ETV Bharat / state

Joka-Taratala Metro Service: প্রতীক্ষার অবসান, জোকা-তারাতলা মেট্রো রুটে শুরু যাত্রী পরিষেবা - joka taratala metro fare chart

সোমবার থেকে শুরু হল জোকা-তারাতলা মেট্রো রুটে শুরু হল যাত্রী পরিষেবা (Joka-Taratala Metro) ৷ প্রথম সফরে যাত্রী হলেন 306 জন ৷ সারাদিন এই রুটে সকাল 10টা থেকে সন্ধে 6টা অবধি চলবে ট্রেন ৷

ETV Bharat
Joka Taratala Metro
author img

By

Published : Jan 2, 2023, 3:13 PM IST

Updated : Jan 2, 2023, 3:54 PM IST

সকাল 10টা থেকে সন্ধে 6টা অবধি চলবে ট্রেন

কলকাতা, 2 জানুয়ারি: দীর্ঘ প্রতীক্ষার অবসান ৷ অবশেষে চালু হল জোকা-তারাতলা মেট্রো (Joka-Taratala Metro) রুটে যাত্রী পরিষেবা ৷ সোমবার সকাল 10 টা থেকে কলকাতা মেট্রোর (Kolkata Metro) পার্পেল লাইন শুরু হয়ে গেল । আজ যাত্রী নিয়ে প্রথম জোকা থেকে মেট্রো দৌড়ল তারাতলার উদ্দেশে । সোমবার প্রথম মেট্রোয় সফর করেন 306 জন যাত্রী ।

গত 30 ডিসেম্বর বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের পাশাপাশি জোকা-তারাতলা মেট্রো এবং আরও বেশ কয়েকটি প্রকল্পের ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । প্রধানমন্ত্রী ফ্ল্যাগ অফ করার পরেই রেলমন্ত্রী-সহ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে নিয়ে তারাতলার উদ্দেশে যাত্রা শুরু করে মেট্রো । তারপর আজ থেকে চালু হল যাত্রী পরিষেবা ৷

প্রত্যেকবার মেট্রো চালুর শুরুর দিন মানুষের মধ্যে উন্মাদনা থাকে ৷ অনেকেই মেট্রের প্রথম যাত্রী হওয়ার ইচ্ছেপ্রকাশ করেন ৷ অন্যান্য বারের মতো এদিনও প্রথম মেট্রোয় সওয়ারের ইচ্ছেয় মাঝরাত থেকেই স্টেশনের বাইরে লম্বা লাইন পড়ে যাত্রীদের । শহরের বিভিন্ন প্রান্ত থেকে রাতের শীতকে উপেক্ষা করেই প্রথম যাত্রী হতে লাইন দিয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেন মানুষজন । এদিন মেট্রোর প্রথম যাত্রী হন বেলঘরিয়ার বাসিন্দা প্রভাতকুমার চট্টোপাধ্যায় ৷ মেট্রো রুটে বাড়ি নয়, তবুও প্রথম সফরের যাত্রী হলেন পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং গায়ক রূপঙ্কর বাগচী ।

কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, সোম থেকে শুক্রবার পর্যন্ত জোকা-তারাতলা রুটে মেট্রো চলবে (Joka Taratala)। অর্থাৎ শনি ও রবিবার এই রুটে মেট্রো পরিষেবা বন্ধ থাকবে (Joka Taratala metro timing)। এই রুটে ট্রেন চলবে 'ওয়ান লাইন ট্রেন ওয়ান' সিস্টেমে চলবে একটি এসি মেট্রো রেক । অর্থাৎ মেট্রোর যে রেকটি জোকা থেকে ছাড়বে সেটি তারাতলা পৌঁছনোর পর আবার সেই রেকটিই জোকা অভিমুখে যাত্রা করবে ।

আরও পড়ুন: জোকা-তারাতলা মেট্রোর যাত্রা শুরু; কবে শেষ হবে বাকি কাজ ? জানালেন রেলমন্ত্রী

আপ ও ডাউন মিলিয়ে সারাদিনে চলবে মোট 12টি পরিষেবা । জোকা থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল 10টায় । জোকা থেকে শেষ মেট্রো ছাড়বে বিকেল 5 টায় । এরপর জোকা থেকে মেট্রো পাওয়া যাবে সকাল 11টা, দুপুর 12টা, 3টে, বিকেল 4টে ও 5টায় । অন্যদিকে, তারাতলা থেকে দিনের প্রথম মেট্রো ছাড়বে সকাল সাড়ে 10টায় । এরপর সকাল সাড়ে 11টা, দুপুর সাড়ে 12টা, সাড়ে 3টে, বিকেল সাড়ে 4টে ও শেষ সাড়ে 5টায় মিলবে জোকা অভিমুখে যাওয়ার মেট্রো । রেলওয়ে বোর্ড এই রুটে যাতায়াতের জন্য ভাড়ার কাঠামো অনুমোদন করেছেন । ন্যূনতম ভাড়া হবে 5 টাকা এবং সর্বোচ্চ ভাড়া হবে 20 টাকা ।

সকাল 10টা থেকে সন্ধে 6টা অবধি চলবে ট্রেন

কলকাতা, 2 জানুয়ারি: দীর্ঘ প্রতীক্ষার অবসান ৷ অবশেষে চালু হল জোকা-তারাতলা মেট্রো (Joka-Taratala Metro) রুটে যাত্রী পরিষেবা ৷ সোমবার সকাল 10 টা থেকে কলকাতা মেট্রোর (Kolkata Metro) পার্পেল লাইন শুরু হয়ে গেল । আজ যাত্রী নিয়ে প্রথম জোকা থেকে মেট্রো দৌড়ল তারাতলার উদ্দেশে । সোমবার প্রথম মেট্রোয় সফর করেন 306 জন যাত্রী ।

গত 30 ডিসেম্বর বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের পাশাপাশি জোকা-তারাতলা মেট্রো এবং আরও বেশ কয়েকটি প্রকল্পের ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । প্রধানমন্ত্রী ফ্ল্যাগ অফ করার পরেই রেলমন্ত্রী-সহ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে নিয়ে তারাতলার উদ্দেশে যাত্রা শুরু করে মেট্রো । তারপর আজ থেকে চালু হল যাত্রী পরিষেবা ৷

প্রত্যেকবার মেট্রো চালুর শুরুর দিন মানুষের মধ্যে উন্মাদনা থাকে ৷ অনেকেই মেট্রের প্রথম যাত্রী হওয়ার ইচ্ছেপ্রকাশ করেন ৷ অন্যান্য বারের মতো এদিনও প্রথম মেট্রোয় সওয়ারের ইচ্ছেয় মাঝরাত থেকেই স্টেশনের বাইরে লম্বা লাইন পড়ে যাত্রীদের । শহরের বিভিন্ন প্রান্ত থেকে রাতের শীতকে উপেক্ষা করেই প্রথম যাত্রী হতে লাইন দিয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেন মানুষজন । এদিন মেট্রোর প্রথম যাত্রী হন বেলঘরিয়ার বাসিন্দা প্রভাতকুমার চট্টোপাধ্যায় ৷ মেট্রো রুটে বাড়ি নয়, তবুও প্রথম সফরের যাত্রী হলেন পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং গায়ক রূপঙ্কর বাগচী ।

কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, সোম থেকে শুক্রবার পর্যন্ত জোকা-তারাতলা রুটে মেট্রো চলবে (Joka Taratala)। অর্থাৎ শনি ও রবিবার এই রুটে মেট্রো পরিষেবা বন্ধ থাকবে (Joka Taratala metro timing)। এই রুটে ট্রেন চলবে 'ওয়ান লাইন ট্রেন ওয়ান' সিস্টেমে চলবে একটি এসি মেট্রো রেক । অর্থাৎ মেট্রোর যে রেকটি জোকা থেকে ছাড়বে সেটি তারাতলা পৌঁছনোর পর আবার সেই রেকটিই জোকা অভিমুখে যাত্রা করবে ।

আরও পড়ুন: জোকা-তারাতলা মেট্রোর যাত্রা শুরু; কবে শেষ হবে বাকি কাজ ? জানালেন রেলমন্ত্রী

আপ ও ডাউন মিলিয়ে সারাদিনে চলবে মোট 12টি পরিষেবা । জোকা থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল 10টায় । জোকা থেকে শেষ মেট্রো ছাড়বে বিকেল 5 টায় । এরপর জোকা থেকে মেট্রো পাওয়া যাবে সকাল 11টা, দুপুর 12টা, 3টে, বিকেল 4টে ও 5টায় । অন্যদিকে, তারাতলা থেকে দিনের প্রথম মেট্রো ছাড়বে সকাল সাড়ে 10টায় । এরপর সকাল সাড়ে 11টা, দুপুর সাড়ে 12টা, সাড়ে 3টে, বিকেল সাড়ে 4টে ও শেষ সাড়ে 5টায় মিলবে জোকা অভিমুখে যাওয়ার মেট্রো । রেলওয়ে বোর্ড এই রুটে যাতায়াতের জন্য ভাড়ার কাঠামো অনুমোদন করেছেন । ন্যূনতম ভাড়া হবে 5 টাকা এবং সর্বোচ্চ ভাড়া হবে 20 টাকা ।

Last Updated : Jan 2, 2023, 3:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.