ETV Bharat / state

Jitendra Tiwari: লুঙ্গি পরে জিতেন্দ্র'র যোগ ! নেটপাড়ায় ট্রোলের শিকার বিজেপি নেতা

যোগ দিবসের দিনে এমন একটি ছবি জিতেন্দ্র তিওয়ারি দিয়েছেন সেই ছবিতেই হাসির উদ্রেক হয়েছেন নেট পাড়ায়। তিনি একটি টি-শার্ট এবং একটি লুঙ্গি পরিহিত ছবি দিয়ে যোগের মুদ্রায় বসে আছেন। এমন ছবিতে যোগ দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।

Etv Bharat
লুঙ্গি পরে জিতেন্দ্র'র যোগা
author img

By

Published : Jun 21, 2023, 11:02 PM IST

কলকাতা, 21 জুন: বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি যোগ করছেন, তাও আবার লুঙ্গি পরে ! আর তা সোশাল মিডিয়ায় পোস্ট করতেই নেট পাড়ায় ট্রোলের শিকার হলেন তিনি। বুধবার ছিল 'আন্তর্জাতিক যোগ দিবস' ৷ এদিন লুঙ্গি পরে যোগার এই ছবি তিনি টুইটারে ও ফেসবুকে পোস্ট করেন। তারপর থেকেই ট্রোল হতে শুরু করেন এই বিজেপি নেতা।

বুধবার আন্তর্জাতিক যোগ দিবস। এদিন তাই সকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক নেতা, সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষও যোগের বিভিন্ন ছবি সোশাল মিডিয়ায় আপলোড করেছেন। থেমে ছিলেন না বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারিও। তিনিও তাঁর একটি ছবি সোশাল মিডিয়ায় আপলোড করেন। পাশাপাশি গীতার বানী আউড়ে জিতেন্দ্র লেখেন, "যোগ হল আত্মার যাত্রা। নিজের মাধ্যমেই নিজের দিকে যাত্রা।" শুধু তাই নয় আরও বাণী আউরেছেন এদিন জিতেন্দ্র ৷ তিনি লিখেছেন "এক বিশ্ব এক পরিবার করতেই এবারের যোগের থিম।" সেই সঙ্গে, বিশ্বের প্রতিটি মানুষেরই এই যোগের উপকারিতা নেওয়া উচিত বলেও মনে করেন জিতেন্দ্র।

কিন্তু যোগ দিবসের দিনে এমন একটি ছবি তিনি দিয়েছেন সেই ছবিতেই হাসির উদ্রেক হয়েছেন নেটপাড়ায় । তিনি একটি টি-শার্ট এবং একটি লুঙ্গি পরিহিত ছবি দিয়ে যোগের মুদ্রায় বসে আছেন। এমন ছবিতে যোগ দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। আর তা নিয়েই ট্রোল হয়েছেন খোদ বিজেপি এই নেতা। কেউ তাঁকে উদ্দেশ্য করে লিখেছেন, "আপনার এবার একটু বিয়োগ হওয়ার প্রয়োজন ৷" তো কেউ বা আবার তাঁর গেরুয়া টি-শার্ট এবং লুঙ্গির রং নিয়ে কটাক্ষ করে লেখেন, "আপনার পরণের পোশাকের রং দেখেই আপনার চরিত্র বোঝা যায়।" কেউ বা আবার জিতেন্দ্র'র ভুরি নিয়েও কটাক্ষ করেছেন।

আরও পড়ুন: মার্কিন মুলুকে যোগ দিবস উদযাপনে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুললেন মোদি

সম্প্রতি কয়েকদিন ধরেই সোশাল মিডিয়ায় জিতেন্দ্র তেওয়ারির পরিবার, তাঁর মেয়ে এবং স্ত্রীর সঙ্গে ভ্রমণের ছবি দিচ্ছেন। মনে করা হচ্ছে ভ্রমণে গিয়েই এমন সাধারণ পোশাকে ছবি দিচ্ছেন তিনি। তবে নিয়ম যা বলে, তাতে লুঙ্গি পড়ে যোগা করা যায় না। কারণ যোগার বেশ কিছু আসন রয়েছে যেগুলি লুঙ্গি পরে কখনওই করা সম্ভব নয়। তাই আন্তর্জাতিক যোগা দিবসের দিন লুঙ্গি পরে কেন জিতেন্দ্র তেওয়ারি ছবি দিলেন তা নিয়ে প্রশ্ন উঠছে যেমন, তেমনি এর পাশাপাশি তাঁকে লোকে ব্যঙ্গও করতে ছাড়ছে না। চিরকালই বিতর্কে থেকেছেন বিজেপির এই নেতা। আসানসোলে কম্বল কাণ্ডে অভিযুক্ত হয়ে জেলেও ছিলেন বেশ কিছুদিন। বর্তমানে তাঁর আসানসোল শহরে ঢোকা নিষিদ্ধ রয়েছে আদালতের নির্দেশে। যদিও পঞ্চায়েত ভোটের আগে তিনি আসানসোলে ফিরতে চেয়ে আদালতে আবেদন করেছেন।

কলকাতা, 21 জুন: বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি যোগ করছেন, তাও আবার লুঙ্গি পরে ! আর তা সোশাল মিডিয়ায় পোস্ট করতেই নেট পাড়ায় ট্রোলের শিকার হলেন তিনি। বুধবার ছিল 'আন্তর্জাতিক যোগ দিবস' ৷ এদিন লুঙ্গি পরে যোগার এই ছবি তিনি টুইটারে ও ফেসবুকে পোস্ট করেন। তারপর থেকেই ট্রোল হতে শুরু করেন এই বিজেপি নেতা।

বুধবার আন্তর্জাতিক যোগ দিবস। এদিন তাই সকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক নেতা, সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষও যোগের বিভিন্ন ছবি সোশাল মিডিয়ায় আপলোড করেছেন। থেমে ছিলেন না বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারিও। তিনিও তাঁর একটি ছবি সোশাল মিডিয়ায় আপলোড করেন। পাশাপাশি গীতার বানী আউড়ে জিতেন্দ্র লেখেন, "যোগ হল আত্মার যাত্রা। নিজের মাধ্যমেই নিজের দিকে যাত্রা।" শুধু তাই নয় আরও বাণী আউরেছেন এদিন জিতেন্দ্র ৷ তিনি লিখেছেন "এক বিশ্ব এক পরিবার করতেই এবারের যোগের থিম।" সেই সঙ্গে, বিশ্বের প্রতিটি মানুষেরই এই যোগের উপকারিতা নেওয়া উচিত বলেও মনে করেন জিতেন্দ্র।

কিন্তু যোগ দিবসের দিনে এমন একটি ছবি তিনি দিয়েছেন সেই ছবিতেই হাসির উদ্রেক হয়েছেন নেটপাড়ায় । তিনি একটি টি-শার্ট এবং একটি লুঙ্গি পরিহিত ছবি দিয়ে যোগের মুদ্রায় বসে আছেন। এমন ছবিতে যোগ দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। আর তা নিয়েই ট্রোল হয়েছেন খোদ বিজেপি এই নেতা। কেউ তাঁকে উদ্দেশ্য করে লিখেছেন, "আপনার এবার একটু বিয়োগ হওয়ার প্রয়োজন ৷" তো কেউ বা আবার তাঁর গেরুয়া টি-শার্ট এবং লুঙ্গির রং নিয়ে কটাক্ষ করে লেখেন, "আপনার পরণের পোশাকের রং দেখেই আপনার চরিত্র বোঝা যায়।" কেউ বা আবার জিতেন্দ্র'র ভুরি নিয়েও কটাক্ষ করেছেন।

আরও পড়ুন: মার্কিন মুলুকে যোগ দিবস উদযাপনে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুললেন মোদি

সম্প্রতি কয়েকদিন ধরেই সোশাল মিডিয়ায় জিতেন্দ্র তেওয়ারির পরিবার, তাঁর মেয়ে এবং স্ত্রীর সঙ্গে ভ্রমণের ছবি দিচ্ছেন। মনে করা হচ্ছে ভ্রমণে গিয়েই এমন সাধারণ পোশাকে ছবি দিচ্ছেন তিনি। তবে নিয়ম যা বলে, তাতে লুঙ্গি পড়ে যোগা করা যায় না। কারণ যোগার বেশ কিছু আসন রয়েছে যেগুলি লুঙ্গি পরে কখনওই করা সম্ভব নয়। তাই আন্তর্জাতিক যোগা দিবসের দিন লুঙ্গি পরে কেন জিতেন্দ্র তেওয়ারি ছবি দিলেন তা নিয়ে প্রশ্ন উঠছে যেমন, তেমনি এর পাশাপাশি তাঁকে লোকে ব্যঙ্গও করতে ছাড়ছে না। চিরকালই বিতর্কে থেকেছেন বিজেপির এই নেতা। আসানসোলে কম্বল কাণ্ডে অভিযুক্ত হয়ে জেলেও ছিলেন বেশ কিছুদিন। বর্তমানে তাঁর আসানসোল শহরে ঢোকা নিষিদ্ধ রয়েছে আদালতের নির্দেশে। যদিও পঞ্চায়েত ভোটের আগে তিনি আসানসোলে ফিরতে চেয়ে আদালতে আবেদন করেছেন।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.