ETV Bharat / state

2 ফেব্রুয়ারি রাজ্য জয়েন্ট প্রবেশিকা পরীক্ষা - ecamination

বেশ কিছুদিন ধরেই রাজ‍্য জয়েন্ট প্রবেশিকা পরীক্ষা এগিয়ে আনার বিষয়ে আলোচনা চলছিল । আজ পরীক্ষা এগিয়ে আনার বিষয়টি ঘোষণা করলেন মলয়েন্দু সাহা ৷

ফাইল ফোটো
author img

By

Published : Oct 1, 2019, 7:33 PM IST

Updated : Oct 1, 2019, 11:00 PM IST

কলকাতা, 1 অক্টোবর: এগিয়ে আনা হচ্ছে 2020 সালের রাজ্য জয়েন্ট প্রবেশিকা পরীক্ষা ৷ আজ এ কথা জানালেন রাজ্য জয়েন্ট প্রবেশিকা পরীক্ষা বোর্ডের চেয়ারম্যান মলয়েন্দু সাহা ৷

বেশ কিছুদিন ধরেই রাজ‍্য জয়েন্ট প্রবেশিকা পরীক্ষা এগিয়ে আনার বিষয়ে আলোচনা চলছিল । আজ পরীক্ষা এগিয়ে আনার বিষয়টি ঘোষণা করলেন মলয়েন্দু সাহা ৷ এই পরীক্ষা প্রথম 19 এপ্রিল করার কথা ভাবা হয়েছিল । পরে রাজ্যের পড়ুয়াদের রাজ্যে ধরে রাখতে পরীক্ষা এগিয়ে নিয়ে আসার সিদ্ধান্ত হয় । মলয়েন্দু সাহা জানান, আগামী বছরের 2 ফেব্রুয়ারি হবে রাজ্য জয়েন্ট প্রবেশিকা পরীক্ষা ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

মলয়েন্দু সাহা বলেন, "19 এপ্রিল 2020-তে জয়েন্ট পরীক্ষা নেওয়ার কথা ছিল ৷ কিন্তু তা বদল হয়েছে কয়েকটি কারণে ৷ যাতে বেশি সংখ্যক ছাত্র-ছাত্রী পরীক্ষা দিতে পারেন ৷ তাঁরা যাতে আরও বেশি পরিমাণে ভরতি হতে পারেন সেই কারণে পরীক্ষার তারিখ 2 ফেব্রুয়ারি (রবিবার) করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ আমরা শিক্ষা দপ্তর ও সংশ্লিষ্ট সব দপ্তরের কাছ থেকে সবরকম সাহায্য পেয়েছি ৷ আমাদের মনে হয় আমরা ওই দিন পরীক্ষা নিতে পারব ৷" তিনি আরও বলেন, " বেশ কয়েকবছর ধরে দেখা যাচ্ছে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীর সংখ্যা কম ৷ আমরা এবার একটা পরীক্ষা করে দেখার চেষ্টা করছি ৷ সর্বভারতীয় প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠানগুলিতে ছাত্র-ছাত্রীরা আগে চলে যাচ্ছে ৷ তবে আমরা যদি ফেব্রুয়ারি মাসে পরীক্ষা নিতে পারি আমাদের মনে হয় বেশ কিছু ছাত্র-ছাত্রীকে আমরা প্রলুব্ধ করতে পারব ৷ যাতে তাঁরা ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় বসতে পারেন ৷ পরীক্ষার প্রস্তুতি ঠিকঠাকভাবে নিলে ফ্রেব্রুয়ারি মাস পরীক্ষার্থীদের জন্যও সুবিধাজনক হবে ৷"

কলকাতা, 1 অক্টোবর: এগিয়ে আনা হচ্ছে 2020 সালের রাজ্য জয়েন্ট প্রবেশিকা পরীক্ষা ৷ আজ এ কথা জানালেন রাজ্য জয়েন্ট প্রবেশিকা পরীক্ষা বোর্ডের চেয়ারম্যান মলয়েন্দু সাহা ৷

বেশ কিছুদিন ধরেই রাজ‍্য জয়েন্ট প্রবেশিকা পরীক্ষা এগিয়ে আনার বিষয়ে আলোচনা চলছিল । আজ পরীক্ষা এগিয়ে আনার বিষয়টি ঘোষণা করলেন মলয়েন্দু সাহা ৷ এই পরীক্ষা প্রথম 19 এপ্রিল করার কথা ভাবা হয়েছিল । পরে রাজ্যের পড়ুয়াদের রাজ্যে ধরে রাখতে পরীক্ষা এগিয়ে নিয়ে আসার সিদ্ধান্ত হয় । মলয়েন্দু সাহা জানান, আগামী বছরের 2 ফেব্রুয়ারি হবে রাজ্য জয়েন্ট প্রবেশিকা পরীক্ষা ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

মলয়েন্দু সাহা বলেন, "19 এপ্রিল 2020-তে জয়েন্ট পরীক্ষা নেওয়ার কথা ছিল ৷ কিন্তু তা বদল হয়েছে কয়েকটি কারণে ৷ যাতে বেশি সংখ্যক ছাত্র-ছাত্রী পরীক্ষা দিতে পারেন ৷ তাঁরা যাতে আরও বেশি পরিমাণে ভরতি হতে পারেন সেই কারণে পরীক্ষার তারিখ 2 ফেব্রুয়ারি (রবিবার) করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ আমরা শিক্ষা দপ্তর ও সংশ্লিষ্ট সব দপ্তরের কাছ থেকে সবরকম সাহায্য পেয়েছি ৷ আমাদের মনে হয় আমরা ওই দিন পরীক্ষা নিতে পারব ৷" তিনি আরও বলেন, " বেশ কয়েকবছর ধরে দেখা যাচ্ছে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীর সংখ্যা কম ৷ আমরা এবার একটা পরীক্ষা করে দেখার চেষ্টা করছি ৷ সর্বভারতীয় প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠানগুলিতে ছাত্র-ছাত্রীরা আগে চলে যাচ্ছে ৷ তবে আমরা যদি ফেব্রুয়ারি মাসে পরীক্ষা নিতে পারি আমাদের মনে হয় বেশ কিছু ছাত্র-ছাত্রীকে আমরা প্রলুব্ধ করতে পারব ৷ যাতে তাঁরা ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় বসতে পারেন ৷ পরীক্ষার প্রস্তুতি ঠিকঠাকভাবে নিলে ফ্রেব্রুয়ারি মাস পরীক্ষার্থীদের জন্যও সুবিধাজনক হবে ৷"

Intro:কলকাতা, 1 অক্টোবর: বেশ কিছুদিন ধরেই রাজ‍্য জয়েন্ট প্রবেশিকা পরীক্ষা এগিয়ে আনার বিষয়ে আলোচনা চলছিল। আজ রাজ্য জয়েন্ট প্রবেশিকা পরীক্ষা বোর্ডের চেয়ারম্যান মলয়েন্দু সাহা স্পষ্ট জানিয়ে দিলেন, এগিয়ে আনা হচ্ছে 2020 সালের জয়েন্ট পরীক্ষা। এই পরীক্ষা প্রথম 19 এপ্রিল করার কথা ভাবা হয়েছিল। পড়ে রাজ্যের পড়ুয়াদের রাজ্যেই ধরে রাখতে সিদ্ধান্ত হয় পরীক্ষা এগিয়ে নিয়ে আসার। মলয়েন্দু সাহা জানান, আগামী বছরের 2 ফেব্রুয়ারি হবে রাজ্য জয়েন্ট প্রবেশিকা পরীক্ষা।


Body:অ


Conclusion:
Last Updated : Oct 1, 2019, 11:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.