ETV Bharat / state

পার্কস্ট্রিটে বাড়ি থেকে বাজেয়াপ্ত দেড় কোটি টাকা ও গয়না - পার্কস্ট্রিটে উদ্ধার দেড় কোটির টাকার গয়না ও নগদ

কলকাতার পার্কস্ট্রিটের এলিয়ট রোডের একটি বাড়িতে অভিযান চালায় STF ৷ সেখান থেকেই উদ্ধার হয় প্রায় 1.62 কোটি নগদ টাকা ও সোনার গয়না-সহ 2 টি ল্যাপটপ ও 2 টি স্মার্টফোন ৷

Jewelry and cash worth Rs 1.5 crore recovered in Park Street, kolkata
পার্কস্ট্রিটে উদ্ধার দেড় কোটির টাকার গয়না ও নগদ
author img

By

Published : Oct 20, 2020, 9:27 AM IST

Updated : Oct 20, 2020, 11:41 AM IST

কলকাতা, 20 অক্টোবর : পার্ক স্ট্রিটের এক ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার সুটকেস ভরতি টাকা ৷ একইসঙ্গে উদ্ধার হয়েছে বেশকিছু সোনার গয়না, দু'টি ল্যাপটপ, দুটি স্মার্টফোন । মূল অভিযুক্ত এখনও পলাতক ৷ তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স ৷

বিশেষ সূত্রে খবর পেয়ে, গতকাল রাতে কলকাতার পার্ক স্ট্রীটের এলিয়ট রোডের একটি বাড়িতে অভিযান চালায় STF ৷ মহম্মদ ইমরান নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি শুরু করেন গোয়েন্দারা ৷ সেখানেই উদ্ধার হয় 1.6245 কোটি নগদ টাকা ৷ একইসঙ্গে উদ্ধার হয় 2 টি ল্যাপটপ ও 2 টি স্মার্টফোন ৷ তার পরিবারের লোকজন ওই বিপুল নগদ টাকার কোনও হিসেব দিতে পারেনি । কোথা থেকে এত টাকা এসেছিল তা খতিয়ে দেখা হচ্ছে । গোয়ান্দারা জানিয়েছেন, ওই ব্যক্তির পরিবারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ তবে, তাদের থেকে এখনও কোনও জবাব পায়নি স্পেশাল টাস্ক ফোর্স ৷

পুলিশের প্রাথমিক সন্দেহ ওই টাকা হাওয়ালার । ইমরান হাওয়ালা ব্যবসার সঙ্গে জড়িত কি না তা খতিয়ে দেখা হচ্ছে । নাকি ইমরানের সঙ্গে যোগ রয়েছে আরও বড় কোনও চক্রের? সবটাই খতিয়ে দেখছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স ।

কলকাতা, 20 অক্টোবর : পার্ক স্ট্রিটের এক ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার সুটকেস ভরতি টাকা ৷ একইসঙ্গে উদ্ধার হয়েছে বেশকিছু সোনার গয়না, দু'টি ল্যাপটপ, দুটি স্মার্টফোন । মূল অভিযুক্ত এখনও পলাতক ৷ তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স ৷

বিশেষ সূত্রে খবর পেয়ে, গতকাল রাতে কলকাতার পার্ক স্ট্রীটের এলিয়ট রোডের একটি বাড়িতে অভিযান চালায় STF ৷ মহম্মদ ইমরান নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি শুরু করেন গোয়েন্দারা ৷ সেখানেই উদ্ধার হয় 1.6245 কোটি নগদ টাকা ৷ একইসঙ্গে উদ্ধার হয় 2 টি ল্যাপটপ ও 2 টি স্মার্টফোন ৷ তার পরিবারের লোকজন ওই বিপুল নগদ টাকার কোনও হিসেব দিতে পারেনি । কোথা থেকে এত টাকা এসেছিল তা খতিয়ে দেখা হচ্ছে । গোয়ান্দারা জানিয়েছেন, ওই ব্যক্তির পরিবারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ তবে, তাদের থেকে এখনও কোনও জবাব পায়নি স্পেশাল টাস্ক ফোর্স ৷

পুলিশের প্রাথমিক সন্দেহ ওই টাকা হাওয়ালার । ইমরান হাওয়ালা ব্যবসার সঙ্গে জড়িত কি না তা খতিয়ে দেখা হচ্ছে । নাকি ইমরানের সঙ্গে যোগ রয়েছে আরও বড় কোনও চক্রের? সবটাই খতিয়ে দেখছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স ।

Last Updated : Oct 20, 2020, 11:41 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.