ETV Bharat / state

Job Seekers Protest: শিবরাত্রিকে সামনে রেখে অভিনব প্রতিবাদ চাকরি প্রার্থীদের

এর আগে লক্ষ্মী ও সরস্বতী পুজোয় ধরনা মঞ্চে অভিনব কায়দায় প্রতিবাদ জানাতে দেখা গিয়েছে চাকরি প্রার্থীদের (Job Seekers Protest) ৷ এবার শিবরাত্রিকে উপলক্ষ্যে উপোস থেকে পুজো করে প্রতিবাদ জানালেন চাকরি প্রার্থীরা ৷

Group c job seekers agitation ETV Bharat
চাকরিপ্রার্থী
author img

By

Published : Feb 18, 2023, 9:03 PM IST

শিবরাত্রিকে সামনে রেখে অভিনব প্রতিবাদ চাকরিপ্রার্থীদের

কলকাতা, 18 ফেব্রুয়ারি: নিয়োগের দাবিতে উত্তাল রাজ্য । সব দিক থেকেই শোনা যাচ্ছে নিয়োগের স্লোগান । মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে দীর্ঘদিন অবস্থান বিক্ষোভ করেছেন চাকরিপ্রার্থীরা ৷ রাজ্য সরকার গ্রুপ ডি, আপার প্রাইমারি, প্রাইমারি, এসএসসি গ্রুপ সি ও গ্রুপ ডি-সহ বিভিন্ন স্তরের চাকরি প্রার্থীদের অবস্থান চলছে সেখানে । শনিবার সকালে এই মঞ্চেই অভিনব প্রতিবাদ জানাল রাজ্য সরকারের গ্রুপ ডি চাকরিপ্রার্থীরা (Job seekers perform Shivratri puja) ।

এদিন তারা নিজেদেরকে খাঁচায় বন্দি রেখে সামনে তালা ঝুলিয়ে প্রতিবাদ জানিয়েছেন । এই তালার চাবি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে এমনটাই মনে করছেন চাকরিপ্রার্থীরা । তাই চাকরি দিয়ে সেই তালা খোলার অনুরোধ জানাচ্ছেন রাজ্যের গ্রুপ ডি চাকরিপ্রার্থীরা । পাশাপাশি এদিন শিবরাত্রিকে সামনে রেখে আরও এক প্রতিবাদের চিত্র দেখা গিয়েছে আপার প্রাইমারি ধরনা মঞ্চে । শনিবার তারা শিব পুজো করেন ধরনা মঞ্চে । সমস্ত মহিলারা এই দিন উপোস করে ধরনা মঞ্চে আসেন এবং সেইখানেই শিবলিঙ্গে জল ঢালেন । এই শিবরাত্রির মাধ্যমে তারা প্রার্থনা জানান, অবিলম্বে তাদের ন্যায্য পাওনার ৷ সেই পাওনা যেন মিটিয়ে দেয় রাজ্য সরকার ।

Job Seekers Protest
সরস্বতী ঠাকুরকে খাঁচায় বন্ধ রেখে প্রতিবাদ

অন্যদিকে সরস্বতী ঠাকুরকে খাঁচায় বন্ধ রেখে প্রতিবাদ জানায় এসএসসির গ্রুপ সি ও গ্রুপ ডি চাকরিপ্রার্থীরা । আন্দোলনকারী চাকরিপ্রার্থী সায়নী দাস বলেন, প্রায় ন'বছর ধরে আমরা বঞ্চিত । এখনও প্যানেল প্রকাশ হয়নি । তাই আজ শক্তির দেবতার কাছে প্রার্থনা করছি ৷ অপর আন্দোলনকারী চাকরিপ্রার্থী শান্তনু শীল জানান, কমিশন থেকে নিয়োগের কথা বলা হয়েছিল । যে লিস্ট প্রকাশ করা হয়েছে সেখানেও দুর্নীতি হয়েছে ৷

Job Seekers Protest
উপোস থেকে পুজো করে প্রতিবাদ জানালেন চাকরিপ্রার্থীরা

প্রসঙ্গত, আইন মোতাবেক 1 হাজার 911 জনের চাকরি বাতিলের নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । সেইমতো বিজ্ঞপ্তিও জারি করে কমিশন । তারপরে কমিশনের পক্ষ থেকে আরও একটি বিজ্ঞপ্তি জারি করা হয় । সেখানে 1 হাজার 444 জনের নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয় । তবে সেখানেও দুর্নীতি হয়েছে বলে অভিযোগ তোলেন চাকরিপ্রার্থীরা ।

আরও পড়ুন: ডিএ মেটানোর দাবিতে অনশন, অসুস্থ আরও এক

শিবরাত্রিকে সামনে রেখে অভিনব প্রতিবাদ চাকরিপ্রার্থীদের

কলকাতা, 18 ফেব্রুয়ারি: নিয়োগের দাবিতে উত্তাল রাজ্য । সব দিক থেকেই শোনা যাচ্ছে নিয়োগের স্লোগান । মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে দীর্ঘদিন অবস্থান বিক্ষোভ করেছেন চাকরিপ্রার্থীরা ৷ রাজ্য সরকার গ্রুপ ডি, আপার প্রাইমারি, প্রাইমারি, এসএসসি গ্রুপ সি ও গ্রুপ ডি-সহ বিভিন্ন স্তরের চাকরি প্রার্থীদের অবস্থান চলছে সেখানে । শনিবার সকালে এই মঞ্চেই অভিনব প্রতিবাদ জানাল রাজ্য সরকারের গ্রুপ ডি চাকরিপ্রার্থীরা (Job seekers perform Shivratri puja) ।

এদিন তারা নিজেদেরকে খাঁচায় বন্দি রেখে সামনে তালা ঝুলিয়ে প্রতিবাদ জানিয়েছেন । এই তালার চাবি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে এমনটাই মনে করছেন চাকরিপ্রার্থীরা । তাই চাকরি দিয়ে সেই তালা খোলার অনুরোধ জানাচ্ছেন রাজ্যের গ্রুপ ডি চাকরিপ্রার্থীরা । পাশাপাশি এদিন শিবরাত্রিকে সামনে রেখে আরও এক প্রতিবাদের চিত্র দেখা গিয়েছে আপার প্রাইমারি ধরনা মঞ্চে । শনিবার তারা শিব পুজো করেন ধরনা মঞ্চে । সমস্ত মহিলারা এই দিন উপোস করে ধরনা মঞ্চে আসেন এবং সেইখানেই শিবলিঙ্গে জল ঢালেন । এই শিবরাত্রির মাধ্যমে তারা প্রার্থনা জানান, অবিলম্বে তাদের ন্যায্য পাওনার ৷ সেই পাওনা যেন মিটিয়ে দেয় রাজ্য সরকার ।

Job Seekers Protest
সরস্বতী ঠাকুরকে খাঁচায় বন্ধ রেখে প্রতিবাদ

অন্যদিকে সরস্বতী ঠাকুরকে খাঁচায় বন্ধ রেখে প্রতিবাদ জানায় এসএসসির গ্রুপ সি ও গ্রুপ ডি চাকরিপ্রার্থীরা । আন্দোলনকারী চাকরিপ্রার্থী সায়নী দাস বলেন, প্রায় ন'বছর ধরে আমরা বঞ্চিত । এখনও প্যানেল প্রকাশ হয়নি । তাই আজ শক্তির দেবতার কাছে প্রার্থনা করছি ৷ অপর আন্দোলনকারী চাকরিপ্রার্থী শান্তনু শীল জানান, কমিশন থেকে নিয়োগের কথা বলা হয়েছিল । যে লিস্ট প্রকাশ করা হয়েছে সেখানেও দুর্নীতি হয়েছে ৷

Job Seekers Protest
উপোস থেকে পুজো করে প্রতিবাদ জানালেন চাকরিপ্রার্থীরা

প্রসঙ্গত, আইন মোতাবেক 1 হাজার 911 জনের চাকরি বাতিলের নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । সেইমতো বিজ্ঞপ্তিও জারি করে কমিশন । তারপরে কমিশনের পক্ষ থেকে আরও একটি বিজ্ঞপ্তি জারি করা হয় । সেখানে 1 হাজার 444 জনের নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয় । তবে সেখানেও দুর্নীতি হয়েছে বলে অভিযোগ তোলেন চাকরিপ্রার্থীরা ।

আরও পড়ুন: ডিএ মেটানোর দাবিতে অনশন, অসুস্থ আরও এক

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.