ETV Bharat / state

কাশ্মীরি পড়ুয়াদের হস্টেলের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত যাদবপুরের

370 ধারা তুলে দেওয়ার পর থমথমে উপত্যকা । জম্মু ও কাশ্মীরের নাগরিকদের বিশেষ করে পড়ুয়াদের নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করতে রাজ্যগুলিকে বার্তা দিয়েছে কেন্দ্র ৷ এই অবস্থায় জম্মু ও কাশ্মীর থেকে আসা পড়ুয়াদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিল যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানাচ্ছে, কাশ্মীরি পড়ুয়াদের হস্টেলে অগ্রাধিকার দেওয়া হবে ।

ফাইল ছবি
author img

By

Published : Aug 6, 2019, 10:08 PM IST

কলকাতা, 6 অগাস্ট : 370 ধারা তুলে দেওয়ার পর থমথমে উপত্যকা । জম্মু ও কাশ্মীরের নাগরিকদের বিশেষ করে পড়ুয়াদের নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করতে রাজ্যগুলিকে বার্তা দিয়েছে কেন্দ্র ৷ এই অবস্থায় জম্মু ও কাশ্মীর থেকে আসা পড়ুয়াদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিল যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । সাধারণত, হস্টেল দেওয়ায় ক্ষেত্রে পড়ুয়াদের অর্থনৈতিক অবস্থা, দূরত্বের মতো বেশ কিছু মানদণ্ড রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে । কিন্তু, বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে জম্মু ও কাশ্মীরের পড়ুয়াদের ক্ষেত্রে এই নিয়ম শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের হস্টেল কমিটি । বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানাচ্ছে, কাশ্মীরি পড়ুয়াদের হস্টেলে অগ্রাধিকার দেওয়া হবে ।

প্রতি বছরই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে চার-পাঁচজন পড়ুয়া আসেন কাশ্মীর থেকে । যদিও গত বছরের তুলনায় এই বছর বেশি কাশ্মীরি পড়ুয়া এসেছেন । প্রায় 18 জন । তাঁদের প্রত্যেকেরই হস্টেলে থাকার ব্যবস্থা করা হবে বলে জানাচ্ছেন রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু । তিনি বলেন, "আমাদের এখানে প্রতি বছরই কাশ্মীর থেকে ছাত্রছাত্রীরা আসে । বাইরের বিভিন্ন রাজ্য থেকে পড়ুয়ারা আসে । তাঁরা সাধারণত প্রাইম মিনিস্টার স্পেশাল স্কলারশিপ (PMSS) স্কিমের অধীনে ভরতি হয় । এই বছর স্নাতকে 10-12 জন ভরতি হয়েছে । আর অনেকেই যাঁরা ভরতি হতে পারে না তাঁরা সেকেন্ড ইয়ারে ল্যাটারাল এন্ট্রি নিয়ে ভরতি হয়, সেখানে 3-4 জন ভরতি হয়েছে । আমাদের তো বিদেশি পড়ুয়াদের জন্য আলাদা থাকার ব্যবস্থা আছে । সেখানে তাঁরা থাকে । কিন্তু, সেখানে যেহেতু লিমিটেড সিট তাই সবাই হয়ত সবসময় সিট পায় না । কখনও কখনও তাঁদের বাইরেও থাকতে হয় । কিন্তু, এখন যেহেতু একটা এমারজেন্সি সিচুয়েশন, টাকাপয়সার ব্যবস্থা তারা করতে পারছে না, মানি ট্রান্সফার করতে পারছে না ৷ সেই কারণে আমরা বিশেষভাবে নির্দেশিকা দিয়েছি, যাতে তাদের বিশেষভাবে প্রথম প্রায়োরিটি দিয়ে হস্টেলে নিয়ে নেওয়া হয় ।"

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসুর বক্তব্য

জম্মু ও কাশ্মীর থেকে আসা পড়ুয়াদের হস্টেলের ক্ষেত্রে এই অগ্রাধিকার দেওয়া নিয়ে রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু আরও বলেন, "গতকাল দু'একজনকে ভরতি করা হয়েছে । তারা বাইরে পারছে না । তাদের এমারজেন্সি বেসিসে হস্টেলে নেওয়া হয়েছে । সাধারণত সিট পাওয়ার ক্ষেত্রে যোগ্যতাটা দেখা হয়, আর দূরত্ব তো আছে যেহেতু এরা বাইরে থেকে আসছে । কিন্তু এই বছর মূলত তাঁদের ক্ষেত্রে যেভাবেই হোক অ্যালটমেন্ট দিয়ে দিচ্ছি । যাতে ওদের কোনওরকম অসুবিধা না হয় টাকা পয়সার ব্যাপারে । এবার আমরা চেষ্টা করছি কাশ্মীরের ছাত্রদের সহানুভূতির সঙ্গে দেখতে ৷"

জম্মু ও কাশ্মীরের থেকে আসা পড়ুয়াদের নিরাপত্তার বিষয়ে কী কোনও নতুন পদক্ষেপ বা ব্যবস্থা নিচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ? স্নেহমঞ্জু বসু বলেন, "সব হস্টেলেই যতদূর সম্ভব আমরা ইন্টার্নাল সিকিউরিটি দিয়ে থাকি । আমাদের ফরেন স্টুডেন্টদের যে হস্টেলটা আছে তাদের জন্য আমাদের সিকিউরিটি দেওয়া আছে । আসলে এই ইশু নিয়ে এখানে তো কোনও রকম ঘটনা ঘটেনি । তাই আলাদা সিকিউরিটির কথা আমরা কিছু ভাবিনি । আর আমরা ওভারঅল দেখছি ।"

স্বাভাবিকভাবেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই পদক্ষেপকে স্বাগত জানাচ্ছেন কাশ্মীর থেকে আসা পড়ুয়ারা । কাশ্মীর থেকে আসা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের স্নাতকের থার্ড ইয়ারের পড়ুয়া ফারদিন খুরশিদ ভাট এ বিষয়ে বলেন, "কাশ্মীর থেকে এখন নতুন কিছু পড়ুয়া আসার কথা ছিল । তাঁদের এখানে থাকার সমস্যা হতে পারত । কারণ, তাঁরা সম্পূর্ণ নতুন একটা জায়গায় আসছিল । এখানকার আবহাওয়া, খাবার, ভাষা সবই নতুন তাঁদের জন্য । আমার মনে হয় তার উপর তাঁরা ভয় পেয়ে আছেন । কারণ, কাশ্মীরের পরিস্থিতি এখন খারাপ‌ । আর আমরা প্রায় দেখি কাশ্মীরের যে পরিস্থিতি হয় তার প্রভাব কাশ্মীরের বাইরে যাঁরা থাকেন তাঁদের উপর পড়ে । সেই হিসাবে আমার মনে হয় বিশ্ববিদ্যালয় একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে । আমি যা শুনলাম, কাশ্মীর থেকে যে সব পড়ুয়ার আসছেন তাঁরা হস্টেলের সুবিধা পাবেন । "

তাঁদের কথায় কাশ্মীরে থাকা পরিবারের লোকজনদের জন্য দুঃশ্চিন্তা বেশি উঠে এসেছে । ইতিহাসের স্নাতকের থার্ড ইয়ারের পড়ুয়া ফারদিন খুরশিদ ভাটের বাড়ি সাউথ কাশ্মীরে । সেখানে তাঁর বাবা-মা ও তিন বোন রয়েছে । দু'দিন আগে শেষ তাঁদের সঙ্গে কথা বলতে পেরেছিলেন ফারদিন । কাশ্মীরের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে ফারদিন বলেন, "এখন কাশ্মীরের অবস্থা কী তা আমি জানি না । এটাই সবথেকে বড় সমস্যা । কারও সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না ৷ দু'দিন আগে ঘরের লোকজনদের সঙ্গে কথা হয়েছে, তখন মা বলছিলেন এরকম হতে পারে । কিন্তু, ওরা খাবার মজুত করে রেখেছিলেন কি না, বাকি প্রয়োজনের জিনিস রেখেছিলেন কি না আমি জানি না । এটাই প্রধান সমস্যা যে আমরা আমাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারছি না । আমার মন এখন এখানে নেই । আমার মন এখন কাশ্মীরে পরিবারের লোকজনদের কাছে ।" তবে, বাড়ির লোকদের জন্য দুঃশ্চিন্তা থাকলেও কলকাতায় নিজের নিরাপত্তা নিয়ে কোনও চিন্তা করছেন না ফারদিন । কলকাতাকে নিজের জন্য সুরক্ষিত বলেই মনে করছেন তিনি ।

কলকাতা, 6 অগাস্ট : 370 ধারা তুলে দেওয়ার পর থমথমে উপত্যকা । জম্মু ও কাশ্মীরের নাগরিকদের বিশেষ করে পড়ুয়াদের নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করতে রাজ্যগুলিকে বার্তা দিয়েছে কেন্দ্র ৷ এই অবস্থায় জম্মু ও কাশ্মীর থেকে আসা পড়ুয়াদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিল যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । সাধারণত, হস্টেল দেওয়ায় ক্ষেত্রে পড়ুয়াদের অর্থনৈতিক অবস্থা, দূরত্বের মতো বেশ কিছু মানদণ্ড রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে । কিন্তু, বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে জম্মু ও কাশ্মীরের পড়ুয়াদের ক্ষেত্রে এই নিয়ম শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের হস্টেল কমিটি । বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানাচ্ছে, কাশ্মীরি পড়ুয়াদের হস্টেলে অগ্রাধিকার দেওয়া হবে ।

প্রতি বছরই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে চার-পাঁচজন পড়ুয়া আসেন কাশ্মীর থেকে । যদিও গত বছরের তুলনায় এই বছর বেশি কাশ্মীরি পড়ুয়া এসেছেন । প্রায় 18 জন । তাঁদের প্রত্যেকেরই হস্টেলে থাকার ব্যবস্থা করা হবে বলে জানাচ্ছেন রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু । তিনি বলেন, "আমাদের এখানে প্রতি বছরই কাশ্মীর থেকে ছাত্রছাত্রীরা আসে । বাইরের বিভিন্ন রাজ্য থেকে পড়ুয়ারা আসে । তাঁরা সাধারণত প্রাইম মিনিস্টার স্পেশাল স্কলারশিপ (PMSS) স্কিমের অধীনে ভরতি হয় । এই বছর স্নাতকে 10-12 জন ভরতি হয়েছে । আর অনেকেই যাঁরা ভরতি হতে পারে না তাঁরা সেকেন্ড ইয়ারে ল্যাটারাল এন্ট্রি নিয়ে ভরতি হয়, সেখানে 3-4 জন ভরতি হয়েছে । আমাদের তো বিদেশি পড়ুয়াদের জন্য আলাদা থাকার ব্যবস্থা আছে । সেখানে তাঁরা থাকে । কিন্তু, সেখানে যেহেতু লিমিটেড সিট তাই সবাই হয়ত সবসময় সিট পায় না । কখনও কখনও তাঁদের বাইরেও থাকতে হয় । কিন্তু, এখন যেহেতু একটা এমারজেন্সি সিচুয়েশন, টাকাপয়সার ব্যবস্থা তারা করতে পারছে না, মানি ট্রান্সফার করতে পারছে না ৷ সেই কারণে আমরা বিশেষভাবে নির্দেশিকা দিয়েছি, যাতে তাদের বিশেষভাবে প্রথম প্রায়োরিটি দিয়ে হস্টেলে নিয়ে নেওয়া হয় ।"

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসুর বক্তব্য

জম্মু ও কাশ্মীর থেকে আসা পড়ুয়াদের হস্টেলের ক্ষেত্রে এই অগ্রাধিকার দেওয়া নিয়ে রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু আরও বলেন, "গতকাল দু'একজনকে ভরতি করা হয়েছে । তারা বাইরে পারছে না । তাদের এমারজেন্সি বেসিসে হস্টেলে নেওয়া হয়েছে । সাধারণত সিট পাওয়ার ক্ষেত্রে যোগ্যতাটা দেখা হয়, আর দূরত্ব তো আছে যেহেতু এরা বাইরে থেকে আসছে । কিন্তু এই বছর মূলত তাঁদের ক্ষেত্রে যেভাবেই হোক অ্যালটমেন্ট দিয়ে দিচ্ছি । যাতে ওদের কোনওরকম অসুবিধা না হয় টাকা পয়সার ব্যাপারে । এবার আমরা চেষ্টা করছি কাশ্মীরের ছাত্রদের সহানুভূতির সঙ্গে দেখতে ৷"

জম্মু ও কাশ্মীরের থেকে আসা পড়ুয়াদের নিরাপত্তার বিষয়ে কী কোনও নতুন পদক্ষেপ বা ব্যবস্থা নিচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ? স্নেহমঞ্জু বসু বলেন, "সব হস্টেলেই যতদূর সম্ভব আমরা ইন্টার্নাল সিকিউরিটি দিয়ে থাকি । আমাদের ফরেন স্টুডেন্টদের যে হস্টেলটা আছে তাদের জন্য আমাদের সিকিউরিটি দেওয়া আছে । আসলে এই ইশু নিয়ে এখানে তো কোনও রকম ঘটনা ঘটেনি । তাই আলাদা সিকিউরিটির কথা আমরা কিছু ভাবিনি । আর আমরা ওভারঅল দেখছি ।"

স্বাভাবিকভাবেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই পদক্ষেপকে স্বাগত জানাচ্ছেন কাশ্মীর থেকে আসা পড়ুয়ারা । কাশ্মীর থেকে আসা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের স্নাতকের থার্ড ইয়ারের পড়ুয়া ফারদিন খুরশিদ ভাট এ বিষয়ে বলেন, "কাশ্মীর থেকে এখন নতুন কিছু পড়ুয়া আসার কথা ছিল । তাঁদের এখানে থাকার সমস্যা হতে পারত । কারণ, তাঁরা সম্পূর্ণ নতুন একটা জায়গায় আসছিল । এখানকার আবহাওয়া, খাবার, ভাষা সবই নতুন তাঁদের জন্য । আমার মনে হয় তার উপর তাঁরা ভয় পেয়ে আছেন । কারণ, কাশ্মীরের পরিস্থিতি এখন খারাপ‌ । আর আমরা প্রায় দেখি কাশ্মীরের যে পরিস্থিতি হয় তার প্রভাব কাশ্মীরের বাইরে যাঁরা থাকেন তাঁদের উপর পড়ে । সেই হিসাবে আমার মনে হয় বিশ্ববিদ্যালয় একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে । আমি যা শুনলাম, কাশ্মীর থেকে যে সব পড়ুয়ার আসছেন তাঁরা হস্টেলের সুবিধা পাবেন । "

তাঁদের কথায় কাশ্মীরে থাকা পরিবারের লোকজনদের জন্য দুঃশ্চিন্তা বেশি উঠে এসেছে । ইতিহাসের স্নাতকের থার্ড ইয়ারের পড়ুয়া ফারদিন খুরশিদ ভাটের বাড়ি সাউথ কাশ্মীরে । সেখানে তাঁর বাবা-মা ও তিন বোন রয়েছে । দু'দিন আগে শেষ তাঁদের সঙ্গে কথা বলতে পেরেছিলেন ফারদিন । কাশ্মীরের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে ফারদিন বলেন, "এখন কাশ্মীরের অবস্থা কী তা আমি জানি না । এটাই সবথেকে বড় সমস্যা । কারও সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না ৷ দু'দিন আগে ঘরের লোকজনদের সঙ্গে কথা হয়েছে, তখন মা বলছিলেন এরকম হতে পারে । কিন্তু, ওরা খাবার মজুত করে রেখেছিলেন কি না, বাকি প্রয়োজনের জিনিস রেখেছিলেন কি না আমি জানি না । এটাই প্রধান সমস্যা যে আমরা আমাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারছি না । আমার মন এখন এখানে নেই । আমার মন এখন কাশ্মীরে পরিবারের লোকজনদের কাছে ।" তবে, বাড়ির লোকদের জন্য দুঃশ্চিন্তা থাকলেও কলকাতায় নিজের নিরাপত্তা নিয়ে কোনও চিন্তা করছেন না ফারদিন । কলকাতাকে নিজের জন্য সুরক্ষিত বলেই মনে করছেন তিনি ।

Intro:কলকাতা, 6 অগাস্ট: 370 ধারা তুলে দেওয়ার পর থমথমে উপত‍্যকা। কারফিউয়ের জেরে কার্যত গৃহবন্দী জম্মু ও কাশ্মীরের মানুষ। সেই পরিস্থিতিকে মাথায় রেখে জম্মু ও কাশ্মীর থেকে আসা পড়ুয়াদের পাশে দাড়ানোর সিদ্ধান্ত নিল যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সাধারণত, হস্টেল দেওয়ায় ক্ষেত্রে পড়ুয়াদের অর্থনৈতিক অবস্থা, দূরত্বের মতো বেশ কিছু মাণদণ্ড রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। কিন্তু, বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে জম্মু ও কাশ্মীরের পড়ুয়াদের ক্ষেত্রে এই নিয়ম শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের হস্টেল কমিটির। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানাচ্ছেন, কাশ্মীরী পড়ুয়াদের হস্টেলে অগ্রাধিকার দেওয়া হবে।


Body:প্রতি বছরই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে চার-পাঁচজন পড়ুয়া আসেন কাশ্মীর থেকে। যদিও গত বছরের তুলনায় এই বছর বেশি কাশ্মীরী পড়ুয়া এসেছেন। প্রায় 18 জন। তাঁদের প্রত‍্যেকেরই হস্টেলে থাকার ব‍্যবস্থা করা হবে বলে জানাচ্ছেন রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু। তিনি বলেন, "আমাদের এখানে প্রতি বছরই কাশ্মীর থেকে স্টুডেন্ট আসে। রাজ‍্যের বাইরের বিভিন্ন রাজ‍্য থেকে স্টুডেন্ট আসে। তাঁরা সাধারণত প্রাইম মিনিস্টার স্পেশাল স্কলারশিপ (PMSS) স্কিমের অধীনে ভর্তি হয়। এই বছর স্নাতকে 10-12 জন ভর্তি হয়েছে। আর অনেকেই যাঁরা ভর্তি হতে পারে না তাঁরা সেকেন্ড ইয়ারে ল‍্যাটারাল এন্ট্রি নিয়ে ভর্তি হয়, সেখানে 3-4 জন ভর্তি হয়েছে। আমাদের তো ফরেন স্টুডেন্টদের জন্য আলাদা থাকার স্পেশাল ব‍্যবস্থা আছে। সেখানে তাঁরা থাকে। কিন্তু, সেখানে যেহেতু লিমিটেড সিট তাই সবাই হয়তো সবসময় সিট পায় না। কখনও কখনও তাঁদের বাইরেও থাকতে হয়। কিন্তু, এখন যেহেতু একটা এমার্জেন্সি সিচুয়েশন, টাকাপয়সার ব‍্যবস্থা তাঁরা করতে পারছে না, মানি ট্রান্সফার করতে পারছে না সেই কারণে আমরা বিশেষভাবে নির্দেশিকা দিয়েছি, যাতে তাঁদের বিশেষভাবে প্রথম প্রায়োরিটি দিয়ে হস্টেলে নিয়ে নেওয়া হয়।"

জম্মু ও কাশ্মীর থেকে আসা পড়ুয়াদের হস্টেলের ক্ষেত্রে এই অগ্রাধিকার দেওয়া নিয়ে রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু আরও বলেন, "আমাদের কালকে দু'একজনকে ভর্তি করা হয়েছে। তাঁরা বাইরে পারছে না। তাঁদের এমার্জেন্সি বেসিসে হস্টেলে নেওয়া হয়েছে। সাধারণত সিট পাওয়ার ক্ষেত্রে যোগ্যতাটা দেখা হয়, আর দূরত্ব তো এরা বাইরে থেকে আসছে। কিন্তু এই বছর স্পেশালি তাঁদের ক্ষেত্রে যেভাবেই হোক অ্যালটমেন্ট দিয়ে দিচ্ছি। যাতে ওদের কোনওরকম অসুবিধা না হয় টাকা পয়সার ব্যাপারে। এবার আমরা চেষ্টা করছি কাশ্মীরের ছাত্রদের সহানুভূতির সঙ্গে দেখে যাতে তাঁদেরকে আমরা অ্যাবসর্ভ করতে পারি।" জম্মু ও কাশ্মীরের থেকে আসা পড়ুয়াদের নিরাপত্তার বিষয়ে কী কোনও নতুন পদক্ষেপ বা ব‍্যবস্থা নিচ্ছ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ? রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু বলেন, "সব হস্টেলেই যতদূর সম্ভব আমরা ইন্টার্নাল সিকিউরিটি দিয়ে থাকি। আমাদের ফরেন স্টুডেন্টদের যে হস্টেলটা আছে তাঁদের জন্য আমাদের সিকিউরিটি দেওয়া আছে। আসলে এই ইস‍্যুটা নিয়ে এখানে তো কোনও রকম ঘটনা ঘটেনি। তাই আলাদা সিকিউরিটির কথা আমরা কিছু ভাবিনি। আর আমরা ওপর থেকে ওভারঅল দেখছি।"

স্বাভাবিকভাবেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই পদক্ষেপকে স্বাগত জানাচ্ছেন কাশ্মীর থেকে আসা পড়ুয়ারা। কাশ্মীর থেকে আসা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের স্নাতকের তৃতীয় বর্ষের পড়ুয়া ফারদিন খুরশিদ ভাট এ বিষয়ে বলেন, "কাশ্মীর থেকে এখন নতুন কিছু পড়ুয়া আসার কথা ছিল। তাঁদের এখানে থাকার সমস্যা হতে পারত। কারণ, তাঁরা সম্পূর্ণ নতুন একটা জায়গায় আসছিল। এখানকার আবহাওয়া, খাবার, ভাষা সবই নতুন তাঁদের জন্য। আমার মনে হয় তার উপর তাঁরা ভয় পেয়ে আছেন। কারণ, কাশ্মীরের পরিস্থিতি এখন খারাপ‌। আর আমরা প্রায় দেখি কাশ্মীরের যে পরিস্থিতি হয় তার প্রভাব কাশ্মীরের বাইরে যাঁরা থাকেন তাঁদের উপর পরে। সেই হিসাবে আমার মনে হয় বিশ্ববিদ্যালয় একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে। আমি যা শুনলাম, কাশ্মীর থেকে যে সব পড়ুয়ার আসছেন তাঁরা হস্টেলের সুবিধা পাবেন। ফর্মালিটস তাঁরা হস্টেল অ্যালটমেন্টের পরেও করতে পারবেন।"

তাঁদের কথায় কাশ্মীরে থাকা পরিবারের লোকজনদের জন‍্য দুঃশ্চিন্তা বেশি উঠে এসেছে। ইতিহাসের স্নাতকের তৃতীয় বর্ষের পড়ুয়া ফারদিন খুরশিদ ভাটের বাড়ি সাউথ কাশ্মীরে। সেখানে তাঁর বাবা-মা ও তিন বোন রয়েছে। দু'দিন আগে শেষ তাঁদের সঙ্গে কথা বলতে পেরেছিলেন ফারদিন। কাশ্মীরের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে ফারদিন বলেন, "এখন কাশ্মীরের অবস্থা কী তা আমি জানি না। এটাই সবথেকে বড় সমস‍্যা। কারণ, কাশ্মীরে গ্রাউন্ড লেভেলের পরিস্থিতি কী, আমাদের পরিবার কী অবস্থায় রয়েছে, ওনাদের কাছে খাওয়ার জন্য কিছু আছে কি নেই, আমাদের ঘরের বাচ্চাদের কাছে তাঁদের প্রয়োজনের জিনিস আছে কি নেই, কারণ এই সব কিছুই অভাবনীয় ছিল, আমরা কখনও আশা করিনি এই রকম কিছু হবে। আর যে পুরো ব্ল‍্যাকআউট বা ক্ল‍্যাম্প ডাউন রয়েছে কমিউনিকেশনে, ওখানে ইনডিফিনেট কারফিউ জারি করা হয়েছে। তো এর জন্য মানুষ তৈরি ছিল না। আমার দু'দিন আগে ঘরের লোকজনদের সঙ্গে কথা হয়েছে, তখন মা বলছিলেন এরকম হতে পারে। কিন্তু, ওরা খাবারের স্টক করে রেখেছিলেন কিনা, বাকি প্রয়োজনের জিনিস রেখেছিলেন কিনা আমি জানি না। এটাই প্রধান সমস‍্যা যে আমরা আমাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারছি না। আমার এখন মিক্সড ফিলিংস। আমরা শকড এবং ভাবছি এই রকম কী করে হতে পারে। যে প্রক্রিয়ায় এটা করা হয়েছে সেটা একেবারেই অপ্রত্যাশিত। আমার মন এখন এখানে নেই। আমার মন এখন কাশ্মীরে পরিবারের লোকজনদের কাছে।" তবে, বাড়ির লোকদের জন্য দুঃশ্চিন্তা থাকলেও কলকাতায় নিজের নিরাপত্তা নিয়ে কোনও চিন্তা করছেন না ফারদিন। কলকাতাকে নিজের জন্য সুরক্ষিত বলেই মনে করছেন তিনি।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ফারদিন জম্মু ও কাশ্মীরে 370 ধারা তুলে দেওয়া ও কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণার বিরুদ্ধেই মতামত দিচ্ছেন। তিনি বলেন, "370 ধারা সরানোর জন্য একটা নির্দিষ্ট প্রক্রিয়া ছিল। তার জন্য ইলেক্টেট গভর্মেন্ট, কন্সটিউয়েট অ্যাসেম্বলি থাকার প্রয়োজন ছিল। এখন সেগুলো নেই। তাই সেই হিসাবে যেভাবে রাষ্ট্রপতির একটা সাক্ষরে একটি কন্সটিউয়েট অ্যাসেম্বলিকে লেজিসলেটিভ অ্যাসেম্বলি করে দিল, যেভাবে বাই ফোকেশন অফ স্টেট করে দিল এটা আমার মনে হয় অগণতান্ত্রিক। কারণ, জম্মু ও কাশ্মীর যার কাছে স্পেশাল স্ট‍্যাটাস রয়েছে তার সঙ্গে এই সব হতে পারে তাহলে যে কোনও স্টেটের সঙ্গে এটা হতে পারে। এটাই আমাদের চিন্তার বিষয়। আমরা জানি না সরকার জম্মু ও কাশ্মীরের জন্য কী স্টোর করে রেখেছে। আমরা সবসময় ভয়ে আছি।"


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.