বিশ্বজিৎ বসু । তিনি স্কুল সার্ভিস কমিশনের কাছে জানতে চান যে এই ব্যাপারে রাজ্যের কোনও নির্দেশ ছিল কি না । যদিও রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, তাদের কোনও নির্দেশ ছিল না । কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) যে রায় দিয়েছিল তাকেই মান্যতা দিয়ে তালিকা তৈরি করতে বলা হয়েছিল কমিশনকে । স্কুল সার্ভিস কমিশন নিজে থেকে এই কাজ করেছে ।

বিচারপতি এদিন বলেন, "তাহলে রাজ্য সরকার এবং কমিশনের মধ্যে মতো পার্থক্য রয়েছে ।" কমিশনের আইনজীবীকে তিনি বলেন, "এর যুক্তি কী ? কীভাবে নিয়োগ করা হচ্ছে ?" তার কোনও জবাব কমিশন দিতে পারেনি ।

আইনজীবী বলেন, "কমিশন এই লিস্ট তুলে নিতে রাজি আছে ।" পালটা বিচারপতি বলেন, "রাজ্যের তরফে বলা হয়েছে এভাবে নিয়োগ করা যাবে না ৷ তাও তোমরা কীভাবে নিয়োগ করলে ?" এরপর কমিশনের উদ্দেশ্যে কড়া ভাষায় বিচারপতি বলেন, "তোমরা তাদের অন্য কোথাও নিয়োগ করতেই পার ৷ তবে তারা কখনও শিক্ষক হতে পারে না । এর থেকে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবেন ছাত্রছাত্রীরা ।"

তারপর বিচারপতি রাজ্য সরকারকে বলেন, "অবিলম্বে কমিশনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন ।" আগামিকাল সকাল সাড়ে দশটার মধ্যে পুরো বিষয়টি হলফনামা আকারে জমা দিতে হবে আদালতে । তারপরেই রায়দান হবে ।

আইনজীবী ফিরদৌস শামিম

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতিতে সিবিআই-এর তদন্তে অসন্তুষ্ট বিচারপতি গঙ্গোপাধ্য়ায়, সিটে রদবদলের নির্দেশ

কলকাতা, 17 নভেম্বর: কর্মশিক্ষায় সুপার নিউমেরিক পদ তৈরি করে নিয়োগ করা হবে ৷ বিজ্ঞপ্তি প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন (SSC) ৷ কীভাবে এটা করা হল, রাজ্যের কাছে জানতে চাইলেন বিচারপতি বিশ্বজিৎ বসু (Justice Biswajit Basu) ৷ শুনানি শুরুতেই তিনি জানতে চান, "সুপার নিউমেরিক পোস্ট কীভাবে তৈরি করা হল ?"

মামলাকারীদের তরফে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, "19 মে 2022 একটি বিজ্ঞপ্তি করা হয়েছিল কমিশনের তরফে ৷ সেই বিজ্ঞপ্তি অনুযায়ী সুপার নিউমেরিক পোস্ট তৈরি করা হয়েছে চাকরি হারাদের চাকরি দেওয়ার জন্য । এটা নিয়ম বিরোধী ৷ এভাবে পোস্ট তৈরি করে চাকরি দেওয়া যায় না ৷"

এই লিস্ট কীভাবে করা হয়েছে জানতে চাইলেন বিচারপতি বিশ্বজিৎ বসু । তিনি স্কুল সার্ভিস কমিশনের কাছে জানতে চান যে এই ব্যাপারে রাজ্যের কোনও নির্দেশ ছিল কি না । যদিও রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, তাদের কোনও নির্দেশ ছিল না । কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) যে রায় দিয়েছিল তাকেই মান্যতা দিয়ে তালিকা তৈরি করতে বলা হয়েছিল কমিশনকে । স্কুল সার্ভিস কমিশন নিজে থেকে এই কাজ করেছে ।

বিচারপতি এদিন বলেন, "তাহলে রাজ্য সরকার এবং কমিশনের মধ্যে মতো পার্থক্য রয়েছে ।" কমিশনের আইনজীবীকে তিনি বলেন, "এর যুক্তি কী ? কীভাবে নিয়োগ করা হচ্ছে ?" তার কোনও জবাব কমিশন দিতে পারেনি ।

আইনজীবী বলেন, "কমিশন এই লিস্ট তুলে নিতে রাজি আছে ।" পালটা বিচারপতি বলেন, "রাজ্যের তরফে বলা হয়েছে এভাবে নিয়োগ করা যাবে না ৷ তাও তোমরা কীভাবে নিয়োগ করলে ?" এরপর কমিশনের উদ্দেশ্যে কড়া ভাষায় বিচারপতি বলেন, "তোমরা তাদের অন্য কোথাও নিয়োগ করতেই পার ৷ তবে তারা কখনও শিক্ষক হতে পারে না । এর থেকে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবেন ছাত্রছাত্রীরা ।"

তারপর বিচারপতি রাজ্য সরকারকে বলেন, "অবিলম্বে কমিশনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন ।" আগামিকাল সকাল সাড়ে দশটার মধ্যে পুরো বিষয়টি হলফনামা আকারে জমা দিতে হবে আদালতে । তারপরেই রায়দান হবে ।

আইনজীবী ফিরদৌস শামিম

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতিতে সিবিআই-এর তদন্তে অসন্তুষ্ট বিচারপতি গঙ্গোপাধ্য়ায়, সিটে রদবদলের নির্দেশ

Last Updated : Nov 17, 2022, 4:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.