কলকাতা, 11 জানুয়ারি: সুপ্রিম কোর্টে যাওয়া নিয়ে নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ বুধবার কলকাতায় একটি অনুষ্ঠানে গিয়ে তিনি বলেন,"আমার কাজ ও কথায় সমাজের একটা শ্রেণি বিপদে পড়ছে । যে কেউ মামলা করতে পারে ৷ আমাকে চাঁদ পেড়ে দাও বলতেই পারে ৷ যিনি শুনছেন তিনি ডিসাইড করবেন কী হবে ৷ সব ক্ষেত্রে আলো যেমন থাকে আঁধারও থাকে । সেরকম চাইলে বিচারপতিদের বিরুদ্ধে মামলা হতেই পারে । সুপ্রিম কোর্ট তা গ্রহণও করতে পারেন ।" তবে এখন এই বিষয় নিয়ে বিস্তারিত ভাবে মুখ না খুললেও আগামিদিনে তিনি এই নিয়ে কথা বলবেন বলেও জানালেন ।
অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এই বিষয় নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "বিচারপতিদের বিরুদ্ধে মামলা হতে পারে না এমন নয় । যদি কেউ এমন অপরাধ করে থাকেন তাহলে অবশ্যই মামলা হতে পারে । তবে বিচারপতিরা একটা কনস্টিটিউশনাল ইমিউনিটি পেয়ে থাকেন । সাধারণত, সেই ধরনের মামলা তাঁদের বিরুদ্ধে হতে পারে না । তবে অন্য ধরনের মামলা হতেই পারে । সুপ্রিম কোর্টে আগে কী মামলা হয়েছে জানি, তারপর যদি কিছু বলার থাকে বলব ।"
বিচারপতির অভিযোগ, "বহু মানুষ যারা কাজ করার চেষ্টা করেছেন তাদের টেনে নামানোর চেষ্টা হয়েছে । তাঁদের বিরুদ্ধে বিভিন্ন কাজ হয়েছে । তাঁদের বিরুদ্ধে প্রচুর প্রচার হয়েছে । বিধবা বিবাহ প্রচলনের সময় বিদ্যাসাগর মহাশয় নিজে শারীরিকভাবে নিগৃহীত হয়েছিলেন । তাঁকেও বাধার মুখে পড়তে হয়েছিল । এখনই এই মামলার বিষয়ে আমি কিছু বলব না । তবে এই বিষয়ে পরে বিশদে বলার ইচ্ছা আছে ।"
একইসঙ্গে কেন্দ্রীয় সংস্থার প্রভাবিত হওয়ার অভিযোগ প্রসঙ্গে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্য, " যাঁদের প্রভাবিত হওয়ার কথা বলা হচ্ছে তারাই সিদ্ধান্ত নেবেন প্রভাবিত হচ্ছেন কি না । একটা কথা বলার সঙ্গে সঙ্গে একটা এজেন্সি প্রভাবিত হয়ে যাবে এসব আষাঢ়ে গল্প । এমনটা হয় না । সময় তো পালটাচ্ছে । আগে এত চুরি জোচ্চুরি দেখেছেন ? চাকরি বিক্রি দেখেছেন ? এর আগেও তো কত মানুষ স্কুলে চাকরি পেয়েছেন । এখন টাকা নিয়ে চাকরি হচ্ছে । টাকা ছাড়া চাকরি পাওয়া যাচ্ছে না । এর বিরুদ্ধে আবার কিছু লোক কণ্ঠস্বর তুলছেন । টাকা নেওয়া যাবে না, চাকরি বিক্রি করা যাবে না । তার মধ্যে থেকে যদি এটাও (মানে মামলা) হয় হবে । আমাদের তো আপত্তি করার কিছু নেই ।"
প্রসঙ্গত, বুধবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি অমৃত সিনহার করা মন্তব্য নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । আদালতের বাইরে এবং ভিতরে করা মন্তব্যে যেন তদন্তকারী সংস্থা প্রভাবিত না হয় এমন দাবি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি । এবার তা নিয়েই খোলাখুলি প্রতিক্রিয়া দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ।
আরও পড়ুন :