ETV Bharat / state

Partha Chatterjee: 'জাগো বাংলা'য় পার্থর নামের আগে সরল মহাসচিব বা মন্ত্রীর পরিচয়, কীসের ইঙ্গিত!

থেকেও পাশে নেই দল । তৃণমূল কংগ্রেসের মুখপাত্র 'জাগো বাংলা'য় এখন পার্থর নামের আগে নেই মহাসচিব বা মন্ত্রিত্বের পরিচয় (Jago Bangla removed the designation of Partha Chatterjee before his name)।

Partha Chatterjee
'জাগো বাংলা'য় পার্থ চট্টোপাধ্যায়ের নামের পাশে নেই মহাসচিব বা মন্ত্রীর পরিচয়
author img

By

Published : Jul 27, 2022, 9:44 AM IST

Updated : Jul 27, 2022, 10:57 AM IST

কলকাতা, 27 জুলাই: 'জাগো বাংলা'র সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক পার্থ চট্টোপাধ্যায়ের । সম্পাদক হিসাবে দীর্ঘদিন মুখপাত্রের দায়িত্ব সামলেছেন মহাসচিব নিজেই । অন্তত মঙ্গলবার সকালে প্রথম পাতার শীর্ষ সংবাদে পার্থ চট্টোপাধ্যায়ের নাম যেখানে উচ্চারিত হয়েছে তার আগে দলের 'মহাসচিব' বা 'মন্ত্রী' এই দুই পদের কোনটিরও উল্লেখ নেই (Jago Bangla removed the designation of Partha Chatterjee before his name)। শুধু লেখা রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের নাম । রাজনৈতিক মহলের প্রশ্ন, 'এটা কি ইচ্ছাকৃত?', 'এই অবস্থানে কিসের ইঙ্গিত !'

গত শনিবার 27 ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি । বিকেলেই দলের তরফ থেকে ক্যামাক স্ট্রিটে বৈঠকে বসেন দলের শীর্ষ নেতৃত্ব । সেই বৈঠকে ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ প্রমুখ । ওইদিন ছিল দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির জন্মদিন ।

আরও পড়ুন : কনফারেন্স রুমে অস্থায়ী লকআপে জেরা পার্থকে, একাধিক ব্যক্তির নাম অর্পিতার মুখে

অন্দরের খবর ওইদিন দলের তরফ থেকে একরকম সিদ্ধান্ত নিয়েই নেওয়া হয়েছিল দলের মহাসচিব পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হবে । কিন্তু শেষ পর্যন্ত আলোচনার মাধ্যমে ঠিক হয় এখনই কোনও সিদ্ধান্ত নয় । বরং দল অপেক্ষা করবে আদালতে তাঁর কি রায় হয় সে জন্য । এরপরে সন্ধে সাড়ে ছ'টার সময় দলের তরফ থেকে সাংবাদিক সম্মেলন করা হয় । সেখানে অবশ্য স্পষ্টভাবেই বার্তা দেওয়া হয় যতক্ষণ পর্যন্ত আদালত এই বিচার প্রক্রিয়ায় পার্থ চট্টোপাধ্যায় নিয়ে কোনও সিদ্ধান্ত না জানাবে, দল তাঁর পাশে থাকবে । তবে আইনের দোষী সাব্যস্ত হলে কড়া ব্যবস্থা নেবে দল ।

দলের মুখপত্রে পার্থ চট্টোপাধ্যায়ের নামের পাশ দিয়ে মহাসচিব বা মন্ত্রীদের পরিচয় সরিয়ে দিয়ে আদতে কি কোনও বার্তা দেওয়ার চেষ্টা হল ? নাকি দলের তরফ আকারে ইঙ্গিতে বুঝিয়ে দেওয়া হল যে, প্রকাশ্যে দল তাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ বা বহিষ্কারের মত সিদ্ধান্ত না নিলেও অঘোষিতভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছে ।

কলকাতা, 27 জুলাই: 'জাগো বাংলা'র সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক পার্থ চট্টোপাধ্যায়ের । সম্পাদক হিসাবে দীর্ঘদিন মুখপাত্রের দায়িত্ব সামলেছেন মহাসচিব নিজেই । অন্তত মঙ্গলবার সকালে প্রথম পাতার শীর্ষ সংবাদে পার্থ চট্টোপাধ্যায়ের নাম যেখানে উচ্চারিত হয়েছে তার আগে দলের 'মহাসচিব' বা 'মন্ত্রী' এই দুই পদের কোনটিরও উল্লেখ নেই (Jago Bangla removed the designation of Partha Chatterjee before his name)। শুধু লেখা রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের নাম । রাজনৈতিক মহলের প্রশ্ন, 'এটা কি ইচ্ছাকৃত?', 'এই অবস্থানে কিসের ইঙ্গিত !'

গত শনিবার 27 ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি । বিকেলেই দলের তরফ থেকে ক্যামাক স্ট্রিটে বৈঠকে বসেন দলের শীর্ষ নেতৃত্ব । সেই বৈঠকে ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ প্রমুখ । ওইদিন ছিল দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির জন্মদিন ।

আরও পড়ুন : কনফারেন্স রুমে অস্থায়ী লকআপে জেরা পার্থকে, একাধিক ব্যক্তির নাম অর্পিতার মুখে

অন্দরের খবর ওইদিন দলের তরফ থেকে একরকম সিদ্ধান্ত নিয়েই নেওয়া হয়েছিল দলের মহাসচিব পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হবে । কিন্তু শেষ পর্যন্ত আলোচনার মাধ্যমে ঠিক হয় এখনই কোনও সিদ্ধান্ত নয় । বরং দল অপেক্ষা করবে আদালতে তাঁর কি রায় হয় সে জন্য । এরপরে সন্ধে সাড়ে ছ'টার সময় দলের তরফ থেকে সাংবাদিক সম্মেলন করা হয় । সেখানে অবশ্য স্পষ্টভাবেই বার্তা দেওয়া হয় যতক্ষণ পর্যন্ত আদালত এই বিচার প্রক্রিয়ায় পার্থ চট্টোপাধ্যায় নিয়ে কোনও সিদ্ধান্ত না জানাবে, দল তাঁর পাশে থাকবে । তবে আইনের দোষী সাব্যস্ত হলে কড়া ব্যবস্থা নেবে দল ।

দলের মুখপত্রে পার্থ চট্টোপাধ্যায়ের নামের পাশ দিয়ে মহাসচিব বা মন্ত্রীদের পরিচয় সরিয়ে দিয়ে আদতে কি কোনও বার্তা দেওয়ার চেষ্টা হল ? নাকি দলের তরফ আকারে ইঙ্গিতে বুঝিয়ে দেওয়া হল যে, প্রকাশ্যে দল তাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ বা বহিষ্কারের মত সিদ্ধান্ত না নিলেও অঘোষিতভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছে ।

Last Updated : Jul 27, 2022, 10:57 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.