কলকাতা, 13 জানুয়ারি: আদালতে (Calcutta High Court) চাকরি চাইতে এসে জরিমানার মুখে পড়লেন এক চাকরিপ্রার্থী ৷ রাজ্যে শিক্ষক নিয়োগে দুর্নীতির (Teacher Recruitment) অভিযোগ ওঠার পরে অনেক চাকরিপ্রার্থীই কলকাতা হাইকোর্টে মামলা করে দাবি করেন যে, "যোগ্যতা থাকা সত্ত্বেও তিনি বঞ্চিত হয়েছেন।" ববিতা সরকার, প্রিয়াঙ্কা সাউয়ের মতো চাকরিপ্রার্থীরা আদালতের নির্দেশে চাকরি পেয়েছেন। কিন্তু শুক্রবার চাকরির দাবি আদালতে এসে বিপদে পড়লেন প্রীতি নার্জিনারি ।
শুক্রবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে একটি মামলার শুনানি চলছিল। সেই সময় জলপাইগুড়ির বাসিন্দা প্রীতি নার্জিনারি দাবি করেন, প্রিয়াঙ্কার সাউ যে চাকরি পেয়েছেন তিনিও ওই চাকরির দাবিদার ৷ ন্যায্য চাকরির দাবি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। অপরদিকে, প্রীতি চাকরি করছেন একটি স্কুলে তা সত্ত্বেও ফের মামলায় যুক্ত হয়ে চাকরির আবেদন করেছেন ৷ আদালতকে এমন বিভ্রান্ত করার জন্য ওই প্রার্থীকে 50 হাজার টাকা জরিমানা করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
উল্লেখ্য, প্রীতি নার্জিনারি নামে এক প্রার্থী নবম-দশমে চাকরি করছেন। তা সত্ত্বেও একাদশ-দ্বাদশে চাকরি পাওয়ার আশায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে মামলায় যুক্ত হওয়ার আবেদন জানান তিনি। কিছুটা বিরক্ত হয়েই বিচারপতি মামলাটি গ্রহণ করেন। কিন্তু শোনার পর তাঁকে 50 হাজার টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
প্রীতি নার্জিনারি এদিন জানান, নম্বরের বিভাজন যা প্রকাশ করা হয়েছিল তাতে 2018 সালের নিয়োগে একাদশ-দ্বাদশে তাতে তার সুযোগ পাওয়ার কথা। কিন্তু তাঁকে সুযোগ দেওয়া হয়নি। তার থেকে কম নম্বর প্রাপ্তরা সুযোগ পেয়েছেন। 29/9/2022-এ টিভিতে সাক্ষাৎকার দেখে তিনি প্রিয়াঙ্কা সাউ নামের এক প্রার্থীর কথা জানতে পারেন যিনি চাকরি পেয়েছেন। তাঁকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একাদশ-দ্বাদশে চাকরির সুযোগ করে দিয়েছেন। সেই জন্য তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন।
আরও পড়ুন: নবম-দশমের ওএমআর শিট প্রকাশে সম্মানহানি, মামলা খারিজ করলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়
অন্যদিকে, স্কুল সার্ভিস কমিশন জানায় ওই প্রার্থীকে ইতিমধ্যে নবম-দশমে নিয়োগে চাকরি দেওয়া হয়েছে। তিনি এখন চাকরি করছেন। একথা জানার পর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রীতি নার্জিনারিকে বলেন, "তুমি ইতিমধ্যেই চাকরি করছ, তোমার একাদশ-দ্বাদশের নিয়োগের মামলায় কেন আবেদন করেছ ?" তাই বিরক্তি প্রকাশ করে চাকরিপ্রার্থীকে 50 হাজার টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি ৷ প্রীতি নার্জিনারিকে 21 দিনের মধ্যে স্কুল সার্ভিস কমিশনে এই টাকা জমা দেওয়ার নির্দেশ দেয় আদালত ।