ETV Bharat / state

কাল BJP- র নতুন রাজ্য কমিটির বৈঠক, ভার্চুয়ালি বক্তব্য রাখবেন নাড্ডা

author img

By

Published : Sep 9, 2020, 8:08 PM IST

BJP সূত্রে খবর, কোরোনার কারণে রাজ্য কমিটির মাত্র 20 জন সদস্য মহেশ্বরী ভবনে উপস্থিত থাকবেন ।

BJP
BJP

কলকাতা, 9 সেপ্টেম্বর : নতুন রাজ্য কমিটি গঠনের পর বৃহস্পতিবার BJP- র রাজ্য কমিটির প্রথম বৈঠক । অনুষ্ঠানটি হবে মহেশ্বরী ভবনে । বৈঠকে ভার্চুয়াল সভার মাধ্যমে রাখবেন BJP- র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ।

BJP সূত্রে খবর, কোরোনার কারণে রাজ্য কমিটির মাত্র 20 জন সদস্য মহেশ্বরী ভবনে উপস্থিত থাকবেন । বাকি রাজ্য কমিটির সদস্য রা সবাই বাড়ি থেকেই বৈঠকে উপস্থিত থাকবেন ভার্চুয়াল সভার মাধ্যমে।

মূলত বিধানসভা নির্বাচনের দিকে নজর রেখে নতুন রাজ্য কমিটি তৈরি করা হয়েছে । তবে 2021- এর নির্বাচনে ঘর গোছাতে BJP কী পরিকল্পনা করে সেটাই বড় প্রশ্ন ? আগামীকালের বৈঠকে শোভন চট্টোপাধ্যায়- এর যোগদান নিয়েও চর্চা চলছে । তিনি BJP-র রাজনীতিতে সক্রিয় হতে চান । এছাড়া শঙ্কুদেব পণ্ডাকেও কমিটিতে নেওয়া হয়েছে । রন্তিদেব সেনগুপ্ত, দুধকুমার মণ্ডলের মত নেতৃত্বও উপস্থিত থাকবে ।

BJP-র সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, "কোভিডের জন্য সমস্ত দূরত্ব বিধি মেনে এই বৈঠক হবে । তবে এই বৈঠকে রাজ্য কমিটির সমস্ত সদস্যই উপস্থিত থাকবে ভার্চুয়াল সভার মাধ্যমে । বাড়িতে বসেই রাজ্য কমিটির এই বৈঠকে যোগ দিতে পারবেন তারা ।"

কলকাতা, 9 সেপ্টেম্বর : নতুন রাজ্য কমিটি গঠনের পর বৃহস্পতিবার BJP- র রাজ্য কমিটির প্রথম বৈঠক । অনুষ্ঠানটি হবে মহেশ্বরী ভবনে । বৈঠকে ভার্চুয়াল সভার মাধ্যমে রাখবেন BJP- র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ।

BJP সূত্রে খবর, কোরোনার কারণে রাজ্য কমিটির মাত্র 20 জন সদস্য মহেশ্বরী ভবনে উপস্থিত থাকবেন । বাকি রাজ্য কমিটির সদস্য রা সবাই বাড়ি থেকেই বৈঠকে উপস্থিত থাকবেন ভার্চুয়াল সভার মাধ্যমে।

মূলত বিধানসভা নির্বাচনের দিকে নজর রেখে নতুন রাজ্য কমিটি তৈরি করা হয়েছে । তবে 2021- এর নির্বাচনে ঘর গোছাতে BJP কী পরিকল্পনা করে সেটাই বড় প্রশ্ন ? আগামীকালের বৈঠকে শোভন চট্টোপাধ্যায়- এর যোগদান নিয়েও চর্চা চলছে । তিনি BJP-র রাজনীতিতে সক্রিয় হতে চান । এছাড়া শঙ্কুদেব পণ্ডাকেও কমিটিতে নেওয়া হয়েছে । রন্তিদেব সেনগুপ্ত, দুধকুমার মণ্ডলের মত নেতৃত্বও উপস্থিত থাকবে ।

BJP-র সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, "কোভিডের জন্য সমস্ত দূরত্ব বিধি মেনে এই বৈঠক হবে । তবে এই বৈঠকে রাজ্য কমিটির সমস্ত সদস্যই উপস্থিত থাকবে ভার্চুয়াল সভার মাধ্যমে । বাড়িতে বসেই রাজ্য কমিটির এই বৈঠকে যোগ দিতে পারবেন তারা ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.