ETV Bharat / state

Lakshmi Puja: চোখে জল মা লক্ষ্মীর, চাকরিপ্রার্থীকে ধনদেবীরূপে আরাধনা ধরনা মঞ্চে - চাকরিপ্রার্থীকে ধনদেবীরূপে পুজো ধরনা মঞ্চে

মহিলা চাকরিপ্রার্থীকে দেবী লক্ষ্মী (Lakshmi Puja) সাজিয়ে পুজো করলেন চাকরিপ্রার্থীরা (Job Seekers) ৷ এমনই ছবি দেখা গিয়েছে ধরনা মঞ্চে ৷

Job Seekers perform Lakshmi Puja at agitation Mancha
Job Seekers perform Lakshmi Puja at agitation Mancha
author img

By

Published : Oct 9, 2022, 7:59 PM IST

কলকাতা, 9 অক্টোবর: শহর জুড়ে উৎসবের মরশুম । দুর্গাপুজো মিটতেই আজ লক্ষ্মীপুজো (Lakshmi Puja) । আর তার আগের দিন রেড রোডে পালিত হয়েছে পুজো কার্নিভাল । তবে সারা শহরে এই উৎসবের জেরে আলোকিত হলেও অন্ধকারে রয়েছে চাকরিপ্রার্থীদের ধরনা মঞ্চ ।

লক্ষ্মীপুজোর দিন ধরনা মঞ্চে দেখা মিলল এক অভিনব প্রতিবাদ । লক্ষ্মী ঠাকুর সাজিয়ে প্রতিবাদে সামিল হলেন চাকরিপ্রার্থীরা । বাড়ির লক্ষ্মীরা আজ রাস্তায়, স্বচ্ছ নিয়োগের দাবিতে বহুদিন ধরে অবস্থান বিক্ষোভে রয়েছেন তাঁরা । তাই তাঁদের ধরনা মঞ্চেরই একজনকে লক্ষ্মী ঠাকুর সাজিয়ে প্রতিবাদে সামিল হয়েছেন রাজ্য সরকারের গ্রুপ ডি, প্রাইমারি টেট পাশ, গ্রুপ সি ও আপার প্রাইমারির চাকরিপ্রার্থীরা ।

সবাই বিভিন্নরকমের প্রতিবাদ করছেন । কারও ধরনা মঞ্চে চোখে জল নিয়ে লক্ষ্মী ঠাকুর পূজিত হচ্ছেন, তো কারও ধরনায় আবার পূজিত হচ্ছে ফাঁকা মঞ্চ ৷ কারও মঞ্চে আবার চলছে কবিগান (Job Seekers perform Lakshmi Puja at agitation Mancha) ।

Lakshmi Puja
অভিনব প্রতিবাদ লক্ষ্মীপুজোর দিন ধরনা মঞ্চে

যে মঞ্চে লক্ষ্মীদের চোখে জল । তাঁদের কথায়, "উৎসব নেই আমাদের জীবনে । আমাদের বয়সি মেয়েরাই এই কার্নিভালে যোগ দিয়েছেন, কিন্তু আমাদের মঞ্চ ছাড়তে হয়েছে । আমদের এখন মনে হচ্ছে টেট পাশ করে আমরা অন্যায় করে ফেলেছি ৷"

চাকরিপ্রার্থীকে ধনদেবীরূপে পুজো ধরনা মঞ্চে

আরও পড়ুন: কার্নিভালের জন্য চাকরিপ্রার্থীদের ধর্নায় নিষেধ, নির্দেশ মেনেও ক্ষোভ প্রকাশ আন্দোলনকারীদের

উল্লেখ্য, চাকরির দাবিতে 572 দিন ধরে গান্ধিমূর্তির পাদদেশে অবস্থান করছেন আন্দোলনকারীরা ৷ তাঁদের মূল দাবি, যোগ্য চাকরিপ্রার্থীদের স্বচ্ছ নিয়োগ ৷ পাশাপাশি তাঁরা চেয়েছিলেন, পুজোর আগেই (Durga Puja 2022) আন্দোলনরত সমস্ত চাকরিপ্রার্থীকে নিয়োগপত্র দেওয়া হোক ৷ কিন্তু, তাতে লাভ কিছুই হয়নি ৷ পুজোর পাঁচদিন তিলোত্তমা আলোয় সাজলেও ধরনাস্থল ছিল অন্ধকারে ঢাকা ৷ এমনকী, পুজো মিটে যাওয়ার পরই কার্নিভালের জন্য সাজিয়ে তোলা হয়েছিল রেড রোড ৷ অথচ, সেই রাস্তার পাশে বসে থাকলেও আন্দোলনরত চাকরিপ্রার্থীদের দিকে কারও লক্ষ্য নেই ৷ আর তারই মধ্যে চাকরিপ্রার্থীদের ধরনাস্থল থেকে উঠে যাওয়ার নিদান দিয়েছিল পুলিশ ৷ ঘটনায় ক্ষোভ উগড়ে দিয়েছিলেন আন্দোলনরত চাকরিপ্রার্থীরা ৷

কলকাতা, 9 অক্টোবর: শহর জুড়ে উৎসবের মরশুম । দুর্গাপুজো মিটতেই আজ লক্ষ্মীপুজো (Lakshmi Puja) । আর তার আগের দিন রেড রোডে পালিত হয়েছে পুজো কার্নিভাল । তবে সারা শহরে এই উৎসবের জেরে আলোকিত হলেও অন্ধকারে রয়েছে চাকরিপ্রার্থীদের ধরনা মঞ্চ ।

লক্ষ্মীপুজোর দিন ধরনা মঞ্চে দেখা মিলল এক অভিনব প্রতিবাদ । লক্ষ্মী ঠাকুর সাজিয়ে প্রতিবাদে সামিল হলেন চাকরিপ্রার্থীরা । বাড়ির লক্ষ্মীরা আজ রাস্তায়, স্বচ্ছ নিয়োগের দাবিতে বহুদিন ধরে অবস্থান বিক্ষোভে রয়েছেন তাঁরা । তাই তাঁদের ধরনা মঞ্চেরই একজনকে লক্ষ্মী ঠাকুর সাজিয়ে প্রতিবাদে সামিল হয়েছেন রাজ্য সরকারের গ্রুপ ডি, প্রাইমারি টেট পাশ, গ্রুপ সি ও আপার প্রাইমারির চাকরিপ্রার্থীরা ।

সবাই বিভিন্নরকমের প্রতিবাদ করছেন । কারও ধরনা মঞ্চে চোখে জল নিয়ে লক্ষ্মী ঠাকুর পূজিত হচ্ছেন, তো কারও ধরনায় আবার পূজিত হচ্ছে ফাঁকা মঞ্চ ৷ কারও মঞ্চে আবার চলছে কবিগান (Job Seekers perform Lakshmi Puja at agitation Mancha) ।

Lakshmi Puja
অভিনব প্রতিবাদ লক্ষ্মীপুজোর দিন ধরনা মঞ্চে

যে মঞ্চে লক্ষ্মীদের চোখে জল । তাঁদের কথায়, "উৎসব নেই আমাদের জীবনে । আমাদের বয়সি মেয়েরাই এই কার্নিভালে যোগ দিয়েছেন, কিন্তু আমাদের মঞ্চ ছাড়তে হয়েছে । আমদের এখন মনে হচ্ছে টেট পাশ করে আমরা অন্যায় করে ফেলেছি ৷"

চাকরিপ্রার্থীকে ধনদেবীরূপে পুজো ধরনা মঞ্চে

আরও পড়ুন: কার্নিভালের জন্য চাকরিপ্রার্থীদের ধর্নায় নিষেধ, নির্দেশ মেনেও ক্ষোভ প্রকাশ আন্দোলনকারীদের

উল্লেখ্য, চাকরির দাবিতে 572 দিন ধরে গান্ধিমূর্তির পাদদেশে অবস্থান করছেন আন্দোলনকারীরা ৷ তাঁদের মূল দাবি, যোগ্য চাকরিপ্রার্থীদের স্বচ্ছ নিয়োগ ৷ পাশাপাশি তাঁরা চেয়েছিলেন, পুজোর আগেই (Durga Puja 2022) আন্দোলনরত সমস্ত চাকরিপ্রার্থীকে নিয়োগপত্র দেওয়া হোক ৷ কিন্তু, তাতে লাভ কিছুই হয়নি ৷ পুজোর পাঁচদিন তিলোত্তমা আলোয় সাজলেও ধরনাস্থল ছিল অন্ধকারে ঢাকা ৷ এমনকী, পুজো মিটে যাওয়ার পরই কার্নিভালের জন্য সাজিয়ে তোলা হয়েছিল রেড রোড ৷ অথচ, সেই রাস্তার পাশে বসে থাকলেও আন্দোলনরত চাকরিপ্রার্থীদের দিকে কারও লক্ষ্য নেই ৷ আর তারই মধ্যে চাকরিপ্রার্থীদের ধরনাস্থল থেকে উঠে যাওয়ার নিদান দিয়েছিল পুলিশ ৷ ঘটনায় ক্ষোভ উগড়ে দিয়েছিলেন আন্দোলনরত চাকরিপ্রার্থীরা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.