কলকাতা, 30 অগস্ট: অরুণাভ ঘোষকে নিয়ে ফের বিস্ফোরক বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay Comments about Arunava Ghosh) । মঙ্গলবার এজলাসে বসে তিনি বলেন, "আড়াই বছরে 95টি রায় দিয়েছি । তার মধ্যে দেড় বছর করোনা অতিমারিতে কোর্ট বন্ধ ছিল । অনেক ঘরে অর্ডার পড়ে থাকে । খোঁজ নিন ।"
কয়েকদিন আগে একটি মামলায় ভিডিয়োগ্রাফি করার অনুমতি দেওয়ার ব্যাপারে তিনি বলেন, "সেদিন ভিড়ের পিছন দিকে পেপার ওয়েট নিয়ে দাঁড়িয়েছিল । এই কারণে আমি সেদিন ভিডিয়ো করতে বলেছি । জ্যাঠামশাই (অরুণাভ ঘোষ) এসে বলে গেলেন, সেটাই শেষ কথা হয়ে গেল !" তিনি আরও বলেন, "কোনও মহিলা একা কোর্টে এসে বসে থাকলে তখন হয়তো তাঁদের মামলা শুনে চেষ্টা করি সারাদিন এজলাসে মহিলার বসে থাকা বন্ধ করতে । সেটা যদি এমন কোনও মহিলা বসে থাকেন, তখনই হয় । আর মামলা কোনটা আগে না পরে শুনব সেটার বাছাইয়ের এক্তিয়ার আমার আছে । আর সেটা করতে পারি ।"
আরও পড়ুন: দুর্নীতিকে সামনে এনেছি বলেই আমার বিরুদ্ধে চিঠি, তোপ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
তিনি এদিন অত্যন্ত ক্ষোভের সঙ্গে বলেন, "আমি না কি একটি বিশেষ রাজনৈতিক দলের বিরুদ্ধে মামলা নিয়ে মাতামাতি করি । আমি দুর্নীতি পেলে সেটা বন্ধ করার চেষ্টা করি ।"
একটি অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ হওয়ার ব্যাপারে তিনি জানান, নিউ সেক্রেটারিয়েটের অনুষ্ঠানের দিন মুখ্যমন্ত্রীর সঙ্গে সামনাসামনি হয়েছিলাম । আরও বিচারপতিরা সেখানে ছিলেন । উনি সামনে আসতে আমি হাত জোর করে বললাম, আমি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । উনি বললেন, "ওঃ, আপনিই অনেক অনেক কিছু করছেন । আপনি আপনার মত কাজ করুন ।" আমি বলি, "আমি কিছু কথা বলতে যদি পারতাম !" উনি বললেন, "এখন তো সুযোগ নেই, আপনি ভালো করছেন, আপনি আপনার মতো চালিয়ে যান ।"
এরপরেও দালালরা সব বকে যাচ্ছে । অর্থহীন সব । একটা মামলা নিয়ে আসতে বলুন । আমি আদালত অবমাননার নোটিশ করব যাঁরা প্রধান বিচারপতিকে দেওয়া চিঠিতে সাক্ষর করেছেন তাঁদের নামে ।