ETV Bharat / state

Justice Abhijit Gangopadhyay: সাক্ষাৎকারের তর্জমা ও সুপ্রিম কোর্টে পাঠানো রিপোর্ট চাইলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় - অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সাক্ষাৎকার

সুপ্রিম কোর্টে তাঁর সাক্ষাৎকারের যে তরজমা জমা দেওয়া হয়েছিল তার প্রতিলিপি ও হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল তাঁকে নিয়ে যে রিপোর্ট শীর্ষ আদালতে পাঠিয়েছিলেন তার কপি চেয়ে পাঠালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷

Etv Bharat
বিচারপতি গঙ্গোপাধ্যায়
author img

By

Published : Apr 28, 2023, 3:19 PM IST

Updated : Apr 28, 2023, 8:15 PM IST

কলকাতা, 28 এপ্রিল: একটি বেসরকারি সংবাদ চ্যানেলে বিচারাধীন মামলা নিয়ে সাক্ষাৎকার দেওয়ায় কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়োগ দুর্নীতির মামলা থেকে সরিয়ে দেওয়ায় নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ৷ শুক্রবার কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে এই নির্দেশ দিয়েছে দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ ৷

এবার সুপ্রিম কোর্টের এই নির্দেশের প্রেক্ষিতে, তাঁর বাংলা সাক্ষাৎকারের যে তরজমা শীর্ষ আদালতে পাঠানো হয়েছিল তার কপি চেয়ে পাঠালেন বিচারপতি গঙ্গোপাধ্যায় ৷ একই সঙ্গে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল তাঁকে নিয়ে যে রিপোর্ট শীর্ষ আদালতে পাঠিয়েছিলেন তার কপিও সুপ্রিম কোর্টের সেক্রেটারি জেনারেলের কাছ থেকে চেয়ে পাঠিয়েছেন তিনি ৷ এদিন রাত 12টা 15 এর মধ্যে এই রিপোর্টগুলি পাঠাতে বলা হয়েছে ৷ এই রিপোর্টের জন্য তিনি রাত সাড়ে 12টা পর্যন্ত হাইকোর্টে তাঁর চেম্বারে অপেক্ষা করবেন বলেও অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন ।

একই সঙ্গে এদিন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষকেও কটাক্ষ করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ এজলাসে বসে তিনি বলেন,"আমি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষকে প্রণাম জানাব ৷ তাঁর ভবিষ্যৎবাণীর জন্য । তিনি এতবড় ভবিষ্যৎদ্রষ্টা তা আমার জানা ছিল না ৷"

আরও পড়ুন: বিচারব্যবস্থায় পূর্ণ আস্থার কথা জানিয়ে সুপ্রিম রায়কে স্বাগত জানাল তৃণমূল

শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ তাঁকে নিয়োগ দুর্নীতি মামলা থেকে সরিয়ে দেওয়ার যে নির্দেশ দিয়েছে, সেই নির্দেশ প্রসঙ্গে এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, "সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ আমার রিপোর্ট ও রেজিস্টা্র জেনারেলের রিপোর্ট খতিয়ে দেখে আজকে একটা নির্দেশ দিয়েছে ওপেন কোর্টে । আমি জানি না উনি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি কি না । তবে তিনি ওই মামলা অন্য এজলাসে পাঠানোর জন্য বলেছেন । রায় না দেখলে বুঝতে পারব না, সব মামলা থেকেই আমাকে সরানো হয়েছে কি না ।"

উল্লেখ্য, কুন্তল ঘোষের চিঠির প্রসঙ্গে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের যে নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায় কেন্দ্রীয় এজেন্সিকে দিয়েছিলেন, সেই সংক্রান্ত সৌমেন নন্দী মামলায় সুপ্রিম কোর্ট এদিন এই নির্দেশ দেয় ৷ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে মামলা থেকে সরানোর এই নির্দেশ নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে ৷ যদিও বিচারপতি গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, এই ব্যাপারে নির্দেশের কপি না দেখে তিনি এখনই কিছু বলতে পারবেন না ।

কলকাতা, 28 এপ্রিল: একটি বেসরকারি সংবাদ চ্যানেলে বিচারাধীন মামলা নিয়ে সাক্ষাৎকার দেওয়ায় কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়োগ দুর্নীতির মামলা থেকে সরিয়ে দেওয়ায় নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ৷ শুক্রবার কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে এই নির্দেশ দিয়েছে দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ ৷

এবার সুপ্রিম কোর্টের এই নির্দেশের প্রেক্ষিতে, তাঁর বাংলা সাক্ষাৎকারের যে তরজমা শীর্ষ আদালতে পাঠানো হয়েছিল তার কপি চেয়ে পাঠালেন বিচারপতি গঙ্গোপাধ্যায় ৷ একই সঙ্গে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল তাঁকে নিয়ে যে রিপোর্ট শীর্ষ আদালতে পাঠিয়েছিলেন তার কপিও সুপ্রিম কোর্টের সেক্রেটারি জেনারেলের কাছ থেকে চেয়ে পাঠিয়েছেন তিনি ৷ এদিন রাত 12টা 15 এর মধ্যে এই রিপোর্টগুলি পাঠাতে বলা হয়েছে ৷ এই রিপোর্টের জন্য তিনি রাত সাড়ে 12টা পর্যন্ত হাইকোর্টে তাঁর চেম্বারে অপেক্ষা করবেন বলেও অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন ।

একই সঙ্গে এদিন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষকেও কটাক্ষ করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ এজলাসে বসে তিনি বলেন,"আমি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষকে প্রণাম জানাব ৷ তাঁর ভবিষ্যৎবাণীর জন্য । তিনি এতবড় ভবিষ্যৎদ্রষ্টা তা আমার জানা ছিল না ৷"

আরও পড়ুন: বিচারব্যবস্থায় পূর্ণ আস্থার কথা জানিয়ে সুপ্রিম রায়কে স্বাগত জানাল তৃণমূল

শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ তাঁকে নিয়োগ দুর্নীতি মামলা থেকে সরিয়ে দেওয়ার যে নির্দেশ দিয়েছে, সেই নির্দেশ প্রসঙ্গে এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, "সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ আমার রিপোর্ট ও রেজিস্টা্র জেনারেলের রিপোর্ট খতিয়ে দেখে আজকে একটা নির্দেশ দিয়েছে ওপেন কোর্টে । আমি জানি না উনি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি কি না । তবে তিনি ওই মামলা অন্য এজলাসে পাঠানোর জন্য বলেছেন । রায় না দেখলে বুঝতে পারব না, সব মামলা থেকেই আমাকে সরানো হয়েছে কি না ।"

উল্লেখ্য, কুন্তল ঘোষের চিঠির প্রসঙ্গে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের যে নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায় কেন্দ্রীয় এজেন্সিকে দিয়েছিলেন, সেই সংক্রান্ত সৌমেন নন্দী মামলায় সুপ্রিম কোর্ট এদিন এই নির্দেশ দেয় ৷ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে মামলা থেকে সরানোর এই নির্দেশ নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে ৷ যদিও বিচারপতি গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, এই ব্যাপারে নির্দেশের কপি না দেখে তিনি এখনই কিছু বলতে পারবেন না ।

Last Updated : Apr 28, 2023, 8:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.