ETV Bharat / state

Justice Gangopadhyay: দুর্নীতি মামলায় সিবিআই-ইডিকে নথি দেয়নি সিআইডি, রাজ্যকে 50 লক্ষ জরিমানা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের - বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

Justice Abhijit Gangopadhyay fines Bengal Govt: 50 কোটি টাকার আর্থিক দুর্নীতি মামলায় সিবিআই ও ইডিকে নথি হস্তান্তর করেনি সিআইডি ৷ তাতেই বিরক্ত কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজ্য সরকারকে 50 লক্ষ টাকা জরিমানা করলেন ৷

Justice Gangopadhyay
রাজ্যকে 50 লক্ষ টাকা জরিমানা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 15, 2023, 2:38 PM IST

Updated : Sep 15, 2023, 2:47 PM IST

কলকাতা, 15 সেপ্টেম্বর: 50 কোটি টাকার আর্থিক দুর্নীতিতে সিবিআই তদন্তের নির্দেশ কার্যকর হয়নি ৷ সিবিআই ও ইডি-র হাতে মামলার নথি হস্তান্তর করেনি সিআইডি । উলটে আগের নির্দেশ পুনর্বিবেচনার আবেদন করেছে সিআইডি । তাতেই চরম বিরক্ত কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজ্যকে 50 লক্ষ টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দিলেন । দুই সপ্তাহের মধ্যে এই অর্থ জমা করতে হবে রেজিস্ট্রার জেনারেলের কাছে ।

ক্ষুব্ধ বিচারপতির বক্তব্য, "গরিবের টাকা মেরে আপনারা ছেলেখেলা করছেন ? কারা এই টাকা নিয়েছে সিআইডি এতদিনেও জানে না । কিন্তু আমি জানি ।"

একইসঙ্গে আদালতের নির্দেশ, সিআইডি-র থেকে সিবিআই-এর হাতে তদন্তভার তিনদিনের মধ্যে স্থানান্তর করতে হবে । পরের তিন দিনের মধ্যে এই তদন্ত শুরু করবে সিবিআই । তদন্ত করবে ইডিও । যদি নির্দেশ কার্যকর না হয়, তাহলে স্বরাষ্ট্রসচিবকে তলব করা হবে । রেজিস্ট্রারকে নির্দেশ কার্যকরী করতে হবে বলে জানান বিচারপতি গঙ্গোপাধ্যায় ।

আরও পড়ুন: ফের প্রাথমিক নিয়োগে স্বজনপোষণের অভিযোগ, রিপোর্ট দিতে নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

আলিপুরদুয়ারের এক সমবায় গোষ্ঠীর অন্তত 50 কোটি টাকার আর্থিক দুর্নীতি মামলার তদন্তে গত 24 অগস্ট একযোগে সিবিআই এবং ইডিকে তদন্তে নামার নির্দেশ দেন বিচারপতি । কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চে এই নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । কিন্তু এতদিনেও সিআইডি নথি হস্তান্তর করেনি । কেন্দ্রীয় দুই এজেন্সিকে তদন্ত হাতবদল করতে নির্দেশ দিয়ে বিচারপতির পর্যবেক্ষণ, "প্রায় তিন বছর ধরে সিআইডি-র তদন্তের কী হাল, তার এটি একটি উদাহরণ হতে পারে । এত বড় আর্থিক দুর্নীতির অভিযোগ অথচ সিআইডি তিন বছর ধরে কোনও রাঘববোয়ালের হদিশ দিতে পারেনি । উলটে চুনোপুটিদের অভিযুক্ত করেছে ৷"

প্রায় 21 হাজার সদস্যের এই গোষ্ঠীতে গরিবদের থেকে টাকা তোলা হয়েছে, কিন্তু সেই টাকা কাদের ঋণ দেওয়া হয়েছে, তার কোনও তালিকা নেই । যাঁরা ঋণের নামে টাকা নিয়েছেন, তাঁরা সেই টাকা ফেরত দেননি বলে মনে করছে আদালত । আগামী দিনে কলকাতা হাইকোর্টের বেঞ্চে বসেই এই মামলা শুনবে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ ৷

কলকাতা, 15 সেপ্টেম্বর: 50 কোটি টাকার আর্থিক দুর্নীতিতে সিবিআই তদন্তের নির্দেশ কার্যকর হয়নি ৷ সিবিআই ও ইডি-র হাতে মামলার নথি হস্তান্তর করেনি সিআইডি । উলটে আগের নির্দেশ পুনর্বিবেচনার আবেদন করেছে সিআইডি । তাতেই চরম বিরক্ত কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজ্যকে 50 লক্ষ টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দিলেন । দুই সপ্তাহের মধ্যে এই অর্থ জমা করতে হবে রেজিস্ট্রার জেনারেলের কাছে ।

ক্ষুব্ধ বিচারপতির বক্তব্য, "গরিবের টাকা মেরে আপনারা ছেলেখেলা করছেন ? কারা এই টাকা নিয়েছে সিআইডি এতদিনেও জানে না । কিন্তু আমি জানি ।"

একইসঙ্গে আদালতের নির্দেশ, সিআইডি-র থেকে সিবিআই-এর হাতে তদন্তভার তিনদিনের মধ্যে স্থানান্তর করতে হবে । পরের তিন দিনের মধ্যে এই তদন্ত শুরু করবে সিবিআই । তদন্ত করবে ইডিও । যদি নির্দেশ কার্যকর না হয়, তাহলে স্বরাষ্ট্রসচিবকে তলব করা হবে । রেজিস্ট্রারকে নির্দেশ কার্যকরী করতে হবে বলে জানান বিচারপতি গঙ্গোপাধ্যায় ।

আরও পড়ুন: ফের প্রাথমিক নিয়োগে স্বজনপোষণের অভিযোগ, রিপোর্ট দিতে নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

আলিপুরদুয়ারের এক সমবায় গোষ্ঠীর অন্তত 50 কোটি টাকার আর্থিক দুর্নীতি মামলার তদন্তে গত 24 অগস্ট একযোগে সিবিআই এবং ইডিকে তদন্তে নামার নির্দেশ দেন বিচারপতি । কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চে এই নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । কিন্তু এতদিনেও সিআইডি নথি হস্তান্তর করেনি । কেন্দ্রীয় দুই এজেন্সিকে তদন্ত হাতবদল করতে নির্দেশ দিয়ে বিচারপতির পর্যবেক্ষণ, "প্রায় তিন বছর ধরে সিআইডি-র তদন্তের কী হাল, তার এটি একটি উদাহরণ হতে পারে । এত বড় আর্থিক দুর্নীতির অভিযোগ অথচ সিআইডি তিন বছর ধরে কোনও রাঘববোয়ালের হদিশ দিতে পারেনি । উলটে চুনোপুটিদের অভিযুক্ত করেছে ৷"

প্রায় 21 হাজার সদস্যের এই গোষ্ঠীতে গরিবদের থেকে টাকা তোলা হয়েছে, কিন্তু সেই টাকা কাদের ঋণ দেওয়া হয়েছে, তার কোনও তালিকা নেই । যাঁরা ঋণের নামে টাকা নিয়েছেন, তাঁরা সেই টাকা ফেরত দেননি বলে মনে করছে আদালত । আগামী দিনে কলকাতা হাইকোর্টের বেঞ্চে বসেই এই মামলা শুনবে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ ৷

Last Updated : Sep 15, 2023, 2:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.