কলকাতা, 12 মে: প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে সপরিবারে জেলবন্দি প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা তৃণমূল কংগ্রেসের বিধায়ক মানিক ভট্টাচার্য । এবার 2016 সালে প্রাথমিকে নিয়োগ নিয়ে আরও চাপে পড়লেন তিনি । কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় 2016 সালে চাকরি পাওয়া 42 হাজার 942 জন প্রাথমিক শিক্ষকের মধ্যে 36 হাজার শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছেন শুক্রবার ৷
পাশাপাশি আগামী তিন মাসের মধ্যে নতুন করে ইন্টারভিউ নেওয়ার নির্দেশ দিয়েছেন । এই নিয়োগ প্রক্রিয়ার যা খরচ হয়েছে, প্রাথমিক শিক্ষা পর্ষদ চাইলে মানিক ভট্টাচার্যর থেকে নিতে পারে । কারণ, তাঁর সভাপতিত্বেই এই নিয়োগ হয়েছিল । তাই সমস্ত দায় তাঁরই বলে সাফ বক্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ।
2016 সালের এই নিয়োগে একাধিক অভিযোগ উঠেছিল । তার মধ্যে মূল অভিযোগগুলি ছিল - প্রার্থীদের অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি, সংরক্ষণের তালিকা মানা হয়নি, অতিরিক্ত 5 শতাংশ প্যানেল তৈরি না করেই নিয়োগ করা হয় । এস বসু রায় ও কোম্পানিকে কোনোরকম টেন্ডার ছাড়াই ওএমআর সিট তৈরির দায়িত্ব দেওয়া হয়েছিল । এবং তার জন্য 10 লক্ষ টাকা অগ্রিম প্রদান করা হয় ।
এই সমস্ত অভিযোগ খতিয়ে দেখার জন্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রেসিডেন্সি জেল থেকে কলকাতা হাইকোর্টে ডেকে পাঠিয়েছিলেন মানিক ভট্টাচার্যকে । যদিও মানিক ভট্টাচার্য সমস্ত ব্যাপারেই আইন অনুয়ায়ী কাজ করেছিলেন বলে বিচারপতির প্রশ্নের উত্তরে জানিয়েছিলেন । কিন্তু এদিন রায় শোনানোর সময় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্পষ্ট বলেছেন, "এই নিয়োগের সময় যিনি প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি ছিলেন, সমস্ত দায় তাঁর । সেই জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদ চাইলে এই নিয়োগের সমস্ত খরচ তাঁর থেকে নিতে পারে ।"
মানিক ভট্টাচার্যর দু’টি পাসপোর্ট থাকার অভিযোগ রয়েছে । তাঁর লন্ডনে বাড়ি রয়েছে বলেও অভিযোগ উঠেছিল । যদিও এখনও তা প্রমাণিত হয়নি । পুরোটাই তদন্ত সাপেক্ষ । তবে নিয়োগ দুর্নীতির টাকা মানিক ভট্টাচার্য তাঁর ছেলের মাধ্যমে বিদেশে পাঠিয়েছেন বলে ইডি নিম্ন আদালতে জানিয়েছে । পাশাপাশি মানিক সপরিবারে বিশ্বের অর্ধেক দেশ ভ্রমণ করেছেন৷ কিন্তু সেই ভ্রমণের জন্য হওয়া খরচের কোনও হিসেব নেই বলে জানিয়েছে ইডি ।
এর আগে টেট উত্তীর্ণ প্রার্থীর টেটের নম্বর জানাতে বিলম্ব করায় মানিককে চার লক্ষ টাকা জরিমানা করেছিলেন বিচারপতি । নির্দেশে জানিয়েছিলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা না দিলে সেই টাকা মানিক ভট্টাচার্যর সম্পত্তি থেকে নিতে হবে ৷ তার পর শুক্রবার আবার তাঁর থেকেই নিয়োগের টাকা নেওয়ার পরামর্শ দিলেন বিচারপতি ৷
আরও পড়ুন: 36 হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের