ETV Bharat / state

Primary Teacher Job Cancellation: প্রাথমিকে চাকরি বাতিলের নির্দেশে সংশোধন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের, কতজনের চাকরি গেল ? - Bengal Recruitment Scam

প্রাথমিকে চাকরি বাতিলের নির্দেশে সংশোধন করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ বর্তমান রায়ে চাকরি হারানো প্রাথমিকের শিক্ষকের সংখ্যা কিছুটা কমেছে ৷

Primary Teacher Job cancellation
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়
author img

By

Published : May 16, 2023, 1:24 PM IST

Updated : May 16, 2023, 1:34 PM IST

কলকাতা, 16 মে: 36 হাজার প্রাথমিক শিক্ষককে চাকরি থেকে বরখাস্তের নির্দেশে সংশোধন করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । তিনি জানান, সংখ্যাটা 36 হাজার নয়, 32 হাজারের কাছাকাছি হবে ।

মামলাকারীদের আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারির হিসাবে 36 হাজার নয়, প্রায় কমবেশি 32 হাজার প্রাথমিকের শিক্ষক অপ্রশিক্ষিত । বিচারপতি গঙ্গোপাধ্যায় তাঁর নির্দেশের আগের সংখ্যার সংশোধন করেছেন । অন্যদিকে, শতাধিক চাকরিহারা পার্শ্বশিক্ষক তাঁদের বিষয়টি বিবেচনা করার জন্য কাতর আবেদন করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে ৷ তাঁদের বক্তব্য, এই নিয়োগে তাঁদের জন্য 10% সংরক্ষণ ছিল । তাঁরা এক-একজন 10-12 বছর পার্শ্বশিক্ষক হিসাবে চাকরি করার পর স্থায়ী শিক্ষক হয়েছিলেন ।

যদিও জবাবে বিচারপতি গঙ্গোপাধ্যায় তাঁদের স্পষ্ট জানালেন যে, তাঁর এ ব্যাপারে কিছু করার নেই । তাঁরা চাইলে ডিভিশন বেঞ্চে আপিল করতে পারেন বলে জানিয়েছেন বিচারপতি । মঙ্গলবার এই নিয়ে ক্ষোভ প্রকাশ করে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেছেন, "মুড়ি-মুড়কির মতো চাকরি বিক্রি হয়েছে । এখন শাক দিয়ে মাছ ঢাকতে চাইলে হবে ?"

উল্লেখ্য, 2016 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগে একাধিক অনিয়মের অভিযোগে 36 হাজার শিক্ষককে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । অভিযোগ ছিল, ওই প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি, সংরক্ষণের নিয়ম মানা হয়নি । পাশাপাশি অনেকের প্রশিক্ষণও ছিল না ।

সেই জন্য বিচারপতি 36 হাজার কর্মরতকে চাকরি থেকে বরখাস্ত করে প্রাথমিক শিক্ষা পর্ষদকে আগামী তিন মাসের মধ্যে ফের নতুন করে নিয়োগের ইন্টারভিউ নিতে নির্দেশ দিয়েছিলেন । ইন্টারভিউ প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করারও নির্দেশ দেন তিনি । পাশাপাশি যাঁদের চাকরি গিয়েছে, তাঁরাও নতুন নিয়োগের ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন বলে তিনি জানিয়েছিলেন ।

এই নির্দেশের বিরুদ্ধে আজ কয়েকশো পার্শ্বশিক্ষক বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দ্বারস্থ হয়ে আবেদন জানান যেন তাঁদের বিষয়টি আলাদা করে বিবেচনা করা হয় । কিন্তু তাতে ফল হয়নি ৷ বিচারপতির নির্দেশের কোপ তাঁদের উপরও পড়ছে । বিচারপতি গঙ্গোপাধ্যায় এ দিন তাঁদের কথা শুনতে চাননি ।

আরও পড়ুন: 36 হাজার নিয়োগ বাতিলের রায় সরকার বিরোধী জনমত তৈরি করতে পারে, মত বিশেষজ্ঞদের

কলকাতা, 16 মে: 36 হাজার প্রাথমিক শিক্ষককে চাকরি থেকে বরখাস্তের নির্দেশে সংশোধন করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । তিনি জানান, সংখ্যাটা 36 হাজার নয়, 32 হাজারের কাছাকাছি হবে ।

মামলাকারীদের আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারির হিসাবে 36 হাজার নয়, প্রায় কমবেশি 32 হাজার প্রাথমিকের শিক্ষক অপ্রশিক্ষিত । বিচারপতি গঙ্গোপাধ্যায় তাঁর নির্দেশের আগের সংখ্যার সংশোধন করেছেন । অন্যদিকে, শতাধিক চাকরিহারা পার্শ্বশিক্ষক তাঁদের বিষয়টি বিবেচনা করার জন্য কাতর আবেদন করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে ৷ তাঁদের বক্তব্য, এই নিয়োগে তাঁদের জন্য 10% সংরক্ষণ ছিল । তাঁরা এক-একজন 10-12 বছর পার্শ্বশিক্ষক হিসাবে চাকরি করার পর স্থায়ী শিক্ষক হয়েছিলেন ।

যদিও জবাবে বিচারপতি গঙ্গোপাধ্যায় তাঁদের স্পষ্ট জানালেন যে, তাঁর এ ব্যাপারে কিছু করার নেই । তাঁরা চাইলে ডিভিশন বেঞ্চে আপিল করতে পারেন বলে জানিয়েছেন বিচারপতি । মঙ্গলবার এই নিয়ে ক্ষোভ প্রকাশ করে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেছেন, "মুড়ি-মুড়কির মতো চাকরি বিক্রি হয়েছে । এখন শাক দিয়ে মাছ ঢাকতে চাইলে হবে ?"

উল্লেখ্য, 2016 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগে একাধিক অনিয়মের অভিযোগে 36 হাজার শিক্ষককে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । অভিযোগ ছিল, ওই প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি, সংরক্ষণের নিয়ম মানা হয়নি । পাশাপাশি অনেকের প্রশিক্ষণও ছিল না ।

সেই জন্য বিচারপতি 36 হাজার কর্মরতকে চাকরি থেকে বরখাস্ত করে প্রাথমিক শিক্ষা পর্ষদকে আগামী তিন মাসের মধ্যে ফের নতুন করে নিয়োগের ইন্টারভিউ নিতে নির্দেশ দিয়েছিলেন । ইন্টারভিউ প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করারও নির্দেশ দেন তিনি । পাশাপাশি যাঁদের চাকরি গিয়েছে, তাঁরাও নতুন নিয়োগের ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন বলে তিনি জানিয়েছিলেন ।

এই নির্দেশের বিরুদ্ধে আজ কয়েকশো পার্শ্বশিক্ষক বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দ্বারস্থ হয়ে আবেদন জানান যেন তাঁদের বিষয়টি আলাদা করে বিবেচনা করা হয় । কিন্তু তাতে ফল হয়নি ৷ বিচারপতির নির্দেশের কোপ তাঁদের উপরও পড়ছে । বিচারপতি গঙ্গোপাধ্যায় এ দিন তাঁদের কথা শুনতে চাননি ।

আরও পড়ুন: 36 হাজার নিয়োগ বাতিলের রায় সরকার বিরোধী জনমত তৈরি করতে পারে, মত বিশেষজ্ঞদের

Last Updated : May 16, 2023, 1:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.