ETV Bharat / state

Justice Abhijit Gangopadhyay: নবম শ্রেণি পাশ করে প্রাথমিকের শিক্ষক ! পৌরসভার ভাইস চেয়ারম্যানকে তলব বিচারপতির - ভাটপাড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান

নবম শ্রেণি পাশ করে প্রাথমিক স্কুলে শিক্ষকতা করেন ভাটপাড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান (Vice President of Bhatpara Municipality) দেবজ্যোতি ঘোষ (Debojyoti Ghosh) ৷ কীভাবে এমনটা সম্ভব হল, তা জানতে দেবজ্যোতিকে আদালতে তলব করলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় (Justice Abhijit Gangopadhyay) ৷

Justice Abhijit Gangopadhyay directs to present Vice President of Bhatpara Municipality at Calcutta High Court
Justice Abhijit Gangopadhyay: নবম শ্রেণি পাশ করে প্রাথমিকের শিক্ষক ! পৌরসভার ভাইস চেয়ারম্যানকে তলব বিচারপতির
author img

By

Published : Dec 14, 2022, 3:59 PM IST

কলকাতা, 14 ডিসেম্বর: তাঁর নিজেরই দাবি, তিনি নাকি নবম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন ৷ অথচ, সেই তিনিই আবার পৌরসভার ভাইস চেয়ারম্য়ানের দায়িত্ব পালন করার পাশাপাশি সামলাচ্ছেন প্রাথমিকের পঠনপাঠন ! অর্থাৎ, নবম শ্রেণি উত্তীর্ণ ওই ব্যক্তি শুধুমাত্র একজন নির্বাচিত জনপ্রতিনিধি নন, সেইসঙ্গে সরকারি প্রাথমিক স্কুলের শিক্ষকও ! যিনি নিজে মাধ্যমিক স্কুলের গণ্ডী পেরোননি, তিনি কীভাবে প্রাথমিকে শিক্ষকের চাকরি পেলেন, এবার সেই প্রশ্নই তুলল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) ৷ এর জন্য অভিযুক্ত জনপ্রতিনিধি তথা শিক্ষক মশাইকেই আদালতে হাজিরা দিয়ে নিজের বক্তব্য পেশ করার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় (Justice Abhijit Gangopadhyay) ৷ আগামী 16 ডিসেম্বর দুপুর 1টায় ভাটপাড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান (Vice President of Bhatpara Municipality) দেবজ্যোতি ঘোষকে (Debojyoti Ghosh) তাঁর এজলাসে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্য়ায় ৷

সংশ্লিষ্ট একটি মামলার প্রেক্ষিতে এই পদক্ষেপ করেছেন বিচারপতি গঙ্গোপাধ্য়ায় ৷ দেবজ্যোতি ঘোষের প্রাথমিক স্কুলে চাকরি করার বিষয়টি আদালতের গোচরে এনেছেন মামলাকারী কোয়না দে ৷ তিনি আদালতকে জানিয়েছেন, পাসপোর্টের নথি অনুসারে, দেবজ্যোতি অষ্টম অথবা নবম শ্রেণি উত্তীর্ণ ৷ এই নথি দেবজ্যোতির দেওয়া তথ্য়ের ভিত্তিতেই তৈরি করা হয়েছে ৷ তিনি একজন রাজনীতিকও বটে ৷ বর্তমানে ভাটপাড়া পৌরসভার ভাইস চেয়ারম্য়ান বা উপপৌরপ্রধান ৷ সেই তিনিই আবার প্রাথমিক স্কুলের শিক্ষক হিসাবে মাসে 17 হাজার টাকা করে বেতন পান ৷ কিন্তু, তাঁর যে শিক্ষাগত যোগ্যতা, তাতে কি আদৌ স্কুলের চাকরি তাঁর পাওয়ার কথা ?

আরও পড়ুন: 'ঢাকি সমেত বিসর্জন দিয়ে দেব', 2016-র পুরো প্যানেল বাতিলের হুঁশিয়ারি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

একই প্রশ্নের উত্তর জানতে চেয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়ও ৷ তাঁর স্পষ্ট নির্দেশ, আগামী 16 ডিসেম্বর দুপুর 1টায় দেবজ্যোতি যাতে আদালতে অবশ্যই এসে উপস্থিত হন, তা নিশ্চিত করতে হবে বারাকপুরের পুলিশ কমিশনারকে ৷ তাঁর নির্দেশে জগদ্দল থানার পুলিশ নির্দিষ্ট দিনে এবং নির্দিষ্ট সময় দেবজ্যোতি ঘোষের আদালতে হাজিরা নিশ্চিত করবে ৷

প্রসঙ্গত, প্রাথমিক শিক্ষক পদে চাকরি পেতে হলে আবেদনকারীকে ন্যূনতম উচ্চমাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় ৷ এরপর রয়েছে যোগ্যতা নির্ণয়ক পরীক্ষা ৷ তাতে পাশ করে প্যানেলভুক্ত হওয়ার পর হয় ইন্টারভিউ ৷ তাতে পাশ করতে পারলে তবেই মেলে নিয়োগ ৷

কলকাতা, 14 ডিসেম্বর: তাঁর নিজেরই দাবি, তিনি নাকি নবম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন ৷ অথচ, সেই তিনিই আবার পৌরসভার ভাইস চেয়ারম্য়ানের দায়িত্ব পালন করার পাশাপাশি সামলাচ্ছেন প্রাথমিকের পঠনপাঠন ! অর্থাৎ, নবম শ্রেণি উত্তীর্ণ ওই ব্যক্তি শুধুমাত্র একজন নির্বাচিত জনপ্রতিনিধি নন, সেইসঙ্গে সরকারি প্রাথমিক স্কুলের শিক্ষকও ! যিনি নিজে মাধ্যমিক স্কুলের গণ্ডী পেরোননি, তিনি কীভাবে প্রাথমিকে শিক্ষকের চাকরি পেলেন, এবার সেই প্রশ্নই তুলল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) ৷ এর জন্য অভিযুক্ত জনপ্রতিনিধি তথা শিক্ষক মশাইকেই আদালতে হাজিরা দিয়ে নিজের বক্তব্য পেশ করার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় (Justice Abhijit Gangopadhyay) ৷ আগামী 16 ডিসেম্বর দুপুর 1টায় ভাটপাড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান (Vice President of Bhatpara Municipality) দেবজ্যোতি ঘোষকে (Debojyoti Ghosh) তাঁর এজলাসে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্য়ায় ৷

সংশ্লিষ্ট একটি মামলার প্রেক্ষিতে এই পদক্ষেপ করেছেন বিচারপতি গঙ্গোপাধ্য়ায় ৷ দেবজ্যোতি ঘোষের প্রাথমিক স্কুলে চাকরি করার বিষয়টি আদালতের গোচরে এনেছেন মামলাকারী কোয়না দে ৷ তিনি আদালতকে জানিয়েছেন, পাসপোর্টের নথি অনুসারে, দেবজ্যোতি অষ্টম অথবা নবম শ্রেণি উত্তীর্ণ ৷ এই নথি দেবজ্যোতির দেওয়া তথ্য়ের ভিত্তিতেই তৈরি করা হয়েছে ৷ তিনি একজন রাজনীতিকও বটে ৷ বর্তমানে ভাটপাড়া পৌরসভার ভাইস চেয়ারম্য়ান বা উপপৌরপ্রধান ৷ সেই তিনিই আবার প্রাথমিক স্কুলের শিক্ষক হিসাবে মাসে 17 হাজার টাকা করে বেতন পান ৷ কিন্তু, তাঁর যে শিক্ষাগত যোগ্যতা, তাতে কি আদৌ স্কুলের চাকরি তাঁর পাওয়ার কথা ?

আরও পড়ুন: 'ঢাকি সমেত বিসর্জন দিয়ে দেব', 2016-র পুরো প্যানেল বাতিলের হুঁশিয়ারি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

একই প্রশ্নের উত্তর জানতে চেয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়ও ৷ তাঁর স্পষ্ট নির্দেশ, আগামী 16 ডিসেম্বর দুপুর 1টায় দেবজ্যোতি যাতে আদালতে অবশ্যই এসে উপস্থিত হন, তা নিশ্চিত করতে হবে বারাকপুরের পুলিশ কমিশনারকে ৷ তাঁর নির্দেশে জগদ্দল থানার পুলিশ নির্দিষ্ট দিনে এবং নির্দিষ্ট সময় দেবজ্যোতি ঘোষের আদালতে হাজিরা নিশ্চিত করবে ৷

প্রসঙ্গত, প্রাথমিক শিক্ষক পদে চাকরি পেতে হলে আবেদনকারীকে ন্যূনতম উচ্চমাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় ৷ এরপর রয়েছে যোগ্যতা নির্ণয়ক পরীক্ষা ৷ তাতে পাশ করে প্যানেলভুক্ত হওয়ার পর হয় ইন্টারভিউ ৷ তাতে পাশ করতে পারলে তবেই মেলে নিয়োগ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.