ETV Bharat / state

জয়শ্রীরাম আসলে রাজনৈতিক স্লোগান : রাজ্যপাল - BJP

জয়শ্রীরাম রাজনৈতিক স্লোগান । এখন রাজনৈতিক স্লোগানই হয়ে গেছে জয়শ্রীরাম ।" বললেন রাজ্যপাল ।

ফাইল ফোটো
author img

By

Published : Jun 7, 2019, 5:48 PM IST

Updated : Jun 7, 2019, 6:21 PM IST

কলকাতা, 7 জুন : জয়শ্রীরাম নিয়ে মমতার দাবিতে সিলমোহর । সিলমোহর দিলেন স্বয়ং রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি ।

জয়শ্রীরামকে রাজনৈতিক স্লোগান হিসেবে ব্যবহার করা হচ্ছে, শুরু থেকেই এই অভিযোগ তুলে বিরোধিতা করে আসছেন মমতা । বলেছিলেন তাঁর জয়শ্রীরামে সমস্যা নেই, ধর্মীয় স্লোগানকে রাজনীতিতে মেশানোয় আপত্তি আছে । আজ তাতে পরোক্ষে সম্মতি জানান রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি । বললেন, "জয়শ্রীরাম আসলে রাজনৈতিক স্লোগান । এখন রাজনৈতিক স্লোগানই হয়ে গেছে জয়শ্রীরাম ।"

এই সংক্রান্ত খবর : "জয়শ্রীরাম"-এ 'রাগ' মমতার !

জয়শ্রীরাম নিয়ে এই মুহূর্তে উত্তপ্ত রাজ্য-রাজনীতি । ঘটনার প্রেক্ষাপট চন্দ্রকোনা । BJP-র জয়শ্রীরাম ধ্বনি শুনে কনভয়ের গাড়ি থেকে নেমে আসেন মমতা । হারান মেজাজও । এই শেষ নয়, এরপর জগদ্দল, নৈহাটিতেও একই মেজাজ ধরে রাখেন তিনি । হাত গুটিয়ে বসে থাকেনি BJP-ও । একে রাজনৈতিক ইশু করে পথে নামে তারা । এরপর, তৃণমূল নেত্রীর বাড়িতে জয়শ্রীরাম লেখা পোস্টকার্ড পাঠান অর্জুন সিং । পালটা প্রধানমন্ত্রীর ঠিকানায় জয় বাংলা লেখা পোস্ট পাঠায় তৃণমূলও ।

এই সংক্রান্ত খবর : গাড়ির সামনে ফের জয় শ্রীরাম ধ্বনি, মেজাজ হারালেন মমতা

আজ কলকাতায় একটি অনুষ্ঠানে যোগ দেন রাজ্যপাল । সেখানে তাঁকে জয়শ্রীরাম ইশু নিয়ে প্রশ্ন করা হয় । সেখানে রাজ্যপাল বলেন, "এটা আসলে রাজনৈতিক স্লোগান হয়ে গেছে । তাই, আমি এবিষয়ে কিছু বলতে চাই না ।"

এই সংক্রান্ত খবর : জয়শ্রীরামে সমস্যা নেই, ধর্মীয় স্লোগানকে রাজনীতিতে মেশানোয় আপত্তি : মমতা

জয়শ্রীরাম নিয়ে তৃণমূল-BJP আকচাআকচি চরম পর্যায়ে । রাজনৈতিক মহলের মত, এই সময়ে রাজ্যপালের মন্তব্য মমতাকে বাড়তি অক্সিজেন দেবে । পাশাপাশি, কেশরীনাথ শুধু রাজ্যপাল নন, সংঘ ঘনিষ্ট বলেও পরিচিত । তাই তাঁর কাছ থেকে এই মন্তব্য তৃণমূল বনাম BJP-র লড়াইয়ে মমতাকে বেশ কয়েকটা ধাপ এগিয়ে দিল বলে মনে করছেন রাজনীতির কারবারিরা ।

এই সংক্রান্ত খবর : "কোনওদিন আদালতে গিয়ে বলবেন, জয়শ্রীরাম বলার অনুমতি দিন"

কলকাতা, 7 জুন : জয়শ্রীরাম নিয়ে মমতার দাবিতে সিলমোহর । সিলমোহর দিলেন স্বয়ং রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি ।

জয়শ্রীরামকে রাজনৈতিক স্লোগান হিসেবে ব্যবহার করা হচ্ছে, শুরু থেকেই এই অভিযোগ তুলে বিরোধিতা করে আসছেন মমতা । বলেছিলেন তাঁর জয়শ্রীরামে সমস্যা নেই, ধর্মীয় স্লোগানকে রাজনীতিতে মেশানোয় আপত্তি আছে । আজ তাতে পরোক্ষে সম্মতি জানান রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি । বললেন, "জয়শ্রীরাম আসলে রাজনৈতিক স্লোগান । এখন রাজনৈতিক স্লোগানই হয়ে গেছে জয়শ্রীরাম ।"

এই সংক্রান্ত খবর : "জয়শ্রীরাম"-এ 'রাগ' মমতার !

জয়শ্রীরাম নিয়ে এই মুহূর্তে উত্তপ্ত রাজ্য-রাজনীতি । ঘটনার প্রেক্ষাপট চন্দ্রকোনা । BJP-র জয়শ্রীরাম ধ্বনি শুনে কনভয়ের গাড়ি থেকে নেমে আসেন মমতা । হারান মেজাজও । এই শেষ নয়, এরপর জগদ্দল, নৈহাটিতেও একই মেজাজ ধরে রাখেন তিনি । হাত গুটিয়ে বসে থাকেনি BJP-ও । একে রাজনৈতিক ইশু করে পথে নামে তারা । এরপর, তৃণমূল নেত্রীর বাড়িতে জয়শ্রীরাম লেখা পোস্টকার্ড পাঠান অর্জুন সিং । পালটা প্রধানমন্ত্রীর ঠিকানায় জয় বাংলা লেখা পোস্ট পাঠায় তৃণমূলও ।

এই সংক্রান্ত খবর : গাড়ির সামনে ফের জয় শ্রীরাম ধ্বনি, মেজাজ হারালেন মমতা

আজ কলকাতায় একটি অনুষ্ঠানে যোগ দেন রাজ্যপাল । সেখানে তাঁকে জয়শ্রীরাম ইশু নিয়ে প্রশ্ন করা হয় । সেখানে রাজ্যপাল বলেন, "এটা আসলে রাজনৈতিক স্লোগান হয়ে গেছে । তাই, আমি এবিষয়ে কিছু বলতে চাই না ।"

এই সংক্রান্ত খবর : জয়শ্রীরামে সমস্যা নেই, ধর্মীয় স্লোগানকে রাজনীতিতে মেশানোয় আপত্তি : মমতা

জয়শ্রীরাম নিয়ে তৃণমূল-BJP আকচাআকচি চরম পর্যায়ে । রাজনৈতিক মহলের মত, এই সময়ে রাজ্যপালের মন্তব্য মমতাকে বাড়তি অক্সিজেন দেবে । পাশাপাশি, কেশরীনাথ শুধু রাজ্যপাল নন, সংঘ ঘনিষ্ট বলেও পরিচিত । তাই তাঁর কাছ থেকে এই মন্তব্য তৃণমূল বনাম BJP-র লড়াইয়ে মমতাকে বেশ কয়েকটা ধাপ এগিয়ে দিল বলে মনে করছেন রাজনীতির কারবারিরা ।

এই সংক্রান্ত খবর : "কোনওদিন আদালতে গিয়ে বলবেন, জয়শ্রীরাম বলার অনুমতি দিন"

sample description
Last Updated : Jun 7, 2019, 6:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.